আমরা অনেক সময়ই সু-সময়ের বাহবা নেই নিজে কাজ না করে। আমরা BSAAG এর প্লাটফর্ম থেকে নানান সময় ছাত্রদের এবং অ্যালুমনাইদের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে থাকি। আমাদের অক্লান্ত পরিশ্রম আর নানান কাজের কথা অনেক সময়ই ভদ্রতা করে প্রকাশ করি না, ভাবি বড়াই করা হয়ে যাবে। অনেক সময় এই সরলতার সুযোগটি উঠতি তরুণ সমাজ তাদের জনপ্রিয়তার জন্যে ব্যবহার করেন। তাদের জন্য নিচের GIF টিঃ
তবুও বলি, রেগে গেলেন তো হেরে গেলেন! 😀
যেভাবে শুরু হল MRP পাসপোর্ট মুভমেন্টঃ
গ্রুপে Poll তৈরী করা হয় জানুয়ারী ৩০, ২০১৫! দেখতে পাবেন এই লিংকে ক্লিক করলে!
কাজটি আবার ত্বরান্বিত হয় এই পোস্টটির কথা নিয়ে,শুরু হয় আলাপ এর পরের পদক্ষেপ কি হতে পারে। এপ্রিল ৮, ২০১৫ শুরু হলো পোলের উল্লেখিত সদস্যদের সাথে কার্যক্রম। পোস্টটি দেখতে পারবেন এই লিঙ্কেও
ইমেল করার প্রচেস্টা নিয়ে করা হল মেসেজ থ্রেড, বলা হল কীভাবে কে কী করবেন!
সবাই জানিয়েছেন মেইল পাঠানোর পরে এবং আমরা জানি করা কীভাবে সহায়তা করেছেন। একের বোঝা, দশের লাঠি! সবার সহায়তা ছাড়া এইভাবে কাজটি করা সম্ভব ছিল না। তাই আরো একবার কৃতজ্ঞতা সবার প্রতি! আপনারাই এই সফলতার পূর্ণ ভাগীদার।
নতুন তৎপরতা এবং আমাদের সন্দেহঃ
লক্ষ্য করুন এপ্রিল ২০ ,২০১৫ হঠাৎ করে শুরু হয় নতুন তৎপরতা! ভাবলাম নানান মুনির নানান মত, তারপরেও সবার যদি উপকার হয় দোষের কি আছে? কার্ক্র্মটিতে বলা হয়েছে সংগঠকরা মে মাসের ৪ তারিখ যাবেন এম্বাসিতে স্মারকলিপি জমা দিতে! উল্টোদিকে আমরা অর্থাৎ BSAAG এর প্রায় 50,০০০+ সদস্য আমাদের কার্যক্রম শেষ করে অপেক্ষা করছি ফল পাওয়ার।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি হঠাৎ করে নিচের পোস্টটি(যেখানে আবারো বলা হয় যে ৪ই মে তারা কাজ নক করবেন এম্ব্যাসিকে) গায়েব হয়ে যায়!
নিচের ছবিতে দেখুনঃ শুরু হল মিথ্যা বাহবা নেয়া, যেখানে তারা কিছু সাবমিটই করে নি! তাতেই এই অবস্থা! মজা না! 🙂
এমব্যাসি তাদের ফি পুনর্বিবেচনা এর কারণ আমাদের করা ইমেলের মাধ্যমে ব্যাপারটা সম্পর্কে অবগত হয়ে ব্যবস্থা নেয়া! তাই নয় কী?
বিশেষ দ্রষ্টব্যঃ “YES WE DONE” দেখে হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে গেছে। অনন্ত “জ্বলিল” ইংলিশ এর যোগ্য উত্তরসূরি!
যাই হোক, মজার ছলে অনেক কথাই হল, কিন্তু BSAAG থেকে আমাদের নিঃস্বার্থ কাজগুলোর কপি পেস্ট করে সস্তা বাহ্বা নেয়ার জন্যে আমাদের গ্রুপে বসে থাকেন,
তাদের সাথে যারা তাল মেলান,
তাদের কাছে এবং আমাদের সদস্যদের কাছে প্রশ্নঃ-
আপনার বিবেক কী বলে?
MRP পাসপোর্ট এখন থেকে করা যাবে বার্লিনে
জনস্বার্থেঃ
বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এল্যাম্নাই এ্যাসোসিয়েশন ইন জার্মানি
(ট্রাস্টেড বাই 50,০০০+ মেম্বার্স)
[…] […]
[…] ‘যার ধন তার ধন নয়, নেপোয় মারে দই’: কীভাব… […]
[…] ‘যার ধন তার ধন নয়, নেপোয় মারে দই’: কীভাব… […]