DW
আমার মনে হয় না  পৃথিবীর আর কোনো দেশে ছাত্রদের কাজ করার অপশন জার্মানির থেকে বেশি আছে।  এখানে চাকুরিদাতাদের বিশেষ সুবিধা দেয়া হয় যদি তারা ছাত্রদের পার্ট-টাইম কাজ  দেয়। আমি বিভিন্ন সময় কিছু কোম্পানি তে পার্ট-টাইম কাজ করেছি।  তার মধ্যে অন্যতম হলো Daimler, Deutsche Telekom এবং HiWi  । খুব সংক্ষেপে নিচে আলোচনা করব।

Daimler: এখানে আমি পরপর ৩ বছর ২ মাস করে কাজ করেছি। সেমেস্টার ছুটিতে এখানে Ferienbeschäftigung নাম এ  একধরনের ফুল-টাইম কাজ পাওয়া যায়।  সারা জার্মানিতে ওদের অনেকগুলো শাখা আছে।  আমি করেছিলাম Wörth শহরে।  ২ মাসে প্রায় ৬০০০ ইউরো পেয়েছিলাম যেটা মেইন জব করেও  পাওয়া কষ্টকর।  কাজটা বেশ কষ্টের ছিল কিন্তু এই কষ্ট করে যদি সারা বছরের খরচ চলে আসে  তাহলে করতে সমস্যা কোথায় ? এখানে জব পাওয়া খুব সোজা।  জার্মান ভাষা পারাটাও খুব জরুরি না।  ফেব্রুয়ারী – মার্চ এর দিকে জব এর সার্কুলার আসে এই ঠিকানায় http://www.daimler.com/karriere/jobsuche/ferienjobs/

***********************একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারেন  *******************

জার্মান প্রবাসে কীভাবে চাকরি খুঁজতে হবে? (হাসিব মাহমুদ)

*******************************************************************************************

Deutsche Telekom : আমার এখন পর্যন্ত করা সব চাইতে ভালো কাজ।  এখানে ছিলাম ২ বছর Werkstudent হিসেবে।  অন্যান্য বড় বড় কোম্পানিতেও Werkstudent হিসেবে কাজ করা সম্ভব।  এই কোম্পানি গুলোতে অনেক কিসু শেখার আছে যেটা ভবিস্যতে CV তে লেখা যায়।  বেতনও ভালো।  স্টুডেন্ট হিসেবে সপ্তাহে ২০ ঘন্টা আর সেমেস্টার ছুটিতে ৪০ ঘন্টার মত করা যায় ।  আমার বেতন ছিল ১৩ ইউরো প্রতি ঘন্টা।  অনেক কোম্পানিতে ১৫-২০ ইউরো প্রতি ঘন্টা দেয়।
জব এর সার্কুলার আসে এই ঠিকানায়  http://www.telekom.com/studenten

***********************একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারেন  *******************

Student Job/ কাজ সন্ধানের জন্য করনীয়

*******************************************************************************************

HiWi : HiWi  সম্পর্কে অনেকে ইতিমধ্যে এই গ্রুপ এ পোস্ট করেছে।  একটু প্রোগ্রামিং জ্ঞান থাকলে HiWi  পাওয়া খুব সোজা।  ইউনিভার্সিটি PHD স্টুডেন্টদের  অনেক HiWi  র দরকার পরে।  ইউনিভার্সিটির নোটিশ বোর্ড এ HiWi র  সার্কুলার আসে।  ব্যাচেলর এর স্টুডেন্টরা এর জন্য ৯ ইউরো প্রতি ঘন্টা আর মাস্টার এর ১১ ইউরো পায়।  ইউনিভার্সিটিভেদে একটু কম বেশি হতে পারে।  আমি HiWi পেয়েছিলাম নিম্নোক্ত ঠিকানায় http://www.stellenwerk-darmstadt.de/start.html

***********************একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারেন  *******************

জার্মান ভাষায় চাকরির ইন্টার্ভিউর জন্য কীভাবে প্রস্তুতি নিবেন

*******************************************************************************************

এছাড়াও Macdonals , KFC , Burger King , Indian Restaurant , বিভিন্ন Zeitarbeiter কোম্পানিতে  …… কাজ পাওয়া খুব একটা কঠিন কিছু না।  এই ইনফরমেশন গুলো  থেকে কারো উপকার হলে লিখাটা  সার্থক হবে।

আরো পড়তে পারেন

জার্মানিতে স্টুডেন্ট এসিস্টেন্টশিপ বা HiWi

জার্মান কোন কোম্পানিতে চাকরি পেতে হলে কোন লেভেল পর্যন্ত জার্মান শেখা উচিত?

জার্মান ভাষায় চাকরির ইন্টার্ভিউর জন্য কীভাবে প্রস্তুতি নিবেন

জার্মান প্রবাসে কীভাবে চাকরি খুঁজতে হবে? (হাসিব মাহমুদ)

স্বপ্ন এবং বাস্তবতার জার্মান জীবন-যাপন – স্টুডেন্ট জব

খন্ডকালীন চাকরি, ডায়ামলার(মার্সিডিস-বেঞ্জ) – Ferienjob In Daimler

খন্ডকালীন চাকরির নিয়মকানুন – Laws of Part-Time Work in Germany

জার্মানিতে স্টুডেন্ট জবের ধরণ ও কাজের আইন

স্টুডেন্ট থাকা অবস্থায় জার্মানিতে পয়সা উপার্জন করার পন্থাসমূহ

mm

By Asif Adnan

ব্যাচেলর্স Hochschule Darmstadt তে শেষ করে বর্তমানে চাকরি করছি। থাকি Darmstadt তে।

Leave a Reply