খুব সাধারন কিছু ভুল আমরা অহরহ করে থাকি এবং বারবার এই প্রশ্নই শুনতে হয়… কি কি নোটারি করবো, সার্টিফায়েড কপি কি এবং কেন?

যখন কোনো ডকুমেন্ট এর ফটোকপি জমা দেয়া হয় অনেক সময় এর সত্যতা যাচাই করার জন্যে সার্টিফিকেট এর নোটারি করতে হয়। এর পরিবর্তে কোনো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস এবং এম্বাসি থেকেও অল্প ফি এর বিনিময়ে সারটিফায়েড কপি নেয়া যায়। মনে রাখতে হবে, যদি কোনো ডকুমেন্ট বাংলাতে থাকে তার ইংরেজি অনুবাদ সারটিফায়েড কোনো অনুবাদ কেন্দ্র থেকে করিয়ে অরিজিনাল ডকুমেন্ট এর কপি এবং অনুবাদ এক সাথে অ্যাটাচ করে নোটারি করতে হয় ।

আপনি জার্মান এম্বাসি, ঢাকা থেকেও করে নিতে পারেন যা জার্মানিতে গ্রহনযোগ্য…একটু উনিভার্সিটি ওয়েবসাইট এ দেখে নেয়া ভালো কোনটা তারা চাচ্ছে-নোটারি নাকি এম্বেসী কর্তৃক সত্যায়িত

http://www.google.de/imgres?imgurl=http%3A%2F%2Fwww.visalady.com%2Fimages%2FCertified-Court-Documents-2.jpg&imgrefurl=http%3A%2F%2Fwww.visalady.com%2Fcertified-court-documents-worldwide.html&h=216&w=300&tbnid=sjdZjnRvLPyyKM%3A&zoom=1&docid=1O-r69YZZIfMmM&ei=kqWbVYzdKYK3swHY4I64Cg&tbm=isch&iact=rc&uact=3&dur=1041&page=2&start=23&ndsp=27&ved=0CG8QrQMwGQ

একটা ছোট্ট চেকলিস্ট…..

কি কি নোটারি করতে হয়?

১. যে কোনো একাডেমিক সারটিফিকেট

২. মার্ক শিট

 

কি কি নোটারি করতে হয় না?

১. রেকমেনডেশন লেটার

২. ielts সার্টিফিকেট (কেউ কেউ আবার নোটারি চায়!)

৩. পাসপোর্ট

৪. জব সার্টিফিকেট

 

Notarization Statement Sample (Notary Public)

mm

By Tanzia Islam

Tanzia Islam is an admin of BSAAG, learn german and Germanprobashe.com this is a volunteer work from her side for the Bangladeshi community. She is also an admin of Free Advice Berlin. Her volunteer activities are related to educational development, city development and environmental protection. Tanzia is a freelance writer and researcher. Currently she is a doctoral researcher at Technical University of Berlin.

13 thoughts on “কি কি নোটারি করতে হয় আর কি কি কেবলমাত্র ফটোকপি দিলেই চলে…the need of notary”
    1. Rec. Letters are supposed to be original. So there is no point of making photocopies of them. 🙂

      PS: Please have a look into the application requirements.

  1. One of my friends suggest me to submit ORIGINAL Academic Transcripts each and every application. Is it true? Can I submit notarized copy of it?
    Thanks in advance

  2. Do i have to send notarization statement along with notarized copies? If yes, then do i have to send a separate notarized statement for each course?

  3. Hello Sir,
    One German university is stating as below. Is notary workable for all below?

    Your school-leaving certificate (officially-authenticated copy)
    Possibly: Your current university certificates (degree certificate / overview over all subjects and grades, grading system of the university – officially-authenticated copy)
    Possibly: Proof of degree-course related practical activities (copies)
    Proof of the required language certificates or the registration for the language test (officially-authenticated copy)

Leave a Reply