চাকরি এবং জার্মানি – পর্ব – ১ – এপ্লিকেশন প্রিপারেশন (১০টি টিপস)

চাকরি এবং জার্মানি – পর্ব – ২ – এপ্লিকেশন এবং রিপ্লাই

ফ্রেশ গ্র্যাজুয়েটদের বেতন কত বা কোন অঞ্চলে চাকরি বেশি? – চাকরি এবং জার্মানি – পর্ব – ৩


জার্মানিতে ফ্রেশ গ্র্যাজুয়েটদের বেতন কত বা কোন অঞ্চলে চাকরি বেশি? এই আর্টিকেল থেকে অনেকেই বেশ এক্সাইটেড! কিন্তু বাস্তবতা হল এটা এভারেজ স্যলারি হলেও অনেকে ৩০ থেকে ৩২ হাজার ইউরো/বছর দিয়েও চাকরি শুরু করছেন। তবে আশা করতে দোষ কী? এছাড়া অনেকেই ট্যাক্স এর ব্যাপারে জানতে চেয়েছেন। নিচে ট্যাক্স ক্যালকুলেটর দেয়া হল। এটা একেবারে ১০০% সঠিক হিসাব দেবে তা বলা যাবে না। তবে হিসাবে যা আসবে বাস্তবে তার সাথে পার্থক্য খুবই কম হবে।

নিচে ৪২ হাজার ইউরো/বছর স্যালারি হলে ট্যাক্স-টুক্স কেটে হাতে কত থাকতে পারে তা দেখানো হল এবং তা হল ২৭৭০০ হাজার ইউরো/বছর(প্রায়)তার মানে প্রায় ১৪ হাজার ইউরো/বছর(প্রায়) আপনার থেকে কেটে নেয়া হবে! নিচে ছবিতে বিস্তারিত দেখানো হল এবং দুইটি ক্যালকুলেটর দেয়া হল। আপনারাও ক্যালকুলেট করতে পারেন। ধন্যবাদ।


ট্যাক্স ক্লাস



ট্যাক্স ক্যালকুলেটর – ১

ট্যাক্স ক্যালকুলেটর – ২

 

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

10 thoughts on “ট্যাক্স(Income Tax) হিসাব করা – চাকরি এবং জার্মানি – পর্ব – ০৫”
    1. For 800 Euro and Tax Class 1, Approximately:

      monthly Wage Tax : 0,00 Euro
      Solidarity Surcharge : 0,00 Euro
      Sum of the Taxes 0,00 Euro

      9.35% Obligatory Pension Scheme: 74,80 Euro
      1.5% Unemployment Insurance: 12,00 Euro
      8.4% Health Insurance (incl. 1.1% from the Employee alown): 67,20 Euro
      1.425% Disability Insurance: 11,40 Euro
      Sum of the Social Security Contributions
      165,40 Euro

      Net Salary: 634,60 Euro

  1. What if I live here in Germany alone but married?? what will be my tax class?? And I am a student though.

    I suppose to be in category 1 but the they put me category 6 ! how can I change my tax category??

    please help me

Leave a Reply