জার্মান এমব্যাসি – স্টুডেন্ট ভিসা রেগুলেশন আপডেট – এপ্রিল, ২০১৫
স্টুডেন্ট ফাইল বা ব্লকড একাউন্ট জার্মানিতে পড়তে আসতে আগ্রহীদের জন্য আপরিহার্য একটি শর্ত। কোথায় করব? কত দিন লাগবে ? কত টাকা লাগবে ? কাদের সার্ভিস ভাল ? এ রকম অনেক প্রশ্নই অহরহ আমরা শুনতে পাই। আর এ প্রশ্নগুলু ও অত্যন্ত গুরুত্ব পূর্ন। বিশেয করে নতুনদের জন্যতো অবশ্যই । এই বিযয়টাকে মাথায় রেখেই এই ডকটি করা। ব্লকড একাউন্ট নিয়ে মু. রশিদুল হাসান (রাসেল) ও জামাল উদ্দিন আদনান ভাই এর সুন্দর একটি আর্টিকেল আছে ব্লকড একাউন্ট কি, কেন, কিভাবে কি করবেন? শিরোনামে।
মনে রাখবেন এখন ব্লকড একাউন্ট করতে হয় জার্মানিতে। তবে বাংলাদেশ থেকে কোন একটি ব্যাংকের মাধ্যমে ব্লকড একাউন্টের টাকা জার্মানিতে পাঠানো যায়। তবে বিদেশ থেকে বা আত্মীয়-স্বজনরাও চাইলে ব্লকড একাউন্টের টাকা পাঠাতে পারেন।
কোন ব্যাংক এ করবেন ?
ব্লক একাউন্ট করতে চাইলেই প্রথমে আপনাকে স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে। আপনি সরকারি বা বেসরকারি যে কোন ব্যাংক এই একাউন্ট করতে পারেন । তবে সেবা আর তথ্যপ্রযুক্তি এর ব্যবহারের দিক থেকে বেসরকারি ব্যাংকগুলো তুলনামুলক ভাবে এগিয়ে। গ্রুপে রিসেন্টলি স্টুডেন্ট ফাইল ওপেনকারিদের পোল এ যে ব্যাংক গুলুর নাম পাওয়া গেছে তাদের মধ্যে অন্যতম ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক , কমার্সিয়াল ব্যাংক অফ সিলংস , ডাচ বাংলা, ইউবিসিএল, রুপালি, এবি, স্টেন্ডার্ট চার্টাড অন্যতম ।
- +27 জন করেছেন :Eastern Bank Ltd.
- +16জন করেছেন :City bank most easy and friendly , banani branch
- +47 জন করেছেন :Commercial Bank of Ceylon.Excellent service and no hassle.
- +4 জন করেছেন :Dutch-Bangla Bank Ltd
- +3 জন করেছেন :AB BANK Ltd.,dhanmondi branch
- +2 জন করেছেন :Standard chaterd bank bangladesh
- +2 জন করেছেন :Rupali Bank Limited
- +1 জন করেছেন :UCBL
- +1 জন করেছেন Commercial Bank of Ceylon, CDA Branch Chittagong, good service
- +1 জন করেছেন City Bank, Excellenet service.Agrabad branch
- +1জন করেছেন IFIC Bank Limited
ব্লকড একাউন্ট নিয়ে সকল হাল নাগাদ তথ্যের জন্য এখানে দেখুন
কি কি ডকুমেন্ট জমা দিতে হবে ?
আপনি যে ব্যাংক এ স্টুডেন্ট ফাইল ওপেন করতে চান সেই ব্যাংকএ আপনার বা আপনার অভিবাবক এর একাউন্ট থাকতে হবে, জয়েন্ট, সেভিংস বা যে কোন একাউন্ট । আর একাউন্ট আগে থেকে করা না থাকলে নতুন একাউন্ট ওপেন করে নিতে হবে। স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য আপনার ইউনিভার্সিটির অফার লেটার , ল্যাঙ্গুয়েজ কোর্স এর অফার লেটার ( যদি থাকে ) , সকল একাডেমিক সার্টিফিকেট,মার্ক সিট ,পাসপোর্ট সাইজ ছবি , জাতিয় পরিচয় পএ , এগুলুর ফটোকপি এক/দুই সেট ,কিন্তু অরিজিনাল পেপারস গুলু ও সাথে করে নিতে হবে । একদিনেই আপনি ফাইল ওপেন করতে পারবেন , আর ব্লক একাউন্ট এর ৭৯০৮ ইউরো এর সম পরিমান টাকা আপনার একাউন্ট এ জমা দেবার পরই আপনি টাকাটা ব্লক করে ব্লক সার্টিফিকেট বা পেপার্স নিতে পারবেন ,আর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক/দুই দিন সময় লাগবে।
কত টাকা জমা রাখতে হবে ? আর কোন ব্যাংক এর চার্জ কেমন ?
স্টুডেন্ট ফাইল খুলতে ব্যাংক ভেদে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা লাগতে পারে। আমাদের গ্রুপ এর আলোচনায় পাওয়া কিছু ব্যাংক এর ফাইল ওপেন ফি- সিটি ব্যাংক ৬৫০০ টাকা,ইস্টার্ন ব্যাংক ৫৭৫০ টাকা , কমার্সিয়াল ব্যাংক অফ সিলন্স ৫৭৭৫ টাকা , সোনালি ব্যাংক ৩৪৫০ টাকা।
আর তাদের চার্জ ও ব্যাংক ভেদে ভিন্ন হয় কিন্তু তা ১২০০/১৩০০-৩০০০ টাকা এর মধ্যে হয় ।
কোন ব্যাংক এর সার্ভিস কেমন ?
ব্যাংক এর সার্ভিস একটু আন্যতম বিযয়। দেখা গেছে, স্টুডেন্ট ফাইল খোলার আগে একা খুবই ভাল ব্যবহার করছে আর তার পর অন্যরকম। ইস্টার্ন ব্যাংক ধানমন্ডি ব্রাঞ্চ এর নামে এ রকম একটা অভিযোগ গ্রুপে পাওয়া গেছে। সিটি ব্যাংক বনানী ব্রাঞ্চ , কমার্সিয়াল ব্যাংক অফ সিলন্স এর গুলশান ব্রাঞ্চ , এবি ব্যাংক এর ধানমন্ডি ব্রাঞ্চ এর সার্ভিস ও ব্যবহার অনেক ভাল এ রকম মন্তব্য আমাদের গ্রুপ এ পাওয়া গেছে।
বিস্তারিত তথ্য
নিচে কিছু ব্যাংক এর ঠিকানা ও লিঙ্ক দেয়া হল । বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে নিচের কন্টাক্ট এড্রেসে যোগাযোগ করে নিতে পারেন।।
-
City Bank’s Student Center https://www.thecitybank.com.bd/Student-File.php
CBL Student Center: Banani
House 28 (2nd Floor)
Road – 11, Block – F, Banani
Dhaka, Bangladesh
PABX: +880(2)9870080, +880(2)9870081, +880(2)9870039 Ext: 114/115
Email: [email protected]
- Commercial Bank of Ceylon
Hadi Mansion, 2 Dilkusha C/A, Dhaka 1000, Bangladesh,
Gulshan Branch
49, Gulshan Avenue, Dhaka-1212.
Phone# (88 02) 8824275, 8813125
FAX# (88 02)8824147
-
EBL Student File Services :http://www.ebl.com.bd/home/std_file
-
Trust Bank Student : http://www.trustbank.com.bd/trust-student-file
-
Standard Charturd Bank Student File : http://www.standardchartered.com.bd/personal-banking/accounts/services/student-files/en/
-
IFIC Bank Student File Service : http://www.ificbank.com.bd/student_file.php
-
Jamuna Bank Student File : http://www.jamunabankbd.com/front/productdetails/6/95
লিখেছেন Anisul H Khan Based
[…] […]
Bangladesh er kono bank theke naki block account transfer korena ….. Commercial bank of Ceylon a aj jeye jante parlam. Please amake ki bolben Germany te kivabe block account er taka transfer korbo ????
please check http://germanprobashe.com/archives/3316