করোনার এই দুর্যোগে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নীচে চলে যাওয়ার উপক্রম হয়েছে হয়েছে এবং অতিদ্রুত ক্ষুধার ঝুঁকিতে পড়ার হুমকি তৈরি হয়েছে। তৃতীয় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বাংলাদেশও এর বাইরে নয়। সেই দিক বিবেচনা করে জার্মানির পরিচিত মুখ মিউনিখবাসী দৌড়বিদ শিব শঙ্কর পাল গত ২৬ এপ্রিল সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টায় তিনি ৫২ কিলোমিটারের একক দৌড় সম্পন্ন করেন। 

সেদিন সকালে মিউনিখ শহরের উবার ফরিং বুর্গারপার্ক থেকে দৌড় শুরু করার আগে শিব শঙ্কর পাল বলেন, বাংলাদেশের দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি একটি ফান্ড তৈরি করতে এই ম্যারাথন করছি। আশাকরি অনেকেই আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে আসবেন। এই ম্যারাথন নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয় এখানেঃ https://www.facebook.com/events/534546957150517/
এছাড়া পুরো ম্যারাথনটি ফেসবুকে লাইভ দেখানো হয় যার লিঙ্কঃ https://www.facebook.com/shivashankar.paul.9/videos/2540353546294199/?fref=gs&dti=141991005883186&hc_location=group

বুর্গারপার্ক থেকে শুরু করে ইংলিশ গার্ডেন, এসা নদীর তীর ঘেঁষে ম্যারাথন শেষ হয় থালকিরশেনে এসে। মিউনিখ শহরে শিব শঙ্কর পালের এই উদ্যোগকে স্বাগত জানাতে মিউনিখ প্রবাসী বাঙালিরা পথে পথে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করে তাঁকে উৎসাহ প্রদান করেন। দৌড় শেষে শঙ্কর পালের কন্যা ত্রয়ী তাঁকে বাংলাদেশের পতাকা দিয়ে জড়িয়ে ধরে বরণ করে নেন।

জার্মানির একটি ম্যারাথনে শিব শঙ্কর পাল

বহু বছর ধরেই শিব শঙ্কর পাল বাংলাদেশি কমিউনিটিতে একটি পরিচিত মুখ। সামাজিক ও সাংকৃতিক নানা আয়োজনে পৃষ্ঠপোষকতার পাশাপাশি  ৫৫ বছর বয়সী শিব শঙ্কর পাল ২০১৭ সালে সেরা অভিবাসী উদ্যোক্তা হিসেবে মিউনিখ শহর কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কৃত হন। এর আগে বিশ্বজুড়ে ১১১ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি। বিদেশের মাটিতে তাঁর এসব অর্জন নিয়ে বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় তাঁকে নিয়ে ফিচার করা হয়। 

শিব শঙ্কর পালের মহতী এই উদ্যোগ থেকে অর্থ সংগৃহীত হয়েছে প্রায় পাঁচ হাজার দুইশত ইউরো, যার একটি বড় অংশ তিনি নিজেই প্রদান করেছেন। এই ফান্ড হতে বাংলাদেশের সংগঠন বিদ্যানন্দ ও মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বংলাদেশ ইউগেন্ড ফর্ডারুংয়ের মাধ্যমে বাংলাদেশে সহায়তা করা হবে। শিব শঙ্কর পাল সহ বাংলাদেশি আয়োজকেরা সবাইকে ফান্ডিং এ সহায়তা করতে অনুরোধ করেছে। যাঁরা এই উদ্যোগে অনুদান দিতে চান তাঁদের জন্য এখানে বিস্তারিত দেওয়া হলঃ 

আপনার অনুদান নিচের একাউন্ট এ পাঠাতে পারেন –
Account holder : Suhrid Bangladesh-Hilfe e.V.
IBAN : DE08701500001001319191
BIC/Swift code : SSKMDEMMXXX
(Account number : 1001319191, Bank : Stadtsparkasse Muenchen)

web: http://suhrid-bangladesh.de/
অনুদানকারী চাইলে অনুদান রশিদ পাঠাও হবে  যা পরবর্তীতে  ট্যাক্স ফাইলে ব্যবহার করা যাবে।

প্রতিবেদনে
জাহিদ কবীর হিমন
জার্মান প্রবাসে

mm

By Jahid Kabir Himon

এডিটর (Editor): জার্মান প্রবাসে মাস্টার্স in Internet Technologies And Information Systems Leibniz University Hannover বর্তমানে বার্লিনের একটি কোম্পানিতে রোবটিক্স প্রোসেস অটোমেশনে (RPA) কাজ করছি

Leave a Reply