জার্মানিতে জীবনে টাকাপয়সা বা লেখাপড়াই সবকিছু না! প্রতিটা মুহুর্তে মনের সাথে কী পরিমাণ যুদ্ধ করতে হয় সেটা না আসলে বোঝানো যাবে না। বিশেষ করে যারা নতুন। পরিচিত পরিবেশ ছেড়ে নতুন দেশে আসা আর খাপ খাওয়ানো কঠিন একটা কাজ। অন্তত আমার জন্য। এই গানটা শুনতে গিয়ে তাই হারিয়ে গেলাম কিছুক্ষণ, এই চিন্তার মাঝে। আমার মত যারা প্রতিনিয়ত সময়ের সাথে স্ট্রাগল করছেন তাদের ভাল লাগবে আশা করি। সকলের জার্মান জীবন সফল হোক।
আমিন! 🙂

(এখানে গানটি লোড হওয়ার কথা, না হলে একটু অপেক্ষা করতে হবে!)

শিরোনামঃ আজ রাতে কোনো রুপকথা নেই
কন্ঠঃ মোবাশ্বের চৌধুরী
কথাঃ আহসানুস সাকিব
ব্যান্ডঃ ওল্ড স্কুল

চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়া হামি

রোজ রাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ
ও বুড়ি, তুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ

কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ
সে ঘোড়া

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি

কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে
বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে

তুই, কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে

আলাদিন আর জাদুর জীনি
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় যে নেই কোনো

আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে
সিনবাদটা, একলা বসে
আছে সাগর তীরে

সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি

কেড়ে নিলো কে সেই………

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

2 thoughts on “কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে”

Leave a Reply