আজ আমরা দিনের বিভিন্ন সময় আর সেই সময়ের অভিবাদন বা গ্রিটিংস কি হবে আর তার উওরেই বা কি বলা হয় সে সম্পর্কে কিছু জিনিস শিখব ।
Der Morgern (ডেয়ার মর্গেন) -(সকাল) ভোর ৪.৩০/৫টা-সকাল ১০ টা পর্যন্ত সময়কে সাধারণত ডেয়ার মর্গেন বলে। আর এই সময় এর Greeting হিসাবে সবাই Guten Morgen গুটেন মর্গেন বা ছোট করে শুধু Morgen বলে… আর তার উত্তর এ ও একই কথা বলে।
Guten Morgen/Morgen (গুটেন মর্গেন) – শুভ সকাল
Der Vormittag (ডেয়ার ফর্মিটটাগ)- সকাল আর দুপুর এর মাঝামাঝি মানে সকাল ১০টা টু ১২ টা এই সময় টাকে ফর মিটটাগ বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Guten Morgen গুটেন মর্গেন বা ছোট করে শুধু Morgen বলে… আর তার উত্তর এ ও একই কথা বলে। কেউ কেউ আবার এই সময়েই শুভ দুপুর মানে গুটেন টাগ বলা শুরু করে।
Guten Morgen/Morgen (গুটেন মর্গেন)-শুভ সকাল
Guten Tag/Tag (গুটেন টাগ)- শুভ ভিন
Der Nachmittag(ডেয়ার নাগমিটটাক).(দুপুর) দুপুর ১২ টা থেকে ৫.৩০ বা ৬ টা এই সময়টাকে নাখ্ মিটাগ বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Guten Tag গুটেন টাগ বা ছোট করে শুধু Tag বলে… আর তার উত্তর এ ও একই কথা বলে।
Guten Tag (গুটেন টাগ)-শুভ দিন
Der Abend(ডেয়ার আবেন্ড) (সন্ধ্যা) সন্ধ্যা৫.৩০ বা ৬ টা থেকে রাত ১০ টা এই সময়টাকে ডেয়ার আবেন্ড বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Guten Abend গুটেন আবেন্ড। আর তার উত্তর এ ও একই কথা বলে।
Guten Abend (গুটেন আবেন্ড)– শুভ সন্ধ্যা
Die Nacht (রাত) রাত১০ টা থেকে সকাল ভোর ৪.৩০/৫টা এই সময়টাকে ডি নাকট বা ডি নাগট বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Gute Nacht গুটে নাকট/ নাগট । আর তার উত্তর এ ও একই কথা বলে।
Guten Nacht (গুটেনাকট/ নাগট)- শুভ রাত্রি
আগের পর্বগুলো
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week