আমাদের প্রতিদিনের জার্মান শেখা আজকের পাঠে সবাইকে স্বাগতম । বাক্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বা বিষয় নাউন(Noun) নিয়ে আজকে কিছু জানব।

****************************************************
জার্মান ভাষা নিয়ে চলছে আমাদের ২টি সিরিজ –
ব্যাসিক জার্মান পাঠ-http://goo.gl/H5OIIP
ব্যাসিক গ্রামার সিরিজ –https://www.germanprobashe.com/archives/category/german-grammar

*************************************************

নাউন বা কর্তা সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। কিন্তু বাংলা বা ইংরেজি বাক্যের নাউন বা কর্তা এর সাথে জার্মান ভাষার নাউন এর পার্থক্য রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি নাউন এর আগে একটা আর্টিকেল বসে। হোক সেটা জড়বস্তু বা জীব। চেয়ার,টেবিল,বই,খাতা এমন কি কারো নামের আগেও আর্টিকেল বসবে।

জার্মান grammatical case বুঝার অন্যতম নির্দেশক হচ্ছে আর্টিকেল। আপনি আর্টিকেল না জানলে সম্পূর্নরুপে একটি লাইনও সঠিকভাবে লিখতে পারবেন না। আর্টিকেল সাধারণত nouns এর আগে বসে । মজার ব্যাপার হচ্ছে আর্টিকেল এর কোন নিয়ম নেই। তার মানে নতুন কোন nouns শেখার সময় আর্টিকেল আর প্লুরালসহ শেখা ।

জার্মান ভাষায় এ তিনটি Gender আছে

männlich (male) /পুরুয বাচক

weiblich (female) নারী বাচক

sächlich (neuter)  ক্লীবলিঙ্গবাচক

প্রতেকটা আর্টিকেল এক একটা  Gender নির্দেশ করে :

der for male nouns

die for female nouns

das for neuter nouns

তারপর ও আমরা কিছু কিছু rules পাওয়া যায় যে গুলু সাহায্য করবে  articles মনে রাখতে

মনে রাখতে হবে nouns লেখার সময় অবশ্যই capital letter এ লিখতে হবে ।

DER – পুরুযবাচক নাউন

1. সপ্তাহের সাতদিন , মাস ও ঝতুএর নাম পুরুষবাচক নাউন । এদের আগে ডেয়ার বসবে

der Montag -সোমবার

der Mai- মে

der Winter -শীতকাল

2. একজন ব্যাক্রির বা লোকের পেশা ও জাতিয়তা পুরুষবাচক নাউন

der Arzt – পুরুষ ডাক্তার

der Student  -ছাত্র

der Deutsche – (জার্মান পুরুষ

3. ট্রেন ও গাড়ির নাম পুরুষবাচক নাউন

der ICE (fastest train in Germany)

der VMW  (famous German car)

4. পুরুষ বাচক লোককে নির্দেশ করতে পুরুষবাচক নাউন ব্যবহৃত হয়

der Mann  (man)

der Junge (boy)

der Bruder (brother)

5. অধিকাংশ  পাহাড়  ও  লেক  পুরুষবাচক

der Mount Everest  (famous mountain in China)

der Kilimandscharo (famous mountain in Africa)

6. অধিকাংশ নাউন  যাদের শেযে -ich, -ig, -ling আছে তারা পুরুষবাচক

der Honig  (honey)

der Teppich  (carpet)

7.  অধিকাংশ নাউন  যাদের শেযে -el,-en, -er আছে তারা পুরুষবাচক

der Wagen  (car)

der Löffel (spoon)

der Becher (mug)

 

DIE – নারী বাচক নাউন

1. সব নাউন যাদের  শেষে -heit, -keit, -schaft, -tät, -ung আছে তারা নারী বাচক

die Freundschaft (friendship)

die Freiheit  (freedom)

die Wohnung (apartment)

2. সব নাউন যাদের  শেষে -ik, -ade, -age, -enz, -ette, -ine, -ion, -ur আছে তারা নারী বাচক

die Musik  ( (music)

die Waage  (scale)

3.সমস্ত অঙ্কবাচক সংখ্যা নারী বাচক

die Eins (one)

die Zwei  (two)

4. মহিলা মানুষ সাধারণত ব্যাকরণগতভাবে নারী বাচক নাউন  হয়

die Frau (woman)

die Dame  (lady)

die Tochter (daughter)

5.অধিকাংশ ফুল ও গাছ নারী বাচক নাউন

die Rose  (rose)

die Palme  (palm)

6. অধিকাংশ নাউন  যাদের শেষে  -ei, -ie, -ive, itis, isse আছে তারা নারী বাচক

die Polizei (police)

die Linie (line)

die Initiative  (initiative)

7. অধিকাংশ নাউন  যাদের শেষে  -e আছে তারা নারী বাচক

die Ecke  (corner)

die Grenze (border)

die Decke   (ceiling)

 

DAS –  ক্লীবলিঙ্গবাচক

1. সব নাউন যাদের  শেষে -lein, -chen আছে

das Mädchen  (girl)

2. সমস্ত hotels, cafés and theaters এর নাম

das Hilton (Hilton)

3. সমস্ত রং

Das Blau   -Blue

৪. অনেক সিটি ও দেশের নাম

das Deutschland   (German)

৫. অধিকাংশ নাউন -tum, -ment, -um, -ium, -nis আছে তারা নারী বাচক

das Museum (museum)

das Datum  (date)

7. “Ge” দিয়ে শুরু হওয়া ও “e” দিয়ে শেষ হওয়া  অধিকাংশ নাউন

das Gebäude (building)

সারসংক্ষেপ

আর্টিকেল নিয়ে ইউটিউব ভিডিও

এছাড়াও জার্মান ভাষা শেখার আমাদের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/BSA.learngerman/

আগের পর্বগুলো

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week 

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১০ (দিনের বিভিন্ন সময় ও অভিবাদন ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৯ (সংখ্যা -১২৩ গননা)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৮(জার্মান ভাষায় আত্মপরিচয় দিবেন যেভাবে )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৭ ( এখন সময় কত ?ডয়েচে সময় কি করে বলতে হয় )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৬ (জার্মান ভাষায় প্রশ্ন করবেন কিভাবে ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৫ (জার্মান আর্টিকেল der,die,das কখন বসবে?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৪ (জার্মান ভার্ব )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৩ (জার্মান বর্ণমালা ও তাদের উচ্চারণ)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা -২ (জার্মান ভাষায় আমি, আমরা, তুমি, তোমরা , তুই , আপনি , আপনারা )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ১ (জার্মান ভাষায় গ্রিটিংস বা অভিবাদন)

mm

By Anis

Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.

Leave a Reply