Imtee Emu shared a link.
July 10 ·
ভিসা ইন্টারভিউ অভিজ্ঞতা ( ১০.০৭.২০১৯)
প্রথমেই কিছু বাংলা কিছু ইংরেজি এর জন্য ক্ষমাপ্রার্থী।
একটা বিষয় দেখলাম, অনেকেই এপয়েন্টমেন্ট নিয়ে আসেনি। এটা মোটেও উচিৎ না। দয়া করে এখনো যারা এপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন কিন্তু যাবেন না তারা দয়া করে ক্যান্সেল করে দিন, অন্যদের উপকার হবে।
সব ডকুমেন্টস জমা দেয়ার প্রায় ২০ মিনিট পরে ডাক আসে। আমিই আজকের প্রথম ছিলাম। একজন মাঝ বয়সী স্যার ছিলেন আজকের ৬ নং কাউন্টারে।
কিছু বলার আগেই ভিসা অফিসার বললেন:
VO: আপনার থাকার জায়গা তো আপনি যেই সিটি তে যাচ্ছেন সেখানে না…
আমিঃ বুঝিয়ে বললাম যে ইউনিভার্সিটি থেকে ১৮ কিমি দূরে এবং বাসে ৪০ মিনিটে যাওয়া যায়
VO: কিন্তু আমরা যে পেপার নিচ্ছি তার কপি ওখানে পাঠানো হবে, যদি সেই সিটি তে না হয় তাহলে আপনাকে ভিসা কিভাবে দিবে, আপনি কি জানেন সেটা মিউনিখ সিটি করপোরেশন এর মধ্যে কিনা।
আমিঃ নিশ্চিত নই।
এরপর ফিংগার নিল ( ভেবেছিলাম এখানে শেষ, বাদ দিয়ে দিবে🤢)
VO: বলল এই ঠিকানা টা কিসের
আমিঃ booking.com
VO: Booking.com তো পার্মানেন্ট কোন থাকার জায়গা না, আপনি ডর্মে কেন এপ্লিকেশন করেননি?
আমিঃ করেছি, ২৪ জুলাই রেজাল্ট দিবে
VO: কোন ইউনিভার্সিটি?
আমিঃ TUM
VO: Which course
আমিঃ Cartography
VO: You send the block money, right?
VO: HSC year and major and result
VO: Bachelor, Subject and University and CGPA
VO: IELTS score
VO: Have you completed Masters?
আমিঃ হ্যাঁ, কিন্তু এখনো রেজাল্ট দেয় নি
VO: Do you have any documents? All academic procedure completed?
আমিঃ না স্যার ( আমি এরকম কিছু নিয়ে যাই নি), হ্যাঁ সব শেষ হয়েছে।
VO: Why Germany
VO: Why TUM
VO: Do You know about your course?
আমিঃ ৭/৮ টার নাম বললাম
VO: Lots of course, how many credit?
VO: Your MS credit in Bangladesh?
VO: In your programme software and programming language required, right?
আমিঃ হ্যাঁ, পাইথন, ম্যাটল্যাব
VO: Do you know?
আমিঃ আমি অনলাইনে শিখছি, তবে আমার প্রোগ্রাম এ বেসিক থেকে এসব শেখাবে।
VO: Do You know German Language?
আমিঃ হ্যাঁ
VO: Which level? Do You have certificate?
আমিঃ A1, No I don’t have certificate, My course doesn’t required german language.
VO: What you want to do after completing the course?
আমি: আমি পিএইচডি এর কথা বলেছিলাম এবং শেষ করে দেশে ইউনিভার্সিটিতে অথবা গবেষণায় যোগ দিব বলেছি।
VO: As you completed Masters, so why not direct PhD?
আমিঃ আমার রেজাল্ট বের হতে হতে সেশন চলে যাবে এবং আমার এই কোর্সটা শুধু উইন্টারে অফার করে তাছাড়া সরাসরি পিএইচডি এর জন্য যেমন হাই প্রোফাইল (পাবলিকেশন, জব এক্সপেরিয়েন্স) লাগে এসব আমার এখনো নেই।
VO: What are the job prospect of this course?
আমি: ব্লা…ব্লা…
প্রায় ১৫ মিনিট এর ও অধিক সময় ধরে ইন্টারভিউ হয়।
পুনশ্চঃ আমার ব্যাচেলর এর ট্রান্সক্রিপ্ট এর অরিজিনাল কপি লেটার সাইজে ছিল তাই ডকুমেন্টস এ লেটার সাইজেই দিয়েছি। বাড়তি সতর্কতা হিসেবে আমি A4 এ নিয়ে গিয়েছিলাম। VO যখন বলল এটা তো লেটার সাইজ তখন আমি A4 এর গুলো দিই।
থাকার জায়গাটা নিয়ে কোন ঝামেলা হবে কিনা এ নিয়ে চিন্তায় আছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল।