প্রবাসে থেকে প্রিয়জন হোক মা – বাবা, ভাই- বোন, শ্যালক-শ্যালিকা, হবু বউ, সদ্য প্রেমিকা, প্রিয় বন্ধু- বান্ধবী, অথবা দূরের কেউ, কাউকে না কাউকে তাদের প্রয়োজনে অথবা নিজের খুশিতে আপনাকে নিত্য বা কদাচিৎ পাঠাতে হয় নগদ অর্থ। সে নগদ অর্থ যদি আপনি পাঠান ব্যাংকে তাহলে সেক্ষেত্রে পাবেন সরকারের কাছ থেকে নগদ প্রণোদনা। তাহলে জেনে নেওয়া যাক টাকা পাঠালে কিভাবে পাঠাবেন এবং কিভাবে নিবেন ২% প্রণোদনা:
- টাকা পাঠানোর মাধ্যম:
- TransferWise, ACE Money Transfer, Western Union, Ria অথবা যে কোনো বৈধ ব্যাংকের মাধ্যমে
- উত্তোলনের মাধ্যম :
- যে কোনো সরকারি বেসরকারি ব্যাংকে নগদ বা একাউন্টে জমা
- টাকা পাঠানোর সীমা:
- ১৫০০ ডলারের সমমূল্যের বাংলা টাকা
- ১৫০০ ডলারের বেশি সমমূল্যের বাংলা টাকা
- প্রয়োজনীয় ডকুমেন্ট:
- ১৫০০ ডলারের সমমূল্যের বাংলা টাকার জন্য যার কাছে পাঠাবনেন তার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড
- ১৫০০ ডলারের বেশি বা তার সমমূল্যের বাংলা টাকা যার কাছে বা যার জন্য পাঠাবেন তার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সহ যিনি পাঠাবেন তার পাসপোর্ট কপি, চাকরির চুক্তি পত্র
- কখন থেকে প্রযোজ্য: ০১ জুলাই ২০১৯ থেকে যারা টাকা পাঠিয়েছেন তাদের সকলের জন্য
- বিস্তারিত লিংক:
- www.bb.org.bd/mediaroom/circulars/fepd/aug062019fepd31.pdf
- www.prothomalo.com//economy/article/1608284/প্রবাসী-আয়ে-প্রণোদনার-নীতিমালা-জারি
- ১৫০০ ডলার পর্যন্ত রেমিট্যান্সে বিনা প্রশ্নে ২% প্রণোদনা
প্রনোদনা ছাড়া একবারে সর্বোচ্চ কত ডলার পাঠানো যায়…?? সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট রেট আছে কি না…??
জানাবেন প্লিজ।