ভোজন রসিকদের জন্য সুখবর। হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি কিছুদিন পূর্বে জানতে পারলাম। তাই সবার সাথে উপলব্ধিটা ভাগ করলাম। ঘি অনেকের ই প্রিয়। কিন্তু পকেটের কথা চিন্তা করে এশিয়ান দোকান থেকে কিনতে পারেন না। এই দূর্লভ খাবারটি আপনার হাতের নাগালেই আছে। নাম না জানার কারণে কিনতে পারেন না। Aldi তে পাওয়া যায় Butterschmalz নামে। আর Kaufland এ পাওয়া যায় Butaris নামে। এছাড়া, dm এ খোদ ঘি নামেই পাওয়া যায়। আপনি অন্যান্য দোকানের কথা জেনে থাকলে এইখানে প্রকাশ করুন।

তাহলে আর দেরি কেন, বাংলাদেশী বোন্ আর ভাই, সবাই মিলে ঘি খাই।

আর ঘি বানাতে চাইলেঃ

ALDI:

mm

By Rahul Majumder

মাস্টার্স থিসিস করছি/করেছিঃ AP Sensing GmbH, Böblingen (Research and Development Department)। পড়েছি/পড়ছিঃ M.Sc. in Electrical Engineering and Information Technology, Hochschule Darmstadt তে। বর্তমানে থাকিঃ স্টুটগার্ট, জার্মানিতে।

Leave a Reply