লিখেছেন Nawrid Jahan
ছোট বড় কিছু ঘটনার মধ্য দিয়ে সেদিন বেশ ভাল দিন কাটালাম ।পথের মাঝে হটাৎ এক মেয়েকে দেখে কিঞ্চিত অবাক হলাম… আমাদের দেশের পতাকা পরে আছে একটা জার্মান মেয়ে ।।কৌতূহল বশত জিজ্ঞাসা করে জানতে পারলাম সে আমাদের দেশের কালচার,ভাষা তে তার অনেক আগ্রহ।এমনকি সে রীতিমত বাংলা শেখার বই নিয়ে ঘুরে বেরায়। শেষপর্যন্ত আমাকে প্রস্তাব করে আমরা যেন একে অপরের টেনডর পার্টনার হই।আমি তাঁকে বাংলা শেখাব সে আমাকে জার্মান ভাষা। এমনকি বাংলাদেশে যাবার প্ল্যান আছে তাও আবার ট্রেন এবং গাড়ি করে… ।।

তাঁর অনুষদের একটা কালচারার প্রোগ্রামে যাবার আমন্ত্রণ পাই । আমাকে আর অবাক করে দেয় যখন তাঁর মুখ থেকে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় নজরুলের কবিতা শুনি। সর্বশেষে তাঁর হাতে রাঁধা পেঁয়াজুর টেস্ট নেয়া হইনি রোজা থাকাই কারনে। (যদিও পারত পক্ষে কোন ভোজন মিস করার দলে নেই তাতে যদি বিডির ফ্লেবার থাকে তাহলেত আর কথাই নেই !
আজব পৃথিবী তার চেয়েও আজিব এই পৃথিবীর মানুষ।
mm

By Nawrid Jahan

This is Nawrid from Dhaka Bangladesh, doing Masters in International Economics and Public Policy at University of Mainz.

One thought on “আজব পৃথিবী তার চেয়েও আজিব এই পৃথিবীর মানুষ।”

Leave a Reply