Shama Afroz

#MBBS #German Medical license Exam (part 1) # Independent Visa Status # Bezirksregierung Münster

আমি ২০১৭ সালে জার্মানী আসি মাস্টার্স স্টুডেন্ট হিসেবে।
২০১৯ এ থিসিস জমা দিয়ে German Medical license ( Part 1 = Fachspracheprüfung ) এর জন্য preparation নেই.
আমার journey এর সার সংক্ষেপ:::

১. ভাষা :Minimum requirement B2। যেহেতু আমি O নলেজ নিয়ে Germany আসি তাই আমার সময় লাগে ১৪ মাস ।

২. ডকুমেন্টস :মেডিকেল মার্কশীট , BMDC registration + Good Standing Certificate, BD Police certificate, Birth Certificate.

৩. খরচ পাতি:প্রতি লেভেল ভাষা= ৫০০-৬০০€বই= ১৫০-২০০€ট্রান্সলেশন + নোটারী = ৩০০€* যেহেতু Independent Visa/ Student Visa> Job searching Visa সেহেতু Arbeits Agentuer / বিভিন্ন মেডিকেল সেন্টার ( FIA/ MIBEG..) কেউ আমাকে টাকা পয়সা related support দিতে পারেনি , যেটা অন্য (spouse )Visa holder সাধারণত পেয়ে থাকে।

৪. ভিসা :Student Visa এ 20 hrs কাজের permission থাকে ; এজন্য কিছু কিছু শহর ( mönchengladbach)এই category তে ডকুমেন্টস জমা নিতে চায়নি। এটা শহর ভেদে ভিন্ন হতে পারে।

৫. সময়সীমা:আমি সব কাগজ জমা দেই মে,২০২০ ।করোনা/অন্য কিছু কারণে পরীক্ষা দিতে পারি অক্টোবর,২০২০ । এটা Individually change হতে পারে।

৬. Medical License:Non european হিসেবে আমাদের ২ টি স্টেপ এ পরীক্ষা দিতে হয় ।

Part 1: Fachspracheprüfung / Special Language Test

Part 2: Kenntnisse Prüfung / Knowledge Test

সর্বশেষ : আমি একজন বাংলাদেশী ডাক্তার হয়ে সবার জন্য শুভ কামনা করছি এবং দেশী ডাক্তার ভাই বোন দের Germany তে কলিগ হিসেবে আসার আহবান জানাচ্ছি ।

শামা আফরোজ
জেড.এইচ .সিকদার মেডিকেল কলেজ।

FAQ:

Farzana Akhter Apu congratulations.. 😍😍Apu ekta question silo,Amr BMDC certificate ase, but Good Standing certificate and BD police certificate kivabe pabo process ta jodi ektu bolten. Thanks in advance… 😊

Good standing Certificate = BMDC website এ application form আছে, সেটা fill up + কিছু documents ( এটাও website ) BMDC, সেগুন বাগিচা য় জমা দিতে হবে। ফি দেওয়ার ১৫/৩০ দিন পরে পাওয়া যায়।Police Clearance = আমি সিদ্ধেশ্বরী মেইন শাখায় এটার জন্য application করি, বাসায় ভেরিফিকেশন করার পরে ৪/৫ সপ্তাহ পরে দিয়ে দেয় ।২ টার জন্যই সরকারি ফি ছাড়াও 😉😉 চা পানির ফি দিলে তাড়াতাড়ি হবে।

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply