আজ আমরা ১২৩ মানে গননা শিখব। প্রথমে ০ -২০ পর্যন্ত শিখব।উচ্চারন এর জন্য ইউটিউব থেকে একটা ভিডিও লিংক ও দেয়া হল ।মজার ব্যাপার হচ্ছে সংখ্যাগুলো ইংরেজির এর মতই লিখতে হয় আর উচ্চারন এর টেকনিকটাও অনেকটা ইংরেজির মত ।
null ( নুল ) :0
eins (আইন্স ) :১
zwei / zwo (ছোয়াই ) :২
drei (ড্রাই ) :৩
vier (ফিয়া ) :৪
fünf (ফুউন্ফ) :৫
sechs ( জেক্স ) :৬
sieben (জিবেন):৭
acht (আখ্ট ) ৮
neun(নয়েন ) :৯
zehn ( ছেন ) :১০
elf (এলফ ) :১১
zwölf ছোয়েলফ ) :১২
dreizehn (ড্রাইছেন ) :১৩
vierzehn (ফিয়ার্ছেন ) :১৪
fünfzehn (ফুনফছেন ) :১৫
sechzehn ( জেক্সছেন ) :১৬
siebzehn (সিবছেন ):১৭
achtzehn ( আক্টছেন ) :১৮
neunzehn (নয়েনছেন) :১৯
zwanzig ( ছোয়ানছিস) :২০
আমরা ইতিমধ্যে ১-২০ পর্যন্ত গুনতে শিখেছি । এখন আমরা তার পর থেকে শিখব। প্রথমে আমার ২০,৩০,৪০,৫০,৬০,৭০,৮০,৯০ কি করে বলতে হয় তা শিখব। তার পর আমরা ২০-৯৯ পর্যন্ত গুনা শিখব ।
20= zwanzig
30=dreißig
40=vierzig
50=fünfzig
60=sechzig
70=siebzig
80=achtzig
90= neunzig
আমরা ছোটবেলায় পড়ার সময় অনেকেই ১+২০ =২১ , ২+২০ =২২ এই ভাবে শিখেছি, আর বাংলায় বলার সময় কি বলি এক+কুড়ি- একুশ, ইংরেজি এর উদাহরণ দিলে ব্যপারটা সহজে বুঝবেন… ২১ মানে টুয়েনটি ও ওয়ান, ২২-২০+২ মানে টুয়ানটি ও টু । জার্মান এ আমরা ঠিক ইংরেজি এর উল্টা করে বলব /১+ ২০ মানে আইন্স ও সোয়ানসিকমানে einundzwanzig । একই ভাবে চলবে…
২১(১+২০)= einundzwanzig
২২(২+২০) =zweiundzwanzig
২৩ (৩+২০)=dreiundzwanzig
২৪(৪+২০) =vierundzwanzig
২৫ (৫+২০)=fünfundzwanzig
২৬(৬+২০ ) =sechundzwanzih
২৭ (৭+২০ )=siebenundzwanzig
২৮(৮+২০ ) =achtundzwanzig
২৯ (৯+২০ ) =neunundzwanzig
নিচের ভিডিওটাতে উচ্চারন সহ কি করে বলতে হবে তা জানতে পারবেন ।
আগের পর্বগুলো
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week