যাদের জার্মান ভাষা নিয়ে কোন আইডিয়াই নেই, তারা ঘুরে আসুন এখান থেকে!
বামে জার্মান/ডয়েচ এবং ডানে ইংরেজি দেয়া আছে। আশা করি বুঝতে কারো আসুবিধা হবে না। এছাড়া, মাঝখানে “কারক” এর ব্যবহারবিধি দেয়া আছে। এই ব্যাপারে এখানে (জার্মান গ্রামার) বিস্তারিত পাবেন! একটু খুঁজে নিতে হবে। “সার্চ” অপশন এক্ষেত্রে আপনার সহায় হবে! 🙂
সূত্রঃ German Language Learners (Wir lernen Deutsch)