কাঠপোড়া গন্ধ আর সন্ধ্যা প্রদীপের
আলোয় দেখা মুখ ও মুখোশ,
নিঃসঙ্গ প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা
রেইনট্রি সারিবদ্ধ বহুদূর,
আমার মনে পরে অহরহ অসময়ে
বরফের দেশে উষ্ণতা খোঁজার ফাঁকে।
নদী, জল, ঘাসফুল ছুঁয়ে আসা স্মৃতিগুলো
জমে যায় রেইনট্রির পাতায়,
জমে যায় ছোট্ট হলদে পাখির না বলা ইচ্ছা,
পাড়ি দেবে চাঁদের দেশে
কোন এক পূর্ণিমার রাতে।জমে যায় ঘাত-প্রতিঘাত অথবা
প্রেম-ঘৃনার সময়…
শুধু মনে পরে এই জমে যাওয়া বরফের দেশে,
সন্ধ্যা প্রদীপ আর কাঠপোড়া গন্ধ।