নিয়ম এবং নীতি নিয়ে জার্মানি বরাবরই আপোষহীন। সেটা রাজনীতি হোক, কিংবা লেখাপড়া! বাংলাদেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের অধিকাংশের মাঝে কপিরাইট ম্যাটেরিয়ালস এর ব্যাপারে এক ধরণের অনীহা দেখা যায়। তারা মনে করেন, “আরে! কী হবে!”। কিন্তু এটা জার্মানি এবং অনেক সময় চড়া মাশুল দিয়ে এই ভুলে শোধ দিয়ে হয়। নিচে এরকম কয়েকটি উদাহরণ দেখা যাবে। তাই হুঁশিয়ার, সাবধান! 🙂
[ক]. নকলের অভিযোগের পর পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী (প্রকাশ তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৩, প্রতিবেদনঃ নিনা ভের্কহয়জার/এসি, সম্পাদনাঃ আরাফাতুল ইসলাম)
জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রী আনেটে শাভান পদত্যাগ করেছেন৷ প্রথমে তাঁর ৩০ বছরের বেশি আগে লেখা ডক্টরেট থিসিসে নকলের অভিযোগে তাঁর ডক্টর উপাধি গেল৷ এবার মন্ত্রীত্ব ছাড়তে হল তাঁকে৷ এটা সংসদীয় নির্বাচনের বছর না হলে ম্যার্কেল এতো সহজে শাভানকে বিদায় দিতেন কিনা বলা শক্ত৷ ডক্টরেট থিসিস নকল করার অভিযোগে এর আগেও জার্মানির একাধিক উঠতি রাজনীতিককে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ খোয়াতে হয়েছে – যেমন সিএসইউ কিংবা এফডিপি দলের৷ প্রবীণ, অভিজ্ঞ এবং সফল রাজনীতিকদের মধ্যে আনেটে শাভানই প্রথম যৌবনের একটি প্রমাদের জন্য তিন দশক পরে এত বড় মূল্য দিতে বাধ্য হলেন৷
——————————
[খ]. কপিরাইট নিয়ে উদাহরণ বা আলোচনা লিংকঃ
১, ছবি-কপিরাইটঃ https://www.facebook.com/
২, ছবি-কপিরাইটঃ https://www.facebook.com/
৩, নকলের অভিযোগের পর পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীঃ http://goo.gl/cXmEIZ
৪, জার্মানিতে ইউটিউব’এর বিরুদ্ধে রায়ঃ http://goo.gl/92d1tG
——————————
[গ]. জার্মানিতে ইউটিউব’এর বিরুদ্ধে রায় (প্রকাশ তারিখ ২১শে এপ্রিল ২০১২, প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ, রয়টার্স, এএফপি), সম্পাদনা: রিয়াজুল ইসলাম)
গেমা নামধারী বাদী পক্ষ প্রায় ৬০,০০০ গায়ক ও সংগীত রচয়িতার হয়ে রয়াল্টি সংগ্রহ করে থাকে৷ গেমা ১২টি মিউজিক ভিডিও’র ব্যাপারে আদালতে অভিযোগ করেছিল, তবে পুরোপুরি সাফল্য পায়নি৷ আদালত ৭টি গানের ক্ষেত্রে ইউটিউবের বিরুদ্ধে আদেশ জারি করেছেন৷ ভবিষ্যতে গেমা যদি এই ভিডিওগুলির বে-আইনী আপলোড দেখিয়ে ইউটিউব’কে সেগুলি সরিয়ে নিতে বলে, এবং ইউটিউব তা করতে ব্যর্থ হয়, তাহলে গান প্রতি ইউটিইব’এর আড়াই লাখ ইউরো জরিমানা, এবং তার কর্মকর্তাদের ছ’মাস অবধি জেল হতে পারে৷
——————————
ইত্যদি…ইত্যাদি। এরকম আরও অনেক প্রমাণ পাওয়া যাবে জার্মানিতে। তাই যেকোন ধরণের কপিরাইট ম্যাটেরিয়াল নিজের নামে চালানো থেকে সাবধান!
——————————
কপিরাইট ল জার্মানিঃ http://
——————————