আমাদের bsaag পরিবারের অন্যতম নাম। কাজ পাগল এই ছেলেটির কথা বলে বোঝানো যাবে না, এক কথায় একাই একশ! আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তার অবদান আমাদের এই প্লাটফর্মের জন্যে অনেক। আমাদের অনেক দিনের দেখা এই ফাহিম কে দিয়ে শুরু হলো আমাদের BSAAG contributor সিরিজ। ফাহিমের প্রতি আমরা কৃতজ্ঞ সবসময়… ভালো-খারাপ সময়ে আমাদের একসাথে পথ চলা…পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরাই পৃথিবীর বুকে এক টুকরো বাংলাদেশ।
***এই BSAAG contributor সিলেকশন প্রসেসটিতে নিম্নোক্ত বিষয়গুলো নজরে রেখে নামগুলো প্রস্তাব করা হয়েছে:
১. BSAAG র নানান অংশে কমপক্ষে ছয় মাস এর কনট্রিবিউশন
২. গ্রুপ, জার্মান প্রবাসে ম্যাগাজিন এবং ওয়েবসাইট এর অবদানের প্রেক্ষিতে
৩. কাজের স্বচ্ছতা এবং অনুরোধের ভিত্তিতে টিম সাপোর্ট
৪. নীতি এবং কাজের মন মানসিকতাতে সহমত পোষন করা
৫. নিজের পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার ঠিক রেখে আমাদের সাথে একই লক্ষ্যে কাজ করার ইচ্ছা
৬. সময়ে-অসময়ে নীতি এবং লক্ষ্য এক হওয়াতে একসাথে পথ চলা
আমরা বিশ্বাস করি, যারা নিজের উন্নতি করতে পারে না, তারা অন্যের ও সাহায্য করতে পারে না। আমাদের সাথে যারা কাজ করেন, আমরা একে অপরের ভালোমন্দের দিকে খেয়াল রেখেই এক সাথে পথ চলার চেষ্টা করি। সাথে থাকুন এক সাথে পৃথিবীর বুকে গড়ে তুলি আদর্শ এক টুকরো বাংলাদেশ আমাদের নিজেদের জন্যে।
Bangladeshi Student and Alumni Association in Germany (BSAAG)
(Trusted by 50,000+ members!)