ভিসা visa

ভিসা ইন্টারভিউ- এর অভিজ্ঞতা নিচে তুলে ধরার চেষ্টা করলামঃ

আগেই বলে নেই আমি সাধারন নিয়মে অনলাইনে রাত জেগেও ইন্টারভিউ ডেট মেনেজ করতে পারিনি । আর এর মধ্যেই ভিসা ইন্টারভিউ- এর নতুন নিয়ম চালু হয়। তখন আর একটু বিপাকে পড়ে যাই। তবে অবশেষে আল্লাহর রহমতে এমব্যাসি-তে মেইল করে ১৫/০২/২০২০ তে স্পেশাল ইন্টারভিউ ডেট পাই।

ইন্টারভিউ ছিল দুপুর ১.১৫ তে। আমি প্রায় আধ ঘণ্টা আগেই উপস্থিত ছিলাম এমব্যাসি গেটের সামনে। কিন্তু লাঞ্চ ব্রেকের জন্য তারা ১.৩০ এর দিকে এন্ট্রি শুরু করে। গেটের বাইরে ডানপাশে গ্লাস কাউন্টারে পাসপোর্ট জমা নিল। এরপর ভেতরে প্রবেশ করা গেল। মোবাইল, চার্জার জমা রাখল ও ব্যাগ স্ক্যান করল। ডিটেক্টর দিয়ে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি চেক আপ হল। ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করার পর কাউন্টার ৪ থেকে প্রথমেই আমার নাম ডাকা হয়। যথারীতি ডান হাতে ইস্কেন কপির দুই সেট ও অরিজিনাল কপির সেট রেখেছিলাম । তার আগে বলে রাখি আমি বাসা থেকেই ডকুমেন্ট গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। আর বাম হাতে ভিসা ফী । এরপরঃ-

ভি. ও – Please Pass your document.

আমি – Dit it.

ভি. ও – Please give me the visa fees.

আমি – Dit it.

এরপর তিনি ডকুমেন্ট গুলো চেক করতে থাকেন কিছুক্ষণ।

ভি. ও – Tell me about your SSC & HSC

আমি – Answered.

ভি. ও – Tell me about your Bachelor.

আমি – Answered

ভি. ও – What is your Bachelor CGPA?

আমি – Answered

ভি. ও – Then he asked me for my University portal username & password. ( May be for verifying me or my CGPA)

আমি – I told him the username & password.

ভি. ও – Then he took some moment for it.

ভি. ও – Which Program are you going for & what is the length of your study?

আমি – Answered

ভি. ও – Could you tell me some of your module in that course?

আমি – Answered

ভি. ও – Did you got offer from other university?

আমি – Answered

ভি. ও – Why didn’t chose that university?

আমি – Answered

ভি. ও – What is your future plan?

আমি – Answered

ভি. ও – Ask me for giving my biometrics.

আমি – Dit it

ভি. ও – Then he gave the payment receipt of visa fees.

ভি. ও – Thank you

আমি – Welcome sir

আমার কাছে পোর্টাল ভেরিফিকেশনটা নতুন লেগেছে। এর আগে শুনেছিলাম বলে মনে হয়না।


এইতো আজ নিয়ে ১৪ দিন হয়ে গেল। ভিসার জন্য অপেক্ষা করি । উচ্চ শিক্ষার যাত্রায় সবার জন্য শুভ কামনা রইল ।

Leave a Reply