স্বাগতম। শুরু করার আগেই জানিয়ে দেই, ফেসবুকে বসেই জার্মান শিখতে চাইলে এখানে যোগ দিন।

তাহলে চলুন আজকের জার্মান ভাষা শিক্ষা শুরু করা যাক। 🙂


Alphabet

Ich habe eine frage= ইশ হাবে আইনে

ফ্রাগে। (আমার একটি প্রশ্ন আছে)

A=  আ,

B=  বে,

C=  ছে,

D=  ডে,

E= এ (ইংরেজি A এর উচ্চারণ),

F= এফ,

G= গে,

H= হা

I=  য়ি (ইংরেজি E এর উচ্চারণ),

J= ইয়োট,

K= কা,

L= এল

M=এম ,

N=এন,

O=ও,

P= পে,

Q=কু

R=এরর (এইটাই সবচেয়ে ডিফিকাল্ট উচ্চারণ করা) ,

S=এস,

T=টে

U=য়ু( উদাহরণ, ইউনিভার্সিটি=উনিভার্সিটেট),

V= ফাউ, W=ভে

X=এক্স  Y=উপ্সিলন Z=ছেট

https://www.youtube.com/watch?v=tsDaKEecS30

সংখ্যা

0=Null (নুল)

1=Eins (আইন্স)

2=Zwei (ছোয়াই)

3=Drei (দ্রাই)

4=Vier (ফিয়ার)

5=Fünf (ফুউয়নফ)

6=Sechs (জেক্স)

7=Sieben (জিইবেন)

8=Acht (আখ্‌ট)

9=Neun (নয়েন)

10=zehn ( ছেন )

11= Elf (এলফ )

12= Zwölf ছোয়লফ )

13= Dreizehn (দ্রাইছেন )

14= Vierzehn (ফিয়ার্ছেন)

15= Fünfzehn (ফুউয়নফছেন )

16= Sechzehn ( জেক্সছেন)

17= Siebzehn (জিবছেন )

18= Achtzehn ( আখটছেন )

19= Neunzehn (নয়েনছেন)

20= Zwanzig ( ছোয়ানছিশ)

উচ্চারণের ভিডিও

 

http://quizlet.com/21891876/german-alphabet-and-umlaut-flash-cards/

http://www.youtube.com/watch?v=e6vquyjxImk

http://www.youtube.com/watch?v=BlYLQvtG1as

কিছু স্বাভাবিক প্রশ্নঃ

Wie heiβt du? (ভি হাইস্ট দু? ) =তোমার নাম কী? (সিনিয়র, টিচার, আননোদের ক্ষেত্রে ‘ভি হাইছেন জি(Wieheiβen Sie?)’)

Ich heiβe Moon( ইশ হাইছে মুন)=আমার নাম মুন।

Wo studierst du?= ( ভো স্টুডিয়েরস্ট দু?)= তুমি কোথায় পড়ো? (সিনিয়র, টিচার, আননোদের ক্ষেত্রে ‘ভো স্টুডিয়েরেন জি? (Wo  studieren Sie?)

Ich studiere an der Universitat Hohenheim= ইশ স্টুডিয়েরে আন ডার উনিভার্সিটেট হোনহাইম)

সকাল বেলাতে, বেলা এগারোটা পর্যন্ত => Guten Morgen! ( গুটেন মর্গেন),

দুপুরে অথবা সারাদিনই বলা যায় =>  Guten Tag!  (গুটেন টাগ),

সন্ধ্যা বেলা => Guten Abend ( গুটেন আবেন্ড),

রাতে => Gute Nacht(গুটেন নাখ্‌ট)।

খাওয়ার শুরুতে => Guten appétit (গুটেন আপেটিট)।

টীপ্সঃ

১) পৃথিবীর সব ভাষাই কঠিন যতক্ষণ আপনি মনের ভালবাসা থেকে না শিখবেন। শুধু শেখার জন্যেই শিখবেন না। একদম হৃদয়ের টান থেকে ডয়েচ; শিখুন তা একদমই সোজা লাগবে। মানুষের কথাতে কান দেবেন না। Try to respect your confidence.

২) প্রতিদিন ভাবুন আপনি যা বাংলায় বা ইংরেজিতে বলেন সেটা ডয়েচে কি হবে? যেমন খাওয়া, শোয়া, পড়া। ওয়েবে সার্চ দিন। একটা ওয়ার্ড ফাইল খুলে ফেলুন। একটা টেবিলে একপাশে সিরিয়াল নম্বর দেবেন। এরপরে ইংরেজি শব্দ। তার ডয়েচ। এবং বাংলা উচ্চারণ। উদাহরণঃ

1.         Eat     Essen      এছেন।

এভাবে ২০টা শব্দ লিখে ফেলুন একটা সময় হিসেব করে। তিন দিন অথবা এক সপ্তাহ। কুড়িটা হয়ে গেলে প্রিন্ট করে ফাইলে রেখে দিন। চলার পথে সাথে নিয়ে নিন। দেখতে থাকুন। একমাসে দেখবেন আপনি কত্তগুলো ডয়েচ ওয়ার্ড জানলেন!!!

৩) লেখার অভ্যাস করুন। নাহলে বানান আয়ত্বে আসবে না।

ধন্যবাদ সবাইকে। দেখা হবে পর্ব দুই নিয়ে

পরের পর্ব >>

ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ২ Excersice-2 Lektion Zwei

ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ৩ Excersice-3 Lektion Drei

জার্মান গ্রামার সিরিজ

mm

By Shah Waez

International Student Program Moderator bei horads 88,6 - Hochschulradio Stuttgart. Wohnt in Stuttgart.

2 thoughts on “ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ১ Excersice-1 Lektion Eins”

Leave a Reply