বাংলাদেশীদের প্রথম জার্মান প্রজন্ম, আত্মিক সূত্রে বা পারিবারিক সূত্রে বাঙ্গালী আর জন্ম সূত্রে জার্মান , যাদের হৃদয় জুড়ে বাংলা, আর বাংলাদেশের প্রতি অগাধ ভালবাসা তাদের একটা অংশ ’’বাংলা ইশ-টাইল’’ (অর্থ বাংলা আমার স্টাইল)। যারা বছরের প্রতিটা সময় জার্মানীর কোন না কোন প্রান্তে বাংলাদেশকে সাবলীল সুন্ধরভাবে উপস্থাপন করে বাংলদেশী কৃষ্টি আর কালচার দিয়ে, তাদের অতি নিখুঁত কাজ, যে কাউকে মুগ্ধ করবে সহজেই …
আর এই জার্মান প্রজন্ম ’’বাংলা ইশ-টাইল’’ আয়োজন করতে যাচ্ছে জার্মান প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ’’বিফা-২০১৪’’ । ফুটবল খেলার পাশাপাশি থাকবে বাংলাদেশী নাচ-গান আর দেশীয় খাবারে পসরা। সময় সুযোগ থাকলে কালকে মাঠে থেকে উপভোগ করুন ফুটবল আর বাংলাদেশী নাচ-গান আর দেশীয় খাবারের আমেজ।