
তাঁর অনুষদের একটা কালচারার প্রোগ্রামে যাবার আমন্ত্রণ পাই । আমাকে আর অবাক করে দেয় যখন তাঁর মুখ থেকে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় নজরুলের কবিতা শুনি। সর্বশেষে তাঁর হাতে রাঁধা পেঁয়াজুর টেস্ট নেয়া হইনি রোজা থাকাই কারনে। (যদিও পারত পক্ষে কোন ভোজন মিস করার দলে নেই তাতে যদি বিডির ফ্লেবার থাকে তাহলেত আর কথাই নেই ! আজব পৃথিবী তার চেয়েও আজিব এই পৃথিবীর মানুষ।
[…] আজব পৃথিবী তার চেয়েও আজিব এই পৃথিবীর ম… […]