MD Aftab Uddin

ভিসা ইন্টারভিউ: ২৭ আগস্ট দেড়টা।

সিদ্ধান্ত ইমেইল: ২৩ সেপ্টেম্বর ১২.৩০

ইউনিভার্সিটিঃ ইউনিভার্সিটি অব পোটসড্যাম

সাবজেক্টঃ রিমোট সেন্সিং , জিও ইনফোর্মেশান অ্যান্ড ভিজুয়ালাইজেশান।

অনূদিত ও সংক্ষেপিত ভিসা ইন্টারভিউ–

ভিসা অফিসারঃ IELTS ৭.৫ ?

আমিঃ হুম

ভিঅঃ কানাডা অস্ট্রেলিয়া কেন না ?

আমিঃ জার্মানিতে শিক্ষা ব্যবস্থা বেস্ট , টিউশান ফী নাই, আমার সাব্জেক্ট টা এখানে ভালো হবে । ইত্যাদ ব্লা ব্লা

ভিঅঃ এই সাব্জেক্ট এর ফিউচার কি ? দেশে এসে কি করবেন ? আপনার প্ল্যান কি ? ( কয়েক বার একই প্রশ্ন করেছেন)

আমিঃ মাস্টার্স এর পর পিএচডি করবো। এরপর দেশে বিদেশে যেখানে সুবিধা হয় ওখানে যাবো ।

ভিঅঃ এমনিতে দেশে এসে কি করবেন ? আপনার ইউনিভার্সিটির টিচার হবেন ?

আমিঃ না আমার ভার্সিটির টিচার হবো না। বিভিন্ন রিসার্চ ইন্সটিউট আর ইন্টারন্যশনাল এনজিও আছে ওগুলোতে ট্রাই করবো।

ভি অঃ আপনার সার্টিফিকেটে পাসিং ইয়ার ২০১৬ দেখাচ্ছে । এখন ২০১৯ , এতোদিন কি করেছেন ?

আমিঃ শেসন জ্যামের ব্যাপারে বুঝালাম। মনে হলো সন্তুষ্ট হন নাই উনি।

ইত্যাদি অনেকক্ষন কথা হলো আমি আর কোন গুলোতে এপ্লাই করেছি , এই সাব্জেক্ট এ কেন , আমার এইম ইন লাইফ কি , এসব হাবি যাবি।

তারপর আমার ফিঙ্গারপ্রিন্ট নিলো আর বললো , সাধারণত ৪-৬ সপ্তাহের মধ্যে সিধান্ত দেয় , প্রসেসিং টাইমের উপর ডিপেন্ড করে।

এরপর আলহামদুলিল্লাহ ২৩ সেপ্টেম্বরে মেইলেই বলে দেওয়া হয় যে ভিসা এসেছে , নিয়ে যান। অনেকের স্ক্রিনশটে দেখেছি যে বলা হয় সিদ্ধান্ত হয়েছে নিয়ে যান কিন্তু এই শহরেরটা মনে হয় একটু ভিন্ন ।

যাই হোক এই সম্পুর্ণ প্রসেসে স্টেপে স্টেপে অনেক ভুল ছিলো যা নিয়ে একটা বিশাল নোট লেখার ইচ্ছা আছে , যেমন আমার পাসপোর্ট এর নাম ছিলো পুরো মোহাম্মদ , কিন্তু সার্টিফিকেটে সব মোঃ । এটা চেঞ্জ করলাম পাসপোর্টে । কম্পিউটার ডেলিভার্ড আইএল্টিএস টা নিয়েও অনেক কিছু বলার আছে। লিসেনেনিং এ কিভাবে ৯/৯ আসলো এসব নিয়েও বলার আছে। সব কিছু নিয়ে ধীরে ধীরে লিখবো। ১৪ অক্টোবর থেকে ক্লাশ শুরু ১০ তারিখ যাবো। এরপর আস্তে ধীরে সব লিখবো । আশাকরি অনেকেই উপকৃত হবেন ।

আমি এই গ্রুপের সবার কাছে কৃতজ্ঞ আর আমার বন্ধু বান্ধবদের কথা তো বলবোই । এবার আমার পালা ফিরিয়ে দেওয়ার। যার যা সমস্যা জানাবেন, যতটুকু পারি তথ্য দিয়ে সহায়তা করবো 😊 ধন্যবাদ । আর হ্যাঁ এজেন্সিকে টাকা দিয়ে সময় নষ্ট করবেন না , সব নিজে নিজেই করবেন এতে এক আনন্দ আছে , আর গ্রুপ গুলোতো আছেই ।

Hasibur Rahman Ony

Conversation Starter · September 23 at 7:37 PM · tagAdd Topics

#Visa_Interview_Experience

Interview date & time : 23.09.2019 at 11:00am.

I have given my documents at around 11:05am.

VO (from counter no.6) has called me at around 11:45am

Me : Assalamualaikum, good morning Sir.
VO : Good morning.Give me 6900tk.
Me : Given.
VO : Take your original documents.
Me : Taken.
VO : Given me a missing document paper(I haven’t transfer the blocked amount before interview) & asked to sign.
Me : Singed.
VO : Given me another copy of missing document paper.
Me : Taken.
VO : Your Bachelor passing year?
Me : Answered.(Little bit confused because in my certificate passing year is 2016 but due to session jam of nu we have passed in 2018 which is evident in the transcript & I request him to see the bottom of the transcript & then it he has said ok.)
VO : What is your Bachelor Subject?
Me : English Literature.
VO : What is the result of your last semester?
Me : Sir it was a year wise Bachelor degree not a semester wise one.My last year CGPA is 3.05
VO : Then asked 2 question about 2 different courses from my Bachelor.
Me : I have answered the 2nd one perfectly but missed the 1st one & said sorry for that.
VO : What do you do now?
Me : I am studying MA.
VO : Is it completed?
Me : Not yet Sir.
VO : Which University are you going?
Me : Answered.
VO : Have you applied for any other universities?
Me : Yes Sir.
VO : What are the names of those Universities?
Me : Answered.
VO : Ok, put your finger print here.
Me : Given.
VO : Your interview is over, you can go now.
Me : Thank you Sir.Then I asked about the missing documents submission.
VO : You can submit the missing document within 30 September.
Me : Ok sir, thank you.
VO : Welcome.

He has not asked me anything about my accommodation, extension & the reason why I have not transfered the blocked amount before the interview.That is why, I haven’t told/shown him anything extra.I have tried to answer of his questions as good as I can.

After finishing the interview, I have transferred the blocked amount via City bank today.The rest, depends on luck.Please guys keep me in your prayers.

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

One thought on “দুইটি ভিসা সাক্ষাৎকার অভিজ্ঞতা – সেপ্টেম্বর, ২০১৯”
  1. Hello Brother,

    I have the same issue as you MD./MOHAMMAD
    But I E-mailed about it in the Embassy. They said it’s not a problem if you are the same person.
    My question is, did you face any type of Problem regarding MD./Mohammad ?
    I know you have changed it before going to the interview but still I am asking to know if you faced any problem for it.

    Thank you.

Leave a Reply