অনেকদিন ধরে লিখব লিখব করে লিখা হচ্ছে না। লিখার ক্ষমতা আমার একেবারেই নাই তারপরেও দায়িত্ববোধ থেকে লিখতে বসা। আমি খুবই সাধারণ একটা ছাত্র। BUET এ পরিক্ষা দেয়ার মত GPA আমার ছিল না।
স্টুডেন্টকলেগ এর পর ব্যাচেলর শেষ করে এখন আমি জব করি। এই লিখাটি সে সকল ভাইদের জন্য যারা আমার মত উচ্চ মাধমিকের পর জার্মানি তে আসতে চাই। সবাই দেখি উচ্চ মাধমিকের পর এখানে আসাটাকে অনুতসাহিত করে।আমি এর পুরাপুরি বিপক্ষে।
আমি লিখাটাকে বেশি লম্বা করব না শুধু মাত্র আমার মতামত জানাবো।
১. একটা পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্হায় গ্রাজুয়েট করার সুযোগ । ব্যাচেলর এ স্টুডেন্টরা শুধু পড়াশুনাই করে না সাথে এদের culture এবং ভাষাটা ভালো ভাবে শিখতে পারে। যেটা মাস্টার এ একটু কঠিন কারণ সহপাঠিরা হই বেশির ভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান পাকিস্তানি বা আফগানি। যাদের সাথে কথা বলার মাধ্যম ইংরেজি বা হিন্দি। ভার্সিটি তে সপ্তাহে এক ঘন্টার জার্মান কোর্স করে আর যাই হোক একটা বিদেশী ভাষা রপ্ত করা সম্ভব না।
২. চাকরির নিশ্চয়তা : আমার প্রথম এপ্লিকেশন এ ইন্টারভিউ এর দাওয়াত পাই এবং এর ২ সপ্তাহের মধ্যে joining লেটার। আমার সহপাঠীদের মধ্যে একজনের ও ১ মাসের বেশি অপেক্ষা করতে হয়নি জব পেতে যাদের মধ্যে অনেকেই অন্য দেশ থেকে আমার মত স্টুডেন্টকলেগ করতে এসেছিল। । কারো কারো তো কোর্স শেষ হওয়ার আগেই জব হয়েছে ।
৩. খরচপাতি : অনেকেই বলে ব্যাচেলর শেষ করতে অনেক ইউরো লেগে যায় । আমি দেশ থেকে আসার সময় সাথে ছিল শুধুমাত্র ২০০ ইউরো। এরপরে দেশ থেকে একটা টাকা ও আনি নাই।
এখন যেহেতু নতুন নিয়মের কারণে সকলের জার্মান ভাষাটা একটু শিখে আসতে হবে সেক্ষেত্রে পার্ট টাইম জব পেতে কারো সমসসা হবার কথা না। ইচ্ছে থাকলে শুধুমাত্র ছুটির মধ্যেই জব করে সারা বছরের খরচ জোগার করা সম্ভব।
৪. ৭-৮ বছর : অনেকেই লিখে জার্মানি তে ব্যাচেলর শেষ করতে করতে ৭-৮ বছর লেগে যায়। কথাটা ঠিক আবার ঠিক ও না। রেগুলার স্টুডেন্ট দের জন্য আসলে লাগার কথা স্টুডেন্টকলেগ ১ বছর + ৩/৩,৫ ব্যাচেলর = ৪/৪,৫ বছর। ৩ সেমেস্টার বেশি লাগতে পারে। ধরলাম খুব খারাপ করলে ৬,৫ বছর লাগতে পারে। তারপরে ওই স্টুডেন্ট এর একটা জব পেতে সে পরিমান বেগ পেতে হবে না যেটা ২-৩ বছর জব এর অভিজ্ঞতাপূর্ণ শুধুমাত্র মাস্টার শেষ করা একজন বাংলাদেশী স্টুডেন্ট এর হয।
অনেকে পড়াশুনা শেষ করে জব পাবার পর জার্মান নাগরিকত্ব নিতে চায়। ব্যাচেলর পর কেও জব পেলে ৭ বছরের মধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। শুধুমাত্র নেগেটিভ দিক গুলো না দেখে সুবিধার দিকগুলো কেও দেখানো উচিত।
লিখতে চাইলে আরো অনেক অনেক কিছু লিখা সম্ভব ব্যাচেলর এর পক্ষে। আমি যদি ব্যাচেলর শেষ করতে পারি অন্যরা কেন পারবে না। যারা আসলেই জার্মানি তে পড়াশুনা করতে আসতে চাই তারা আসুক এবং জীবনে সফল হোক এটাই আমার কামনা। এটাই তো চ্যালেঞ্জ নেয়ার বয়স।
January, 2015
ভাইয়া আমিও জার্মানিতে বি এস সি করতে ইচ্ছুক।কিন্তু সুবিধা অসুবিধা সম্পরকে বিস্তারিত জানতে চাচ্ছিলাম।so i was looking for someone who went Germany to study B.sc.so vaia if u kindly provide your email or facebook id so that i can talk with u at large. it would be a great help for me…and of course thnx for the post.
ব্যক্তিগত যোগাযোগে এজেন্সি বা দালালের খপ্পরে পড়ার অনেক উদাহরণ আছে। তাই নিরাপত্তার খাতিরে এর থেকে দূরে থাকুন, এখানে প্রশ্ন করুনঃ http://www.facebook.com/groups/BSAAG
[…] –ব্যাচেলর এবং আমার অভিজ্ঞতা […]
hello,all information really very helpful.thank you very much.
brother I need your help.I write you something about my struggle to abroad after finish my H.S.C.I passed my H.S.C with 3.60 cgpa in science background in 2012 .my SSC result is 4.19 in science background in 2010..i took IELTS exam.It score was 5.sub band 5.I tried to get student visa at the U.K,U.S.A,Spain but I was not get it.then I went to the Malaysia at the SEGI university for bsc in mechanical engineering but I do not finish any semester due to late joining there.After 8 months,I withdraw my course and cancel visa.Now I am studying B.Sc engineering in E.E.E at green university.my 36 credit finish. my cgpa 3.90 out of 4.
Brother I do not want to study Bangladesh. I want to study abroad that is my dream.Every day this is suffering to me and I am going to mentally patient.Would you please help me by providing good information and guide to study graduation in the Germany.please.
you already have lost enough time. complete bachelor first!
এখানে দেখুনঃ http://www.germanprobashe.com/archives/1546
vaia, ami dental technology nie akhn porchi.. amar iccha ami bsc ta Germany jeye korbo. cz bd te dental technology er bsc public a nei. nd medical technologist dr job niyeo onk jhamela. ami akhn 1st yr final dibo.. ami akhn theke IELTS/german language course kore processing korte chai. e khetre Germany te ki medical technology niye porar kono way ase. or amk ki korte hobe.. jodi aktu help korten please..
Please search the website, you will find several articles. Search in Bangla or English.
Asif Adnan Vhai Rockzzz 👍 Go Ahed Brother 😊
[…] ব্যাচেলর এবং আমার অভিজ্ঞতা […]
Vaiya
ami ak jaygay dekhlam proti bosor bosor block accaunt khola lage?ata ki sotti?
proti bosor naki 8000 uro joma deya lage?
plz janaben?💖💖