অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিলাম।
প্রায় সবগুলোতে একটা কমন মন্তব্য ছিল,”আপনার শিক্ষাগত যোগ্যতার ধারাটা বেশ মজার। ব্যাচেলর এ ইন্ডাস্ট্রিয়াল বা প্রডাকশন ইঞ্জিনিয়ারিং, মাস্টার্সে বায়োনিক্স, থিসিস ও ইউনিতে জব করেছেন মেকাট্রনিক্সে, ইন্টারভিউ দিতে এসেছেন ৩০% মেকাট্রনিক্স ও ৭০ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জবে। কিভাবে পারো ম্যান!”
আমার যুক্তি আগে থেকেই তৈরি ছিল, তবে তারা বোধহয় পুরোপুরি একমত হন নাই।
সেজন্য বলছি, মাস্টার্সের কোর্স নিদেনপক্ষে থিসিসের সাথে ব্যাচেলর ডিগ্রীর একটা সরাসরি সম্পর্ক থাকা দরকার। নইলে কোম্পানিতে হবু নিয়োগকর্তাকে রাজি করানো আসলেই কঠিন হবে। আবার অনেকেই ট্রেক পরিবর্তন করেও সফল হয়, তবে তারা আমার চেয়ে অনেক মেধাবী সেটা মানতে আমার আপত্তি নেই।