Shama Afroz
#MBBS #German Medical license Exam (part 1) # Independent Visa Status # Bezirksregierung Münster
আমি ২০১৭ সালে জার্মানী আসি মাস্টার্স স্টুডেন্ট হিসেবে।
২০১৯ এ থিসিস জমা দিয়ে German Medical license ( Part 1 = Fachspracheprüfung ) এর জন্য preparation নেই.
আমার journey এর সার সংক্ষেপ:::
১. ভাষা :Minimum requirement B2। যেহেতু আমি O নলেজ নিয়ে Germany আসি তাই আমার সময় লাগে ১৪ মাস ।
২. ডকুমেন্টস :মেডিকেল মার্কশীট , BMDC registration + Good Standing Certificate, BD Police certificate, Birth Certificate.
৩. খরচ পাতি:প্রতি লেভেল ভাষা= ৫০০-৬০০€বই= ১৫০-২০০€ট্রান্সলেশন + নোটারী = ৩০০€* যেহেতু Independent Visa/ Student Visa> Job searching Visa সেহেতু Arbeits Agentuer / বিভিন্ন মেডিকেল সেন্টার ( FIA/ MIBEG..) কেউ আমাকে টাকা পয়সা related support দিতে পারেনি , যেটা অন্য (spouse )Visa holder সাধারণত পেয়ে থাকে।
৪. ভিসা :Student Visa এ 20 hrs কাজের permission থাকে ; এজন্য কিছু কিছু শহর ( mönchengladbach)এই category তে ডকুমেন্টস জমা নিতে চায়নি। এটা শহর ভেদে ভিন্ন হতে পারে।
৫. সময়সীমা:আমি সব কাগজ জমা দেই মে,২০২০ ।করোনা/অন্য কিছু কারণে পরীক্ষা দিতে পারি অক্টোবর,২০২০ । এটা Individually change হতে পারে।
৬. Medical License:Non european হিসেবে আমাদের ২ টি স্টেপ এ পরীক্ষা দিতে হয় ।
Part 1: Fachspracheprüfung / Special Language Test
Part 2: Kenntnisse Prüfung / Knowledge Test
সর্বশেষ : আমি একজন বাংলাদেশী ডাক্তার হয়ে সবার জন্য শুভ কামনা করছি এবং দেশী ডাক্তার ভাই বোন দের Germany তে কলিগ হিসেবে আসার আহবান জানাচ্ছি ।
শামা আফরোজ
জেড.এইচ .সিকদার মেডিকেল কলেজ।
FAQ:
Farzana Akhter Apu congratulations.. Apu ekta question silo,Amr BMDC certificate ase, but Good Standing certificate and BD police certificate kivabe pabo process ta jodi ektu bolten. Thanks in advance…
Good standing Certificate = BMDC website এ application form আছে, সেটা fill up + কিছু documents ( এটাও website ) BMDC, সেগুন বাগিচা য় জমা দিতে হবে। ফি দেওয়ার ১৫/৩০ দিন পরে পাওয়া যায়।Police Clearance = আমি সিদ্ধেশ্বরী মেইন শাখায় এটার জন্য application করি, বাসায় ভেরিফিকেশন করার পরে ৪/৫ সপ্তাহ পরে দিয়ে দেয় ।২ টার জন্যই সরকারি ফি ছাড়াও চা পানির ফি দিলে তাড়াতাড়ি হবে।