ফ্যামিলি রিইউনিয়ন ভিসা নিয়ে অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন। আমি সব প্রশ্নের উত্তর এইখানে দিলাম। আশা করি কাজে লাগবে। (শুধুমাত্র স্টুডেন্টদের জন্য)

১. এপ্লাইয়ের জন্য রিকোয়ারমেন্টস কি?
– স্পাউসের এ১ সার্টিফিকেট লাগবে, স্টুডেন্ট যিনি বর্তমানে জার্মানিতে আছেন উনার একটা ২৪ স্কয়ার মিটারের বাসা লাগবে, ব্যাংক একাউন্টে টাকা দেখানো লাগবে, জব কন্ট্রাক্ট লাগবে আর বাকি রিকোয়ারমেন্টস এম্বেসির ওয়েবসাইটে আছে।

২. হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথে আসতে পারবে?
– না, প্রথমে একজনকে আসতে হবে, রিকোয়ারমেন্টগুলা ফিল আপ করতে হবে দ্যান এপ্লাই করতে হবে

৩. ব্যাংকে কতো টাকা দেখানো লাগে?
– ডিপেন্ড করে স্টেইটের উপর। কিছু স্টেইটে ১০০০০ দেখালে হয় আবার কিছু স্টেইটে ১৫০০০+ দেখানো লাগে

৪. এই টাকা কোন একাউন্টে দেখানো লাগে?
– যিনি জার্মানিতে আছেন তার ব্যাংক একাউন্টে

৫. টাকা ব্লক করা লাগবে?
– কিছু স্টেইটে লাগে আবার কিছু স্টেইটে লাগে না। আপনি যে স্টেইটে আছেন বা যাবেন সেই স্টেইটের রাথহাইজ/আউসল্যান্ডারবেহোরডে তে গিয়ে খোজ নিতে হবে

৬. জব কন্ট্রাক্ট লাগবে?
– হ্যা লাগবে। ইন্টারভিউ এর সময় এবং পরবর্তীতে ভিসা অফিসার লাস্ট ৩-৬ মাসের স্যালারি স্টেইটমেন্ট দেখতে চায়।

৭. জবের স্যালারি কেমন হতে হবে?
– পার্ট-টাইম কন্ট্রাক্ট (২০ ঘন্টা/সপ্তাহ) হলে বেস্ট। তবে মিনিজব হলেও চলে

৮. ডর্ম এর রুম দেখিয়ে এপ্লাই করা যাবে?
– যাবে

৯. বিয়ে কি স্পাউসের জার্মানি আসার আগেই করতে হবে?
– হ্যা মাস্ট৷ ওরা এটা চেক করে। স্পাইসের ডিপারচার ডেইট চেক করবে পাসপোর্ট এ, ইন্টারভিউ এর সময় অনেকবার বিয়ের ডেইট জিজ্ঞেস করবে।

১০. এপ্লাইয়ের পর ভিসা ডিসিশন পেতে কেমন সময় লাগে।
– ৩-১২ মাস। অনেকে ১২ মাসে ভিসা পেয়েছেন আবার অনেকে দেড় মাসেও ভিসা পেয়েছেন

১১. ইন্টারভিউ এর পর ভ্যারিফিকেশনে কখন আসে?
– সাধারণত ২-৬ সপ্তাহের মধ্যেই

১২. ভ্যারিফিকেশনে কোথায় আসে?
– এপ্লাইয়ের সময় হাজব্যান্ড ওয়াইফের যে ঠিকানা দেয়া থাকে সেই ঠিকানায় যায়। বাসায় যেতে পারে, আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করতে পারে, কাজী অফিসে যেতে পারে

১৩. ভিসা কতোদিনের দেয়?
– প্রাথমিকভাবে ৩ মাস। পরবর্তীতে এক্সটেন্ড হয়।

১৪. স্পাউস জার্মানিতে আসার পর কি হেলথ ইন্সুরেন্স পে করা লাগে প্রতি মাসে?
– না লাগে না। একজনের ইন্সুরেন্স দিয়ে আরেকজনেরটা কাভার হয়। তবে স্পাউস যদি জার্মানিতে এসে জব করেন এবং মান্থলি ইনকাম ৪৫০ ইউরো ক্রস করে সেক্ষেত্রে দুইজনেরই হেলথ ইন্সুরেন্স ফি আলাদাভাবে পে করা লাগবে প্রতি মাসে

১৫. স্পাউসরা জব করতে পারেন?
– হ্যা পারেন। ফুলটাইম জবের (৪০ ঘন্টা/সপ্তাহ) পারমিসন থাকে

১৬. স্পাউস কি পড়ালেখা করতে পারেন?
– হ্যা পারেন। এবং এর জন্য ভিসা ক্যাটাগরি চেইঞ্জও করা লাগে না

১৭. স্পাউসদের জন্য আর কোন সুবিধা আছে?
– ল্যাংগুয়েজ কোর্সে প্রায় ৩০-৪০% ডিসকাউন্ট দেয়।

১৮.ব্যাচেলর্স স্টুডেন্ট কি স্পাউস আনতে পারবে?

-পারবে

mm

By Taraj Kabir

Graduate Research Assistant at TU Dresden Studying M.Sc in Water Engineering at TU Dresden

One thought on “Q & A স্টুডেন্ট অবস্থায় জার্মানিতে স্পাউস নিয়ে আসা”
  1. if bride lives in her own home town for educational purpose which is far away from her father in law’s house will it cause any problem during verification?

Leave a Reply