সবচেয়ে কম খরচে বিদেশে সবচেয়ে ভাল লেখাপড়ার করার জন্য সারা বিশ্বের ছাত্র ছাত্রীদের ১ নম্বর পছন্দ জার্মানী।আমাদের দেশের ছাত্র ছাত্রীদের পছন্দও তার ব্যতিক্রম নয়।জার্মানীতে যাবার নিয়ম কানুন এতদিন বেশ সহজই ছিল।তবে আমাদের বেশ কিছু সংখ্যক ছাত্র ছাত্রী blocked account নিয়ে যে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন, বিশেষ করে visa হয়ে যাবার পর blocked account এর টাকা জার্মানীতে না পাঠিয়ে যে অনৈতিক কাজ করেছিলেন, তাতে German embassy blocked account সম্পর্কিত যে নিয়মটি গত বৎসরের শেষের দিকে চালু করে তাতেতো এক সময় মনে হচ্ছিল বোধ হয় বাংলাদেশ থেকে জার্মানীতে আর কেউ পড়তে যেতে পারবেনা।কারণ টাকা পাঠানো নিয়ে বিরাট সমস্যা হচ্ছিল।
বাংলাদেশ থেকে জার্মানীতে টাকা পাঠানো যাচ্ছেচট্টগ্রামে NCC ব্যাংকের আগ্রাবাদ শাখার মাধ্যমে Germany তে blocked account এর টাকা transfer করা যাচ্ছে। Posted by Learngermanchittagong on Tuesday, February 10, 2015
আমাদের ভাগ্য ভালো যে এখন বাংলাদেশ থেকে কোন সমস্যা ছাড়াই টাকা পাঠানো যাচ্ছে।কিছু সংখ্যক ছাত্র ছাত্রীর ভুল সিদ্ধান্তের কারণে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী ক্ষতির মুখে পড়ে গিয়েছিলেন।শুধু তাই নয়, এই কারণে আমাদের ছাত্র ছাত্রীদের সততা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।দূতাবাসের অফিসার যখন কোন সেমিনারে আমার দেশের student দের সম্পর্কে fraud শব্দটি ব্যবহার করেন তখন কিন্তু কানে বড্ড লাগে।এটা মনে করার কোন কারণ নেই যে মাত্র কয়েকজন student বাংলাদেশ থেকে গত বৎসরের October এর আগে পর্যন্ত visa পাবার পর blocked account এর টাকা Germany তে transfer করেননি।এবং সেই কারণেই German embassy টাকা transfer সম্পর্কিত নূতন নিয়ম করেছে।সত্যি ঘটনা হচ্ছে visa পাবার পরে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী তাদের টাকাটা Germany তে transfer করেননি।পুরো ব্যাপারটা বিপদ সীমা অতিক্রম করার পর German Embassy টাকা transfer সম্পর্কিত নূতন নিয়ম করতে বাধ্য হয়।শুরুতে জার্মানীতে টাকা পাঠানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন আর কোন সমস্যা নেই। এখানেই আমি আমাদের student দের বিনীত অনুরোধ করতে চাই, যারা Germany তে যেতে চান দয়া করে কোন নিয়ম ভঙ্গ করবেননা।German Embassy এর সমস্ত requirements পূরন করুন, ওরা যে ভাবে চায় সেভাবেই করুন। কোন প্রতারণার আশ্রয় নেয়ার কোন দরকার নেই।কারো দ্বারা খারাপ কিছু করার জন্য প্ররোচিত হবেননা।বিদেশে যাবার যে রাস্তাটা খোলা আছে আমাদের অনৈতিক কাজ সে রাস্তাটা বন্ধ করে দিতে পারে।
বাংলাদেশে German Embassy এর Third Secretary Mr. Christian Zuerpel চট্টগ্রামের ডী স্প্রাখেতে অনুষ্ঠিত সেমিনারে নিন্মলিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেন:
১) blocked account জার্মানীর কোন একটা ব্যাংকেই করতে হবে।
২) বাংলাদেশের কোন ব্যাংকের কোন statement German Embassy আর accept করবেনা।
৩) প্রচুর সংখ্যক student, visa পাবার পর Germany তে টাকা transfer করেননি।
৪) এই প্রতারণামূলক কাজের জন্য embassy এরকম কঠোর আইন করতে বাধ্য হল।
৫) অন্য কোন দেশ থেকেও যেমন ইংল্যন্ড, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে জার্মানীতে টাকা পাঠিয়ে blocked account করা যাবে।
৬) এই আইন পৃথিবীর অনেক দেশের জন্য প্রযোজ্য।
জার্মানীতে পড়তে যাবার জন্য আপনাদের প্রচেষ্টা সফল হোক। লেখাপড়া সংক্রান্ত যে কোন তথ্য এবং এ বিষয়ে সঠিক পরামর্শের জন্য ডী স্প্রাখে আপনাদের পাশে বিরাজমান।বিনামূল্যে আমাদের সাহায্য গ্রহণ করুন, agency এড়িয়ে চলুন।
ব্লকড একাউন্ট নিয়ে সবকিছু পাবেন এখানে।
কার্টেসিঃ Learngermanchittagong
I am Waliduzzaman, I have completed my SSC examination in 2008 with GPA 3.44 in Humanities department and I also completed HSC in 2010 with GPA 3.30 is same department. Then I have completed (4) Four years Diploma course in Civil Engineering department and get 3.04. Now I want to complete BSC (Civil Engineering) course in Germany. As a result I want to know about it. So please inform me about it, which information is very needed to me take admission in Germany.
What am I eligible for BSC or Diploma course in Germany (College or University)
Please search in DAAD.de and also email to the respected person.
It is difficult to say whether you are eligible for a particular course or not.
Thanks.
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
i am reading bsc in EEE.in 4th year after complete my study i want higher degree in Germany.. please help me what can i do,and N.B.i fully ditermind for this.
Follow: http://www.germanprobashe.com/archives/161
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
I am done my ssc with 4.25 hsc 3.90 bba 3.02.i want to complete masters in German. What should i do.in Bangladesh many consultant charge higher amount. So if you help me what should i do to apply. Please
http://www.germanprobashe.com/archives/category/study-in-germany/agency-dalal