ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটি অফ ফিন্যান্স এন্ড ম্যানেজমেন্ট পিএইচডি লেভেলে ১০ টি স্কলারশিপ দিচ্ছে। মজার ব্যাপার হল যেকোন ফ্যাকাল্টির লোকজনই এপ্লাই করতে পারবেন এখানে!

ডেডলাইনঃ ১৫ই জানুয়ারি। (প্রতি বছর এখানে বিভিন্ন পিএইচডি’র সম্ভাবনা থাকে। তাই এই বছর যদি কোন কারণে ডেডলাইন মিস করেন, তবে পরের বছরের জন্য এপ্লিকেশন করুন।)

IETLS/TOEFL: ৯০ পয়েন্ট TOEFL/iBT তে অথবা ৬.৫ IELTS তে। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন তাদের সেই মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট দিলেও হবে। (Candidates with degrees from English-speaking institutions or study programmes conducted entirely in English do not need to provide English test results. They should, however, upload suitable evidence so that their claims may be verified.)

GRE/GMAT: এটা দেয়া বাধ্যতামূলক না। কিন্তু দিলে তা পজিটিভ ইমপ্যাক্ট আনতে পারে প্রসেসে।

এপ্লাই করুন!

যোগাযোগঃ
Dr. Rebecca Fuchs
Study Advisor Personal
Sonnemannstraße 9-11
60314 Frankfurt

Phone: 0049 69 154008-451
Fax: 0049 69 154008-4451
mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

One thought on “পিএইচডি স্কলারশিপঃ Finance and Management”

Leave a Reply