National_University_জাতীয়_বিশ্ববিদ্যালয়_একাডেমিক_ট্র্যান্সক্রিপ্ট_academic_transcript_বাংলাদেশ_bangladesh

Abdullah Al Mamun‎, Bangladeshi Student and Alumni Association in Germany, Yesterday ·  #UniAssist

সার্টিফিকেট পাসিং ইয়ার দেয়া আছে ২০১৭। সার্টিফিকেট আবার রেজাল্ট ডেইট দেয়া আছে সেপ্টেম্বর ২০১৮।

প্রশ্ন: আমি এপ্যালিকেশনে ২০১৭ দিবো নাহ সেপ্টম্বর ২০১৮ দিবো?
উত্তর: রেজাল্ট পাব্লিকেশন ডেট –> ২০১৮

অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্র সেবা

অনলাইনে মূল সনদপত্র সেবা চালুর পর পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয়ে এসে আবেদন জমাদানের আর কোন সুযোগ থাকবে না। এই সেবা গ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যে কোন শাখায় সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।অনলাইনে উক্ত সেবা গ্রহণের জন্য Student Login পেইজের নির্দেশিকা ভালভাবে দেখে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেবার জন্য যে সকল ডকুমেন্ট সংযুক্ত (স্ক্যান করে) এবং ফি প্রদান করতে হবে তার তালিকা নিম্নে দেয়া হলো।

এখন থেকে আপনি আপনার জায়গায় বসে অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্র সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবাটি গ্রহণের জন্য নিম্নের প্রয়োজনীয় সংযুক্তি ও অনলাইন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

মূল সনদপত্র সেবা গ্রহণে প্রয়োজনীয় সংযুক্তি সমূহঃ

  • ১। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র (নির্ধারিত ফরমে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবিসহ)।
  • ২। রেজিস্ট্রেশন কার্ড।
  • ৩। প্রবেশপত্র।
  • ৪। নম্বরপত্র।
  • ৫। সাময়িক সনদপত্র (মূল সনদপত্র গ্রহণের সময় বিশ^বিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র ফেরত দিতে হবে)।
  • ৬। শুধুমাত্র ২০০০ সাল বা এর পূর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য।
  • ৭। ফি ৫০০/- প্রদানের সোনালী সেবা পে-স্লিপ মূল সনদপত্র প্রতিটির জন্য।

মূল সনদপত্র আবেদনের জন্য নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে, যার মাধ্যমে আপনি সরাসরি অনলাইনে সেবাটি গ্রহণ করতে পারবেন।

সেবা গ্রহণকারীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনাঃ

চাহিদা মোতাবেক আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট/তথ্যাদি প্রদান না করলে আবেদন অসম্পূর্ণ বলে বিবেচিত হবে তথা তাকে সেবা প্রদান করা যাবে না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ অর্থাৎ আবেদনের সর্বশেষ অবস্থা Student Login-এ দেখা যাবে। সার্ভিস সম্পন্ন হলে Student Login এবং SMS এর মাধ্যমে জানানো হবে। সার্ভিস গ্রহণকালে মূল আবেদনপত্র (সংযুক্তিসহ), মূল প্রবেশপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল নম্বরপত্র, মূল সাময়িক/মূল সনদপত্র, NID, পে-স্লিপের মূল কপি সঙ্গে আনতে হবে। ধর্মান্তরিত হলে বোর্ড কর্তৃক নাম সংশোধনের পত্র এবং এস.এস.সি ও এইচ.এস.সি পাশের সংশোধিত মূল সনদপত্র দেখাতে হবে। সার্ভিস সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে সরবরাহ করা হবে। শিক্ষার্থী অন্য কারো মাধ্যমে ডকুমেন্ট সংগ্রহ করতে চাইলে অবশ্যই প্রাধীকারপত্র দিতে হবে। অধ্যক্ষের অগ্রায়ন ছাড়া কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম www.nu.ac.bd/download-form-instruction.php লিংকে প্রবেশ করলে পাওয়া যাবে।

বিঃ দ্রঃ একাডেমিক রেকর্ড রিকয়েস্ট ফরম পূরণ ও সিল্ড খাম সেবা নিতে আগ্রহীদেরকে আবেদন ও প্রয়োজনীয় সংযুক্তিসহ (১। লিখিত আবেদন পত্রসহ যে সকল সত্যায়নকৃত ডকুমেন্ট সংযুক্ত হবে। ২। একাডেমিক রেকর্ড রিকয়েস্ট ফরম। ৩। সনদপত্র/নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট। ৪। প্রাপকের নাম ও ঠিকানা। ৫। ফি ৮০০/- প্রদানের সোনালী সেবা পে-স্লিপ একাডেমিক রেকর্ড রিকয়েস্ট ফরম প্রতিটির জন্য এবং ২০০/- প্রদানের সোনালী সেবা পে-স্লিপ সিল্ড খাম প্রতিটির জন্য।) বিশ্ববিদ্যালয়ে এসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে জমা দিয়ে সেবা নিতে বলা হলো।

অনলাইনের মাধ্যমে সাময়িক সনদপত্র/নম্বরপত্র সেবা ছাড়াও আরও বেশ কিছু সেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা বিভাগের নিম্নলিখিত সেবাসমূহ অনলাইনে প্রদান করছে। আপনার সুবিধার্থে নিম্নে তাদের তালিকা প্রদান করা হল।

  • সাময়িক সনদপত্র/নম্বরপত্র,
  • মূল সনদপত্র,
  • মূল সনদপত্র (দ্বি-নকল),
  • ট্রান্সক্রিপ্ট (১ম বার),
  • ট্রান্সক্রিপ্ট (২য় কপি),
  • সাময়িক সনদপত্র/মূল সনদপত্র বাংলা থেকে ইংরেজী অনুবাদকরণ,
  • নম্বরপত্র বাংলা থেকে ইংরেজী অনুবাদকরণ,
  • প্রবেশপত্র/দ্বি-নকল প্রবেশপত্র বাংলা থেকে ইংরেজী অনুবাদকরণ,
  • দ্বি-নকল (সনদপত্র/নম্বরপত্র/প্রবেশপত্র),
  • প্রবেশপত্রে কোর্স সংশোধন,
  • সত্যায়ন,

তথ্যসূত্র: nu-edu-bd, nu.ac.bd

একাডেমিক ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে:-

Image may contain: text

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

2 thoughts on “উচ্চশিক্ষার আবেদনে একাডেমিক ট্রান্সক্রিপ্ট – জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে”
  1. ভাইয়া জার্মানিতে ব্যাচেলর এর জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অফিসিয়াল ২ বর্ষের নম্বর পত্র কিভেবে সংগ্রহ করতে হয়।

  2. আসসালামুয়ালাইকুম
    ভাই আমি ২০১৭ তে HSC পাশ করেছি এবং ২০১৮ সালের মাঝের দিকে কোনো এক কারনে আমি ডিপ্লোমাতে ভর্তি হয়েছি, এখন আমার একবছর পার হয়ে গেছে,
    এখন কি আমি জার্মানিতে ব্যাচেলার করতে পারবো?
    যেহেতু আমি HSC এর ডিপ্লোমা তে ১ বছর শেষ করছি,তারা কি এই একবছর গ্রহন করবে?
    আমার ১৩ বছর পার হয়েছে জার্মান রিকারমেন্ট অনুযায়ী,
    আগে আমার এমন কোনো ইচ্ছা ছিলো না যে বিদেশ যাবো
    উত্তর টা দিয়ে সাহায্য করবেন,খুব উপকৃত হবো
    ধন্যবাদ

Leave a Reply