অনেকদিন ধরেই আমাদের কানে অনেক কথা আসছে যার উপযুক্ত প্রমান পাই না বলে আমরা প্রতিরোধ করতে পারছিনা। আপনি-আপনারা নিজের স্বার্থে আমাদের সাথে যোগাযোগ করুন..
অনেকেই অনেক সময় আমাদের গ্রুপে নানান পোস্টে উত্তর দিলেই শুরু হয় তাকে ইনবক্স এ নক দেয়া। এক পর্যায়ে দেখা যায় অমুক বড়ভাই-তমুক ছোট ভাই আপনাকে এডমিশন এর ব্যবস্থা করে দিবে বলে টাকা চান (ব্যাচেলর এ এই ঘটনা মারাত্তক রকম বেশি..) দেখা যায় অনেকে এইভাবে বিদেশেও চলে আসেন। এরপরে শুরু হয় অশান্তির জীবন-না ফেরা যায় দেশে, না হয় কোনো ডিগ্রীলাভ। যারা কামলা খাটতেই বিদেশে আসতে চান, তারা দয়াকরে জনশক্তি ব্যুরোতে জান সেখান থেকে কর্মী হিসেবে আসুন। ছাত্র সমাজকে কলুষিত করবেন না।
***আপনি যদি নিজে নিজে এপ্লিকেশন না করতে পারেন, মানুষ খুজতে হয়…এসেন না বিদেশে পরে জীবনটা নষ্ট হবে। আপনার কারনে আর দুই-চারটা দেশী মানুষেরও নাম ডুববে। সবকথার শেষ কথা এইভাবে কেউ আপনাদের কাছে তথ্যের বিনিময়ে টাকা/সুবিধা চেয়ে থাকলে আমাদের অ্যাডমিনদের জানান।
#money#cheating#fake