Sk Nizam
অনেকেই Health ইন্সুরেন্স নিয়ে অনেক দ্বিধায় আছেন। কেউ বলতেছে TK তে করতে আবার কেউ বলতেছে Coracle হয়ে TK তে করতে, আসলে এটা নিয়ে সবাই অনেক দ্বিধায়। তো আমি এখানে ক্লিয়ার করতেছি বিষয়টাঃআপনি যদি TK সাইটে গিয়ে Health ইন্সুরেন্সর জন্য Apply করেন, সমস্যা নাই।এবার আপনি যদি coracle এর সাইটে যান বা এই লিংকেঃ https://www.coracle.de/health-studentক্লিক করেন তাহলে ওরা আপনাকে ৩ টা Health ইন্সুরেন্স কোম্পানির comparison দেখাবে। সেখানে প্রথমেই TK এর নাম দেখবেন।এবার এখান থেকে আপনি যদি apply করেন তাহলে আপনি extra যে সুবিধা পাবেন তা হলো ৬ মাসের ট্রাভেল ইন্সুরেন্স।আবার, অনেকে প্রশ্ন করতেছে এভাবে apply করলে Health ইন্সুইরেন্স সার্টিফিকেট কে দিবে?Coracle or TK??উত্তরঃ Health ইন্সুরেন্স সার্টিফিকেট দিবে TK and ট্রাভেল ইন্সুইরেন্স সার্টিফিকেট দিবে Coracle. (নিচের 1 and 2 no. ছবিতে আমার Health ইন্সুরেন্স + ট্রাভেল সার্টিফিকেট দেখুন)
এবার আসি কিভাবে APPLY করবঃ
১. https://www.coracle.de/insurance/health/studentলিংকে ক্লিক করে ডুকুন।২. আপনার সকল তথ্য দিন। (নিচের 3 নাম্বার ছবিতে দেখুন কি কি তথ্য লাগবে)৩. Documents সেকশনে আপনার offer letter, passport and passport size photo আপলোড করুন।৪. Documents সেকশনের নিচেই “Free Incoming Travel Insurance” আছে। এখানে টিক দিলে আপনার “Intended Date of Travel” চাবে। আপনার Class শুরু হবার/ইনরোল হবার ১ মাসের পূর্বের ডেট দিন। যেমনঃ Class শুরু ১ অক্টোবর হলে আপনি এখানে ১ সেপ্টেম্বর দিন Intended date of travel.৫. Sign here এর এখানে সাইন করুন (আপনার পাসপোর্টে সে সাইন আছে সেটা)এবার সব ঠিক থাকলে আপনাকে Thank You (নিচের 4 no. ছবিতে) জানাবে আর আপনার মেইলে একটা মেইল আসবে Reference no সহ (নিচের 5 no. ছবিতে )। এর কিছু দিন/ঘন্টা/মিনিটের ভেতর আপনি Health ইন্সুরেন্স + ট্রাভেল ইন্সুরেন্স পেয়ে যাবেন।(N.B:Please avoid spelling mistakes )