পরশু রাতে ডুসেলডর্ফ থেকে ট্রেনে করে বাসায় ফিরছিলাম। কিছুক্ষণ আগে পড়া একটি বই পাশের সিটে রেখে হালকা ঝিমাচ্ছিলাম।
হঠাত শুনতে পেলাম একটি মেয়ের কন্ঠ, “হাই, তুমি কি বাংলাদেশি?”
ভাবলাম স্বপ্ন দেখছি না তো। তবুও চোখ খুলে ঘুম ঘুম নয়নে উত্তর দিলাম, “হ্যা, কিন্তু তুমি কিভাবে বুঝলে?”
মুচকি হেসে মেয়েটি বলল, “তোমার বইয়ের কভার দেখে।”
সাদা চামড়ার একটি মেয়ে বাংলা পড়তে পারে সেই উত্তেজনায় ঘুম পালিয়ে গেল। মেয়েটার সাথে থাকা আরো কয়েকজন ছেলে-মেয়ে আমার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকাল। মেয়েটি তার সম্পর্কে বলল, “আমি কানাডা থেকে এসেছি। এরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আমরা খ্রিষ্টীয় মিশনের মাধ্যমে সারা বিশ্বে যিশুর বাণী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। কয়েক বছর আগে আমরা ঢাকা ও খুলনায় গিয়েছিলাম। তোমাদের দেশটা অনেক সুন্দর। মানুষগুলোও অতুলনীয়।”
অনেকক্ষণ ধরে গল্প করলাম আমরা। ওরা নেমে যাওয়ার পর গর্বে বুকটা ভরে গেল।
“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।”
how can i take M.Phil admission in Germany?
i had completed BBA & MBA.
Thank you
http://www.germanprobashe.com/archives/161