সবাইকে স্বাগতম আমাদের প্রতিদিনের জার্মান শেখা আজকের পাঠে ।  আজকে আমরা শিখবে কিভাবে নিজের সম্পর্কে বলতে হয় বা আত্মপরিচয় দিতে হয়। সাধারনত নতুন কারো সাথে পরিচিত হবার সময় বা ক্লাসের বা অফিসের প্রথম দিনে আমাদের সবাইকেই অন্যের সাথে পরিচিত হতে হয় এবং নিজের সম্পর্কে কিছু বলতে হয় । যেমন আপনার নাম কি ? আপনি কোথা থেকে এসেছেন । আপনার বাসাকোথায় ইত্যাদি। আজকের এ পর্বে আমরা এ ধরনের ব্যাসিক কিছু বাক্য শিখব।

বলে রাখা ভাল , ডয়েচ এ১ এক্সামের মৌখিক পরিক্ষায় ও আপনাকে নিজের সম্পর্কে বলতে হবে। তাই এই পর্বটি ভাল ভাবে শিখে রাখলে কাজে দেবে।

Der Name ( Name)

নিজের সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমারা সাধারনত আমাদের নাম বলে থাকি বাংলার মতই ডয়েচেও কয়েক ভাবে আপনার নামটি বলতে পারবেন। ফর্মাল এবং ইনফর্মাল ভাবে আমরা নাম বলতে পারি।

-Ich heiße Anis . (My name is Anis)
-Ich bin Anis. (I’m Anis)
-Mein Name ist Anisul Hoque Khan. (My name is Anisul Hoque Khan) [Formal]
-Mein Vorname ist Anisul. (My first name is Anisul)
-Mein Nachname/ Mein Familienname ist Khan. (My last name/ surname is Khan)

Alter (Age)

এখানে নিজেদের সম্পর্কে বলতে গিয়ে বয়স কত সেটা বলে একদম নরমাল একটা ব্যাপার । স্কুল কলেজ গুলোতে বা আড্ডায় বা আলোচনায় কারো বয়স জানতে চাওয়াটাকে সবাই নরমাল ভাবেই নিয়ে থাক।

Ich bin 20 Jahre alt. (I am 20 years old)

Ich bin am 17. November 1990 in Berlin geboren. (I was born on 17 November 1990 in Berlin)

Herkunft (origin)

নামের পরেই আপনি কোথা থেকে এসেছেন বা আপনার অরিজিন সম্পর্কে বলবেন।

-Ich komme aus Dhaka/Bangladesch . (I’m from Dhaka/Bangladesh.)

Wohnort (place of residence)

আপনি কোথায় থাকেন বা বাস করে সেটি ও বলতে পারেন এভাবে। আপনি চাইলে আপনার শহরের নাম বা আপনার দেশের নাম বলতে পারেন।

Ich lebe/wohne in Dhaka / Bangladesh. ((I live in Dhaka / Bangladesh)

Ich lebe/ wohne in Berlin/Deutschland. (I live in Berlin/Germany)

Sprachen (Language)

তার পরেই আপনি আপনার ভাষা সম্পররেক বলতে পারেন। যেমন আপনার মাতৃভাষা কি সেটা বলতে পারেন । আপনি আর কোন কোন ভাষায় কথা বলতে পারেন সেটাও বলতে পারেন।

Meine Muttersprache ist Bengali. (My mother tougue is Bangla.)

Ich spreche Englisch und Deutsch. (I speak English and German)

Ich spreche sehr gut Englisch und ein bisschen Spanisch. (I speak English very well and a little bit of Spanish.)

Hobby

আপনার হবি সম্পর্কেও বলতে পারেন। আপনি কি পছন্দ করে সেটাও লিখতে পারেন এখানে।

Mein Hobby ist Reisen.(My hobby is travelling.)

সো এখন আপনারা নিজেদের সম্পর্কে বলার জন্য যে বাক্যগুলো এতক্ষন শিখলেন সেগুলোকে একত্রে করলে আমরা নিজের সম্পর্কে এভাবে বলতে পারি।

Mein Name ist Anisul Hoque Khan. Ich bin 18 Jahre alt.Ich Komme aus Bangladesh.Ich wohne in Berlin. Meine Muttersprache ist Bengali. Ich spreche sehr gut Englisch und ein bisschen Spanisch. Mein Hobby ist Reisen.

এবার তা হলে আপনার পালা। আপনি এবার আপনার সম্পর্কে বলে উপরে বাক্যগুলোর মত করে আপনার সম্পর্কে আমাদের কে লিখুন কমেন্টে।

আগের পর্বগুলো

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week 

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১০ (দিনের বিভিন্ন সময় ও অভিবাদন ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৯ (সংখ্যা -১২৩ গননা)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৮(জার্মান ভাষায় আত্মপরিচয় দিবেন যেভাবে )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৭ ( এখন সময় কত ?ডয়েচে সময় কি করে বলতে হয় )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৬ (জার্মান ভাষায় প্রশ্ন করবেন কিভাবে ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৫ (জার্মান আর্টিকেল der,die,das কখন বসবে?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৪ (জার্মান ভার্ব )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৩ (জার্মান বর্ণমালা ও তাদের উচ্চারণ)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা -২ (জার্মান ভাষায় আমি, আমরা, তুমি, তোমরা , তুই , আপনি , আপনারা )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ১ (জার্মান ভাষায় গ্রিটিংস বা অভিবাদন)

mm

By Anis

Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.

Leave a Reply