এখানে আপনারা জার্মানিতে রোজার সময়সূচী, বিশেষ করে বার্লিন, হামবুর্গ, মিউনিখ, কোলন এবং ফ্রাঙ্কফুর্টের সঠিক সময় জানতে পারবেন।
আমরা এটাও আশা করছি যে বিভিন্ন শহরে আপনাদের রোজা এবং রমজানের বিভিন্নমুহুর্ত আমাদের ওয়েবে শেয়ার করবেন!
সবাইকে ধন্যবাদ।
তথ্যসূত্রঃ www.ramadanmonth.com, iccworldcuplivescore
বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশে হয়ে গেল আমাদের ৯টি সেমিনার!
জার্মানিতে গ্রীষ্মে সূর্যোদয় আর সূর্যাস্তের মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টার ব্যবধান৷ অর্থাৎ রোজা রাখা মানেই এই লম্বা সময় কিছু না খেয়ে থাকা৷ বিশেষ করে, যাঁরা শারীরিক পরিশ্রম করেন৷ সূত্রঃ DW