লার্ন জার্মান টিম মেম্বার
আমাদের লিখুন আপনার ব্যক্তিগত ইচ্ছার কথা [email protected] অথবা মেসেজ দিন এখানে।
আপনি কি জার্মান ভাষা শিখছেন বা শিখার চেস্টা করছেন বা শিখতে আগ্রহী ?
কিন্তু সময় সুযোগ পাচ্ছে না ?
কিংবা গোয়েটে ইন্সটিটিউটের এতটাকা ফি দিয়ে শেখা সম্ভব হচ্ছে না ?
কিন্তু মন থেকে চাইছেন সত্যিকার অর্থেই জার্মান ভাষা শিখতে ?
তাহলে আজই চলে আসুন আমাদের সাথে ।
ফেসবুকে প্রতিদিনই আমরা কত সময় অযথা নস্ট করি , দিনের শেষে হিসেব করলে দেখা যাবে অযথাই ফেসবুক বা অনলাইনে নিজের অজান্তেই ঘন্টার পর ঘন্টা নস্ট হচ্ছে। এখন থেকে প্রতিদিন কিছুটা সময় আমাদের সাথে লার্ন জার্মান ল্যাগুয়েজ টিমের সাথে দিয়ে নিজেও জার্মান ভাষা শিখুন অন্যকে শিখতে সাহায্য করুন।
পদের নাম – লার্ন জার্মান টিম মেম্বার
কাজের বিবরণ/ দায়িত্বসমূহ
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় টিম লার্ন জার্মানের জন্য দিতে হবে। জার্মান ভাষা সম্পর্কিত নতুন নতুন আর্টিকেল লেখা, ফেসবুক গ্রুপে পাব্লিশ করা ও বিভিন্ন গ্রুপে সেগুলো শেয়ার করতে হবে ।
২. জার্মান ভাষা শেখা গ্রুপ ও জার্মান প্রবাসে ওয়েবসাইটের প্রচারনা চালাতে হবে। টাইম টু টাইম বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্লগ বা ইউনিভার্সিটি, সেমিনার বা প্রোগ্রামে টিম জার্মান প্রবাসেকে সাহায্য সহযোগিতা করতে হবে।
৩. টিম লার্ন জার্মানের সাথে যোগাযোগ রাখতে হবে এবং টিম লার্ন জার্মান থেকে প্রদও নির্দেশনা অনু্সরন করতে হবে।
৪. জার্মান ভাষা শেখার প্রতি আগ্রহ থাকতে হবে।
৫. জার্মান প্রবাসের অন্যান্য সহযোগি সংগঠনের কার্যক্রমে প্রয়োজনে সহযোগিতা করতে হবে।
কাজের ধরন
অনলাইন ও অফলাইন (ক্ষেত্র বিশেষে ) ।
যোগ্যতা
১। ভলন্টিয়ারি ওয়ার্ক ও অনলাইনে কাজ করতে আগ্রহী হতে হবে। পুর্ব অভিজ্ঞতা সম্পন্নরা প্রাধান্য পাবেন ।
২। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কাজের সম্পর্কে ধারনা থাকতে হবে।
৩। জার্মান ভাষার ব্যাসিক বা প্রাথমিক লেভেল সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন।
৪। জার্মান ভাষা শেখার প্রতি আগ্রহী হতে হতে হবে ।
বিনিময়ে আপনি কী পাবেন?
১. জার্মান ভাষা শেখার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা পাবেন । পাশাপাশি জার্মানিতে উচ্চশিক্ষার ব্যাপারেও সাহায্য ও সহযোগিতা পাবেন।
২. টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক করার সরাসরি সুযোগ ও টিম কাজ করার অভিজ্ঞতা পাবেন।
৩. ভলন্টিয়ারি ওয়ার্কের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবেন ।
লার্ন জার্মান ভলন্টিয়ার টিমে জয়েন করুন নিজে জার্মান শিখুন, অন্যকেও জার্মান ভাষা শিখতে সহযোগিতা করুন ।
আমাদের লিখুন আপনার ব্যক্তিগত ইচ্ছার কথা [email protected] অথবা মেসেজ দিন এখানে।