খুব সাধারন কিছু ভুল আমরা অহরহ করে থাকি এবং বারবার এই প্রশ্নই শুনতে হয়… কি কি নোটারি করবো, সার্টিফায়েড কপি কি এবং কেন?
যখন কোনো ডকুমেন্ট এর ফটোকপি জমা দেয়া হয় অনেক সময় এর সত্যতা যাচাই করার জন্যে সার্টিফিকেট এর নোটারি করতে হয়। এর পরিবর্তে কোনো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস এবং এম্বাসি থেকেও অল্প ফি এর বিনিময়ে সারটিফায়েড কপি নেয়া যায়। মনে রাখতে হবে, যদি কোনো ডকুমেন্ট বাংলাতে থাকে তার ইংরেজি অনুবাদ সারটিফায়েড কোনো অনুবাদ কেন্দ্র থেকে করিয়ে অরিজিনাল ডকুমেন্ট এর কপি এবং অনুবাদ এক সাথে অ্যাটাচ করে নোটারি করতে হয় ।
আপনি জার্মান এম্বাসি, ঢাকা থেকেও করে নিতে পারেন যা জার্মানিতে গ্রহনযোগ্য…একটু উনিভার্সিটি ওয়েবসাইট এ দেখে নেয়া ভালো কোনটা তারা চাচ্ছে-নোটারি নাকি এম্বেসী কর্তৃক সত্যায়িত
একটা ছোট্ট চেকলিস্ট…..
কি কি নোটারি করতে হয়?
১. যে কোনো একাডেমিক সারটিফিকেট
২. মার্ক শিট
কি কি নোটারি করতে হয় না?
১. রেকমেনডেশন লেটার
২. ielts সার্টিফিকেট (কেউ কেউ আবার নোটারি চায়!)
৩. পাসপোর্ট
৪. জব সার্টিফিকেট
[…] […]
Do i have to notari my recommendation letters or not? Can i submit its photocopy?
Rec. Letters are supposed to be original. So there is no point of making photocopies of them. 🙂
PS: Please have a look into the application requirements.
Is it necessary to add Notarization Statement with each notarized certificates ?
For all the documents, one statement is sufficient.
One of my friends suggest me to submit ORIGINAL Academic Transcripts each and every application. Is it true? Can I submit notarized copy of it?
Thanks in advance
নোটারি দিলে হয়। আর অরিজিন্যাল ডকুমেন্ট একটাই থাকে।
Bhaiya, I don’t want to submit original copy of my recommendation letter. Will there be any problem?
May be. Please ask directly to the univ. Thanks.
Do i have to send notarization statement along with notarized copies? If yes, then do i have to send a separate notarized statement for each course?
Hello Sir,
One German university is stating as below. Is notary workable for all below?
Your school-leaving certificate (officially-authenticated copy)
Possibly: Your current university certificates (degree certificate / overview over all subjects and grades, grading system of the university – officially-authenticated copy)
Possibly: Proof of degree-course related practical activities (copies)
Proof of the required language certificates or the registration for the language test (officially-authenticated copy)
Can I submit the photocopy of my Award/training certificate along with Job experience certificate? Without notarization?
yes