‘প্রবাস ফ্যাক্ট’ পোস্টে বলেছিলাম, জার্মানরা কিঞ্চিৎ মাথামোটা। আবার বেশ কিছু পাবলিক অনেক গোয়ার ও জেদি।
দেখেন না, এক ভদ্রলোক আইন অনুযায়ী তার ডিভোর্সি বউকে সবকিছুর অর্ধেক অংশ দিয়েছে। :3
ভাগ্যিস, পোলাপানদের অর্ধেক করে বাটোয়ারা করার নিয়ম নাই!
জার্মানির বুকে এক টুকরো বাংলাদেশ
‘প্রবাস ফ্যাক্ট’ পোস্টে বলেছিলাম, জার্মানরা কিঞ্চিৎ মাথামোটা। আবার বেশ কিছু পাবলিক অনেক গোয়ার ও জেদি।
দেখেন না, এক ভদ্রলোক আইন অনুযায়ী তার ডিভোর্সি বউকে সবকিছুর অর্ধেক অংশ দিয়েছে। :3
ভাগ্যিস, পোলাপানদের অর্ধেক করে বাটোয়ারা করার নিয়ম নাই!
আমি বর্তমানে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্সে সায়েন্টিফিক এসিস্ট্যান্ট (Wissenschaftlicher Mitarbeiter) হিসেবে কাজ করছি। ২০০৯ সালে বুয়েট থেকে আইপিইতে ব্যাচেলর আর ২০১২ সালে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্স থেকে বায়োনিক্সে মাস্টার্স সম্পন্ন করি। অবসর সময়ে সোস্যাল মিডিয়া, আড্ডাবাজি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি।