খুব সংক্ষেপে আমার জার্মান ভিসা পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছি। বলে রাখা ভালো, আমি ইউনিভার্সিটি খোঁজা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন এবং ভিসা ইন্টারভিউ রিলেটেড যাবতীয় সাহায্য নিয়েছি “জার্মান প্রবাসে” ব্লগ থেকে। ধন্যবাদ জানাই সকল লেখক এবং পরিচালকদের এমন একটি সুশৃঙ্খল ব্লগ সাজানোর জন্য।

Application submit: 15 October
Admission offer: 4 December
Visa interview: 15 January
Missing document submission: 17 January

Call from embassy (about orientation course): 17 February
আমার বিশ্ববিদ্যালয় একটি অপশনাল Orientation and Intensive Language course অফার করছে ক্লাস শুরুর ৮ সপ্তাহ আগে যেটায় ভর্তি হতে হলে আলাদা করে ৭৫০ ইউরো পে করতে হত।

VO কল দিয়ে জানতে চাইলেন কেন আমি orientation course করছি না? উনাকেনাউত্তর দেয়ার পর উনি কেন করছি না সেটাই লিখিত আকারে ইমেইল করতে বললেন।

সেদিন আমি ইমেইলটি পাঠিয়ে দিলাম ([email protected])
Written document sent via email: 17 February

Second call from embassy: 19 February
দ্বিতীয় কল পেলাম একদিন পরে, আবার জানতে চাইলেন ওই ইমেইলটি পাঠিয়েছি কিনা? সেদিনই পাঠিয়েছি জানানোর পরে উনি বললেন যে চেক করে দেখছেন। উনাকে বললাম ইমেইলটি রিসিভ করেছেন কিনা কনফার্ম করা যাবে কিনা? উনি বললেন কনফার্ম করবেন , কিন্তু আর কোন কল দেন নাই।

এখন পর্যন্ত যা হয়েছে সেগুলো জানিয়ে এমব্যাসিতে ইমেইল করলাম ([email protected])।
Email to embassy: 19 February
কিন্তু কোন রিপ্লাই পেলাম না

এরপর ভয়ানক দুশ্চিন্তায় পরলাম এই সম্পর্কে ব্লগে কোন লেখা আছে কিনা খুঁজতে গিয়ে পেলামে নিচের দুটি লেখাঃ
১। ভিসা ইন্টারভিউ,(১৯ জুলাই, ২০১৭) অনেক নাটকীয়তার পর অতঃপর ভিসা পাওয়ার অভিজ্ঞতা ২০১৭
২। ভিসা প্রাপ্তিতে বিলম্ব এবং আপনার করণীয়

উপরোক্ত লেখা অনুযায়ী সিটি রেজিস্ট্রেশান অফিসে ইমেইল করলাম এখন পর্যন্ত সকল
ঘটনা বর্ণনা করে, পরিশেষে ইংলিশে লেখা ইমেইলটি জার্মান ভাষায় অনুবাদ করে পাঠালাম।

Email to City Registration office: 25 February 1:00 PM

কিছুক্ষণ পরেই সিটি রেজিস্ট্রেশান অফিস আমার ইমেইল এর রিপ্লাই জানিয়ে বলল যে ওরা 11 February তেই ভিসা অ্যাপ্লিকেশন
এর রেসপন্স পাঠিয়ে দিয়েছে এমব্যাসিতে।

Reply of City Registration office: 25 February 3:30 PM

এবার সিটি রেজিস্ট্রেশান অফিসের রিপ্লাই ফরওয়ার্ড করলাম জার্মান এমব্যাসি এর
দুটি ইমেইল এড্রেসেঃ 
[email protected] এবং [email protected]
Email to embassy: 25 February

ঠিক তার পরদিন সকালে এমব্যাসির [email protected] থেকে জানাল আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য রেডি আছে।
Reply of embassy: 26 February 11:30 AM

সেদিন দুপুরেই গেলাম পাসপোর্ট নিয়ে আসার জন্য।
Visa collection: 26 February 2:30 PM

এবং ভিসা এপ্রুভড ৪১ দিন পর

সংক্ষেপে প্রোফাইলঃ
BSc in CSE from AIUB
CGPA (3.33) in German system 2.6
Experience: Software Engineer (3.5 years), part time Instructor (3 years)
Publication: 2 (Conference)

Admission offered from Technical University of Kaiserslautern, Masters program in Computer Science

Leave a Reply