গুরুত্বপূর্ণ কাগজপত্র :
এবারে কিছু কাজের কথা বলবো । নিজের অস্তিত্ব জার্মানিতে টিকিয়ে রাখতে হলে যা সর্বাধিক প্রয়োজন । ভাত না খাইলেও চলবে কিন্তু এসব না হলে চলবে না । জার্মানিতে আসার পরে থেকে দেখি এরা শুধু চাইতে থাকে । এটা কই? ওটা কই ? বড়ই বেমানান ।
সিটি রেজিস্ট্রেশান :
পরিচিত এক ভাইয়ার মতে এইটা ছাড়া নাকি টয়লেটে যাওয়া যায় না । যাই হোক , তো আসার পরেই সবার আগে যা করতে হবে তা হল এই জনাবকে পেতে হবে । কিন্তু এই জনাবকে পেতে হলে আবার আপনার বাড়ির মালিকের দেয়া এক টুকরা কাগজের প্রয়োজন যেখানে তিনি লিখবেন এই বান্দা এখানেই তার বস্তা নিয়ে বসবাস শুরু করেছেন । এখন আবার বলবেন যে বাসা কিভাবে পাব। এই প্রশ্নের জবাব করতিপক্ষ জানে । তো আমি বাসার মালিকের দেয়া কলিজার টুকরো নিয়ে ইন্টারনেটে বসে পরলাম এপয়েন্টমেন্ট নিতে। অনেক সিটিতে নাকি সরাসরি গেলেও চলে । এপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট দিনে ৪০ মিনিট আগেই হাজির। অনেকে বলেছিল আগে গিয়ে বসে থাকতে আমি একটু বেশি আগেই চলে গেছিলাম । বুঝতেই তো পারছেন প্রথম বলে কথা । যাওয়ার আগে বাংলাদেশ থেকে এ১ করে যাওয়া আমি কিছু বাক্য ঠাডা মুগস্থ করে গেছি । কিন্তু কর্তব্যরত ব্যক্তি আমার সাথে ইংলিশে কথা বলা শুরু করল । মনে মনে ভাবলাম এটা কি হইলো ! তারপর আমার পাসপোর্ট আর কলিজার টুকরা (বাড়ির মালিকের) নিয়ে ঠাস ঠাস করে টাইপ করে আমাকে একটা কাগজ দিয়ে বলবো এখন বিদায় হও । আমিও সাথে সাথে ডানকেসুন, চাও চাও ( জার্মানিতে ধন্যবাদ, বিদায়) বলে বেরিয়ে এলাম ।
কাগজখানা দেখে ভাবলাম এই সব কাগজ তো ১০ টাকায় নীলক্ষেতে ৫ মিনিটে ২ টা বানানো যায়
খেলা শুরু হল তারপরে- বাসার লেটার বক্সে নিজের নাম গাম দিয়ে লাগাতে না লাগতে চিঠি এসে হাজির । ভাবলাম এত তাড়াতাড়ি লাভ লেটার পরে দেখি ট্যাক্স নাম্বার । কি যে অবস্থা এখনো ব্যাংক একাউন্ট খুললাম না আর ট্যাক্স নাম্বার পেয়ে গেলাম । তারপরে আরও চিঠি এলো – স্বাস্থ্য বীমা (এইটা বাংলাদেশ থেকে করে এসেছিলাম), সামাজিক বীমা (এইটা স্বাস্থ্য বীমা কম্পানি থেকে দিয়েছিল) আরও কত কি । এই সুযোগে দেখি পাশের এক রেস্টুরেন্ট মালিক তার পিজ্জা মেন্যু দিয়ে গেছে । চিঠির প্যারায় আপনার যদি ক্যালরি খরচ হয় সেই ক্যালরি জোগাতে একটা কল করে পিজ্জা খেয়ে দিতে পারেন আর কি
তো এই জনাবকে আমার কোথায় কোথায় লেগেছে তার কিছু কথা বলি। ব্যাংক একাউন্ট করতে হবে এই জনাবকে লাগবে । জব করবেন এই জনাবকে লাগবে । আসলে এই জনাব ছাড়া জার্মান সরকারের ভালাবাসা দিয়ে পাঠানো রেডিও বিল সহ আপনার কোন কীর্তিকলাপ এর জরিমানা কোথায় কিভাবে পাবেন বলেন
রেসিডেন্স পারমিটঃ
এই জিনিস পাওয়ার পরে সবার প্রথম মনে হয়েছিল – “যাই এখন একবার বাংলাদেশ থেকে ঘুরে আসি”
তো এই বড় জনাবকে পাওয়ার জন্য আবার সেই এপয়েন্টমেন্ট কিন্তু ঝামেলাটা লাগলো অন্য যায়গায় এপয়েন্টমেন্ট পেলাম দেড় মাস পরে । এর মধ্যে আমার ভিসা শেষ কারণ করোনা আমাকে ৫ মাস বাংলাদেশে পরিবারের সাথে থাকতে সহায়তা করেছিল । এখন তো মহাবিপদ ! পুলিশ ধরলে বলবো কি, তার উপর ভাষার কাহিনি তো আগে থেকেই আছে । বন্ধু বলল আবার মেইলদে। বাংলা সিনেমা “ভাত দে”এর মত করে আবার মেইল দিলাম কোন কাজ হল না । তারপরের ১.৫ মাস পকেটে পাসপোর্টের ফটোকপি আর মোবাইলে এপয়েন্টমেন্ট এর ইমেইল নিয়ে চলতে লাগলাম । সামনে কোন পুলিশ দেখলে আমি আগে থেকেই ইমেইল বের করে রেডি
এভাবে কেটে গেল বাকি সময় তারপর গেলাম ওদের অফিসে এপয়েন্টমেন্ট এর দিনে । আবার শুরু হল এটা কই? ওটা কই? সব দেয়ার পরে আঙ্গুলের ছাপ নিয়ে সাইন করার পরে একটা ফিকশান ভিসা ধরায় দিয়ে বলল এখন থেকে এইটা নিয়ে ঘুরবা । কি যে অশান্তি । এবার আবার নতুন কাগজ কিন্তু সিটি রেজিস্ট্রেশানের থেকে ভাল ছিল কারণ ১৩ ইউরো দিয়ে নিতে হয়েছিল ওইটা । 😛 তারপর বড় জনাবের জন্য এত অপেক্ষা করেছি যে একটা সময় বলতাম –এরা এমন কেন ???
প্রায় ৩ মাস কিছু দিন পরে আবার চিঠি এলো তখন আর ভাবিনি যে লাভ লেটার কারণ ততদিনে বুঝে গেছি এসব লেটার বক্সে পাওয়া যাবে না । অফিসে যাওয়ার সাথে সাথে বলল ১০০ ইউরো জমা দিয়ে আসো । একবার ভাবলাম বলি যে- কিছু কম করা যায় না ? আপনার কথা থাক আমার কথাও থাক একদাম ৭৫ ইউরো । তারপর নিজেকে সান্ত্বনা দিয়ে ইউরো জমা দিয়ে সেই কাঙ্ক্ষিত বড় জনাবকে নিয়ে বেরিয়ে এলাম ।
কেউ বলতে পারেন যে এইটা কোথায় কোথায় লাগে ?? আরে ভাই এইটা ছাড়া ঘুমানো যায় না ।
বিশেষ দ্রষ্টব্য : আমার কাহিনি এখানে কিছুটা রসাত্মক ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি । রস বাদে বাকিটা মগজে রাখতে পারেন বলা তো যায় না কাজে লাগলেও লাগতে পারে।
ধন্যবাদ