Haseeb Mahmud

আসছে কয়েক সপ্তাহের মধ্যে জার্মানিতে সবাই টিকা পাবার যোগ্য বলে বিবেচিত হবেন। টিকা পাবার জন্য ইম্পফসেন্ট্রুমে রেজিস্ট্রেশন করতে হবে। এই টিকা দেবার আয়োজন স্টেটগুলো আলাদা আলাদা ভাবে করছে। টিকার নিবন্ধনের জন্যও তাই আলাদা আলাদা সাইটে যেতে হবে। টিকার নিবন্ধনের জন্য সাইটগুলোর তালিকা দেয়া হলো।

১। ব্যরলিনhttps://service.berlin.de/dienstleistung/330073/

২। ব্রান্ডেনবুর্গhttps://brandenburg-impft.de/bb-impft/de/terminvergabe/

৩। বাডেন-ভুরটেমব্যর্গhttps://www.impfterminservice.de/impftermine

৪। হামবুর্গhttps://www.impfterminservice.de/impftermine

৫। হেসেনhttps://www.impfterminservice.de/impftermine

৬। নর্ড রাইন ভেস্টফালেনhttps://www.impfterminservice.de/impftermine

৭। রাইনলান্ড ফালতসhttps://impftermin.rlp.de/

৮। যাক্সেনhttps://sachsen.impfterminvergabe.de/

৯। শ্লেসভিগ হলস্টাইনhttps://impfen-sh.de/

১০। থুয়েরিংগেনhttps://www.impfen-thueringen.de/terminvergabe.html

১১। যাক্সেন আনহাল্টhttps://www.impfterminservice.de/impftermine

১২। মেকলেনবুর্গ ফরপোম্যার্নhttps://www.corona-impftermin-mv.de/

১৩। ব্রেমেনhttps://impfzentrum.bremen.de/

১৪। বায়ার্নhttps://impfzentren.bayern/citizen/

১৫। যারলান্ডhttps://www.saarland.de/…/anmeldung/anmeldung_node.html

১৬। নিদ্যারযাক্সেনhttps://www.impfportal-niedersachsen.de/portal/

লক্ষণীয়

১। কিছু স্টেটে হাউসআর্টসের কাছ থেকেও টিকা নেয়া যাবে/যাচ্ছে। যথাস্থানে খোঁজ নেবেন।

২। অ্যাপয়েন্টমেন্ট যেদিন পড়বে সেদিন না যেতে পারলে জনস্বার্থে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করবেন।

৩। কিছু স্টেটে লাস্ট প্রায়োরিটি গ্রুপে টিকাদান চলছে। আপনি সে গ্রুপে পড়েন কিনা পরীক্ষা করে দেখুন।

৪। সিরিয়াস অ্যালার্জি থাকলে হাউসআর্তসকে জিজ্ঞেস করুন আপনার কী কী সতর্কতা প্রয়োজন।

৫। ইম্পফপাস অনলাইনে শেয়ার করবেন না।

৬। অফিসিয়াল নয় এরকম কোন সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন না। আইডেনটিটি থেফটের সমস্যায় পড়তে পারেন।

৭। সঠিক তথ্য জানতে আপনার স্টেট, শহর ও স্থানীয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে চোখ রাখুন।

৮। পোস্টটির তথ্য সমৃদ্ধ করতে সহায়তা করুন।

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

One thought on “জার্মানিতে টিকার নিবন্ধনের জন্য”
  1. আমি আগামী বছর জার্মানিতে স্টাডি করতে যেতে চাইছি। এখানে কোন ভ্যাক্সিনগুলো এক্সেপ্ট করে? একটা আর্টিকেলে দেখলাম, চাইনিজ ভ্যাক্সিন জার্মানি একসেপ্ট করে না। এটা কি সঠিক তথ্য?

Leave a Reply