১। আপনার ভাল আমার সহ্য হয় না। সেজন্য আপনাকে প্রতি পদে পদে হেনস্তা করি।
২। আমার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে এসেছি। কিন্তু আপনি আপনার পরিবারকে সৎ উপার্জন করে সাপোর্ট দিলে আমার সহ্য হয় না।
৩। আমি আপনার কাছ থেকে টাকা ধার চাইলাম। আপনি দিলেন না। ব্যস, পুরো সমাজে আপনার বদনাম করার পবিত্র দায়িত্ব কাঁধে তুলে নিলাম।
৪। জার্মানদের সংস্কৃতি আমাদের চেয়ে মোটামুটি ভিন্ন। এটা জেনে এখানে আসার পরেও ধর্ম, সংস্কৃতির দোহাই দিয়ে তাদের নিন্দা করি।
৫। কাউকে দরকার হলে ভাই ভাই করি। আর তার দরকার পড়লে আমি তাকে চিনিই না।
৬। আপনার সফলতায় ইর্ষান্বিত হয়ে আপনার পিছে লাগলাম। ব্যর্থ হলে দলবল নিয়ে মাঠে নেমে পড়ি।

৭। সদ্য আগত ছেলে-মেয়েদের হাইকোর্ট দেখিয়ে পুরোপুরি শোষণ করি।

এসব কারণে অনেকেই বাংগালি সমাজ থেকে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলে। আমরা কি কখনোই মানুষ হবো না? এদেশ থেকে কি শিখলাম তাহলে?

mm

By Shariat Rahman

আমি বর্তমানে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্সে সায়েন্টিফিক এসিস্ট্যান্ট (Wissenschaftlicher Mitarbeiter) হিসেবে কাজ করছি। ২০০৯ সালে বুয়েট থেকে আইপিইতে ব্যাচেলর আর ২০১২ সালে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্স থেকে বায়োনিক্সে মাস্টার্স সম্পন্ন করি। অবসর সময়ে সোস্যাল মিডিয়া, আড্ডাবাজি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি।

Leave a Reply