সচেতনতামূলক পোস্ট।
জার্মানিতে এতোগুলা বছরে অনেক গুলা পরিবর্তন দেখে থাকলেও কিছু ব্যাপার আজো আগের মতো রয়েছে। এর মধ্যে একটি হল আবাসন প্রহসন। প্রতি সেমিস্টারে অনেক শিক্ষার্থী বাসা খুঁজার যুদ্ধে নামে অফার লেটার হাতে পাবার পরেই।কিছু ধূর্ত শেয়াল প্রকৃতির লোক আছেন যারা এই সময় শিক্ষার্থীদের কাছে থেকে বাসা দেবে বলে অগ্রিম ইউরো নিয়ে থাকেন। পরবর্তীতে তাদের খুঁজে পাওয়া যায় না। খুঁজে পেলেও তাদের বাসায় কোন সমস্যা বলে ইউরো আজকে দেব, কালকে দেব বলে টাইম পাস করে থাকে। ছোট কোন একটা ব্যাপার ধরে বাসা দেবে না বলে নতুন শিক্ষার্থী বিপদে ফেলে। কিছু শিক্ষার্থীও এমন করে থাকে কিন্তু বেশিভাগ যারা শিক্ষার্থী নয়, কোন একটা কেইস দিয়ে জার্মানিতে ঝুলে আছে তাদের দিক থেকে বেশি অভিযোগ পাওয়া যায়।
এই সেশনের শুরুতে আমার কাছের একটা ভাইয়ের সাথে বার্লিনে এমন হয়। পরবর্তীতে বার্লিনের দুজনের সাহায্যে ইউরোটা রিটার্ন নেয়া হয়। মিউনিখে এমন প্রায় শুনা যায়। যারা এমন করতেছেন তাদের বলব আপনারা মানুষ হবেন কবে?আর শিক্ষার্থীদের বলব, আপনারা ইউরো দিবার আগে ভালমতো খুঁজ নিয়ে দেবেন। শিক্ষার্থীদের সবচেয়ে বড় বন্ধু আরেকটা শিক্ষার্থী। যারা শিক্ষার্থী নয়, তাদের কাছে থেকে পারতপক্ষে বাসা নেবেন না। অগ্রিম দেবার আগে ভরসার কাউকে জিজ্ঞেস করে, খুঁজ নিয়ে করবেন। সবার একটা হ্যাপি স্টার্ট হোক, এই কামনা রইল।
Yousuf Dinar
Munich, Germany