প্রিয় জার্মানবাসী,

তোমাদের সবাইকে পাকোড়াময় নতুন বছরের শুভেচ্ছা। আমরা ঠিক রাত ১২:০১ মিনিটে Koln Bridge এর উপর দাঁড়িয়ে পাকুরা খাব, আমাদের মাথার উপর ফুটবে লক্ষ লক্ষ আতশবাজী। অতি দুঃখের সাথে জানাচ্ছি আমার বাসায় গ্রাম পাউডার, মানে বেসন ছিলনা। তাই ইনস্ট্যান্ট প্রিপারেশনে আটা দিয়ে এক্সপেরিম্যান্টালি পাকুরাগুলো বানাতে হয়েছে! “ভাইয়ের দেওয়া আটার পাকুরা মাথায় তুলে নেরে ভাই, দিন দুঃখিনী ভাই যে তোদের, এর বেশি আর সাধ্য নাই!”

 

mm

By Rashed Shelim

বর্তমানে RWTH Aachen ইউনিভার্সিটিতে Communication Engineering এ মাস্টার্স করছি। পাশাপাশি P3 Communication GmbH এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। এর আগে Huawei Bangladesh Ltd এ Core Network Engineer(PS) হিসেবে কর্মরত ছিলাম। ২০১০ সালে নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে Electronics and Telecommunication Engineering এ ব্যাচেলর সম্পন্ন করি। অবসর সময়ে গিটার, রান্না-বান্না, গান, আড্ডা, লেখালেখি, চা খেতে আর WWF দেখতে পছন্দ করি।

Leave a Reply