MD Aftab Uddin
ভিসা ইন্টারভিউ: ২৭ আগস্ট দেড়টা।
সিদ্ধান্ত ইমেইল: ২৩ সেপ্টেম্বর ১২.৩০
ইউনিভার্সিটিঃ ইউনিভার্সিটি অব পোটসড্যাম
সাবজেক্টঃ রিমোট সেন্সিং , জিও ইনফোর্মেশান অ্যান্ড ভিজুয়ালাইজেশান।
অনূদিত ও সংক্ষেপিত ভিসা ইন্টারভিউ–
ভিসা অফিসারঃ IELTS ৭.৫ ?
আমিঃ হুম
ভিঅঃ কানাডা অস্ট্রেলিয়া কেন না ?
আমিঃ জার্মানিতে শিক্ষা ব্যবস্থা বেস্ট , টিউশান ফী নাই, আমার সাব্জেক্ট টা এখানে ভালো হবে । ইত্যাদ ব্লা ব্লা
ভিঅঃ এই সাব্জেক্ট এর ফিউচার কি ? দেশে এসে কি করবেন ? আপনার প্ল্যান কি ? ( কয়েক বার একই প্রশ্ন করেছেন)
আমিঃ মাস্টার্স এর পর পিএচডি করবো। এরপর দেশে বিদেশে যেখানে সুবিধা হয় ওখানে যাবো ।
ভিঅঃ এমনিতে দেশে এসে কি করবেন ? আপনার ইউনিভার্সিটির টিচার হবেন ?
আমিঃ না আমার ভার্সিটির টিচার হবো না। বিভিন্ন রিসার্চ ইন্সটিউট আর ইন্টারন্যশনাল এনজিও আছে ওগুলোতে ট্রাই করবো।
ভি অঃ আপনার সার্টিফিকেটে পাসিং ইয়ার ২০১৬ দেখাচ্ছে । এখন ২০১৯ , এতোদিন কি করেছেন ?
আমিঃ শেসন জ্যামের ব্যাপারে বুঝালাম। মনে হলো সন্তুষ্ট হন নাই উনি।
ইত্যাদি অনেকক্ষন কথা হলো আমি আর কোন গুলোতে এপ্লাই করেছি , এই সাব্জেক্ট এ কেন , আমার এইম ইন লাইফ কি , এসব হাবি যাবি।
তারপর আমার ফিঙ্গারপ্রিন্ট নিলো আর বললো , সাধারণত ৪-৬ সপ্তাহের মধ্যে সিধান্ত দেয় , প্রসেসিং টাইমের উপর ডিপেন্ড করে।
এরপর আলহামদুলিল্লাহ ২৩ সেপ্টেম্বরে মেইলেই বলে দেওয়া হয় যে ভিসা এসেছে , নিয়ে যান। অনেকের স্ক্রিনশটে দেখেছি যে বলা হয় সিদ্ধান্ত হয়েছে নিয়ে যান কিন্তু এই শহরেরটা মনে হয় একটু ভিন্ন ।
যাই হোক এই সম্পুর্ণ প্রসেসে স্টেপে স্টেপে অনেক ভুল ছিলো যা নিয়ে একটা বিশাল নোট লেখার ইচ্ছা আছে , যেমন আমার পাসপোর্ট এর নাম ছিলো পুরো মোহাম্মদ , কিন্তু সার্টিফিকেটে সব মোঃ । এটা চেঞ্জ করলাম পাসপোর্টে । কম্পিউটার ডেলিভার্ড আইএল্টিএস টা নিয়েও অনেক কিছু বলার আছে। লিসেনেনিং এ কিভাবে ৯/৯ আসলো এসব নিয়েও বলার আছে। সব কিছু নিয়ে ধীরে ধীরে লিখবো। ১৪ অক্টোবর থেকে ক্লাশ শুরু ১০ তারিখ যাবো। এরপর আস্তে ধীরে সব লিখবো । আশাকরি অনেকেই উপকৃত হবেন ।
আমি এই গ্রুপের সবার কাছে কৃতজ্ঞ আর আমার বন্ধু বান্ধবদের কথা তো বলবোই । এবার আমার পালা ফিরিয়ে দেওয়ার। যার যা সমস্যা জানাবেন, যতটুকু পারি তথ্য দিয়ে সহায়তা করবো 😊 ধন্যবাদ । আর হ্যাঁ এজেন্সিকে টাকা দিয়ে সময় নষ্ট করবেন না , সব নিজে নিজেই করবেন এতে এক আনন্দ আছে , আর গ্রুপ গুলোতো আছেই ।
Hasibur Rahman Ony
Conversation Starter · September 23 at 7:37 PM · tagAdd Topics
Interview date & time : 23.09.2019 at 11:00am.
I have given my documents at around 11:05am.
VO (from counter no.6) has called me at around 11:45am
Me : Assalamualaikum, good morning Sir.
VO : Good morning.Give me 6900tk.
Me : Given.
VO : Take your original documents.
Me : Taken.
VO : Given me a missing document paper(I haven’t transfer the blocked amount before interview) & asked to sign.
Me : Singed.
VO : Given me another copy of missing document paper.
Me : Taken.
VO : Your Bachelor passing year?
Me : Answered.(Little bit confused because in my certificate passing year is 2016 but due to session jam of nu we have passed in 2018 which is evident in the transcript & I request him to see the bottom of the transcript & then it he has said ok.)
VO : What is your Bachelor Subject?
Me : English Literature.
VO : What is the result of your last semester?
Me : Sir it was a year wise Bachelor degree not a semester wise one.My last year CGPA is 3.05
VO : Then asked 2 question about 2 different courses from my Bachelor.
Me : I have answered the 2nd one perfectly but missed the 1st one & said sorry for that.
VO : What do you do now?
Me : I am studying MA.
VO : Is it completed?
Me : Not yet Sir.
VO : Which University are you going?
Me : Answered.
VO : Have you applied for any other universities?
Me : Yes Sir.
VO : What are the names of those Universities?
Me : Answered.
VO : Ok, put your finger print here.
Me : Given.
VO : Your interview is over, you can go now.
Me : Thank you Sir.Then I asked about the missing documents submission.
VO : You can submit the missing document within 30 September.
Me : Ok sir, thank you.
VO : Welcome.
He has not asked me anything about my accommodation, extension & the reason why I have not transfered the blocked amount before the interview.That is why, I haven’t told/shown him anything extra.I have tried to answer of his questions as good as I can.
After finishing the interview, I have transferred the blocked amount via City bank today.The rest, depends on luck.Please guys keep me in your prayers.
Hello Brother,
I have the same issue as you MD./MOHAMMAD
But I E-mailed about it in the Embassy. They said it’s not a problem if you are the same person.
My question is, did you face any type of Problem regarding MD./Mohammad ?
I know you have changed it before going to the interview but still I am asking to know if you faced any problem for it.
Thank you.