May 19th থেকে german embassy online application এর নিয়ম চালু করেছে। আমি date নিলাম 4 june. এখন চিন্তা করতে থাকলাম ielts নিয়ে। যেহেতু একটা ব্যান্ড এ 5.5 আছে। কিছু লোকের সাথে কথা বললাম কি করব? সবাই বলল retake your ielts. Embassy interview ই দিতে দিবে না , আর যদি তুমি জোর করেও দাও result আসবে যে ভিসা হয় নাই। আমি ৩ জনের সাথে কথা বলেছি এমন যে ওদের ভিসা হয় নাই শুধু ielts এর একটায় 5.5 ছিল but তাদের দুই জনের ই overall 6 ছিল। একদিনের ভিতরই সিদ্ধান্ত নিলাম যে আবার ielts দিব। পরদিন appointment cancel করলাম এবং ielts এর জন্য registration করলাম। পড়তে পারলাম না ঠিকমতো কিছু family problem এর জন্য। তাই এইবারও একি সমস্যা । writing এ আসলো 5.5. কি আর করা। ২৯ তারিখ আবার appointment নিলাম এবং সিদ্ধান্ত নিলাম আগের ielts score টাই show করব। আস্তে আস্তে সব documents ready করলাম এবং জার্মানি ও আমার শহর সম্পর্কে উইকিপিডিয়া ও গুগল থেকে জ্ঞান নিতে থাকলাম।

এপ্লিকেশন, ব্লকড একাউন্ট এবং হেলথ ইনস্যুরেন্স – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ১

স্টুডেন্ট ভিসা এপয়েন্টমেন্ট এবং ফর্ম পূরণ – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ২

স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ৩

আর একটা বড় problem হল dormitory space. আমি অ্যাপ্লাই করে রাখছিলাম সেই মার্চ মাসে কিন্তু ওরা কোন reply করে নাই। কয়েকবার email পাঠানোর পর একদিন reply দিল যে july থেকে ওদের allocation start হবে এবং আমার application ওরা পেয়েছে। তারপর ও আমি booking.com থেকে একটা hotel এক মাসের জন্য book করে রাখলাম যেহেতু কোন টাকা লাগতেছে না। আর যদি এমন কোন বুকিং দিতে হয় তাহলে অবশ্যই যে দিন জার্মানি যেতে চান ওই দিন থেকে দিন। interview এর দিন embassy তে জাওয়ার পর ওরা আপনার সব ডকুমেন্ট গুলা একটা লিস্ট অনুযায়ী সাজাতে বলবে। লিস্ট টা এইরকমঃ

  1. Original Passport (1photo inside)
  2. Application form
  3. Language Certificate (ielts/german language)
  4. Block account document
  5. Accommodation document
  6. Insurance
  7. ssc certificate
  8. ssc transcript
  9. ssc registration card
  10. ssc admit card
  11. hsc certificate
  12. hsc transcript
  13. hsc registration card
  14. hsc admit card
  15. bsc certificate
  16. bsc transcript
  17. passport photocopy

একটা অরিজিনাল সেট এবং অন্য দুইটা photocopy set. পারলে scan করে print out করবেন যাতে স্পষ্ট বোঝা যায় সব।

ঠিকভাবে ফর্ম fill up করাটা খুব জরুরি। আমার ফর্ম টা দিয়ে দিচ্ছি। May be this will help you. 234

                            স্টুডেন্ট ভিসা ফর্ম (visa form) যেভাবে পূরণ করবেন (উদাহরণ)

এপ্লিকেশন, ব্লকড একাউন্ট এবং হেলথ ইনস্যুরেন্স – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ১

স্টুডেন্ট ভিসা এপয়েন্টমেন্ট এবং ফর্ম পূরণ – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ২

স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউ – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ৩

 

mm

By Shifat Tanjim

পড়ছি/পড়বঃ MSc. in Electrical Engineering, Kempten University of Applied Sciences, জার্মানিতে। American International University-Bangladesh, Class of 2014 · BSc · EEE · Dhaka, Bangladesh

31 thoughts on “স্টুডেন্ট ভিসা এপয়েন্টমেন্ট এবং ফর্ম পূরণ – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ২”
  1. Thanks for this very important post. I have two confusions still. One is about Number of Travel Document. I have one old passport and I have to submit that also with the new valid one since it is the Vissa requirement. So what should I write in the number of travel document? Number of passport is two but by type both are passport!
    Another problem is about accommodation. I have booked a bedin the group room for 7 days in the youth hostel and also applied for a single room in the studentwerk but still in the waiting list.. Which address should I write in the form?
    Please help me out.

      1. Thanks.
        What about accommodation address? Should I write the address of dorm where I am still on the waiting list or the address of the youth hostel where I have booked a bed?
        Thanks in advance.

  2. Would u kindly let me know that scholarship holder mother with a special kid can get student visa for Germany? I have been already refused from Australia though i have been awarded a full funded phd scholarship from university of Macquarie. Please let me know as early as possible if u have this information.

    1. We have information that during visa interview, visa officers do not really look for registration cards.
      But according to German Embassy, you should bring them. Thanks.

  3. Study gap bolte ki bujhe nibo…..karon amr hsc te 2 years gap cilo …akbar Appendix er operation korte hoichilo exam er moddhe arekbar improve diyechilam ……

    1. আপনার এই গ্যাপটি আপনি সঠিকভাবে ভিসা অফিসার বা সংশ্লিষ্ট অথোরিটি যদি জানতে চায়, তবে জানাতে হবে। আপনার কারণগুলো যৌক্তিক হলে ভয়ের কিছু নেই।

  4. ফরম টা কি হাতে পূরণ করলে হবে নাকি PDF editor দিয়ে পূরণ করতে হবে, জানালে খুশি হতাম। আর PDF editor দিয়ে পূরণ করলে ফন্ট সাইজ কত দেওয়া লাগে? ধন্যবাদ ।

  5. My offer letter has been sent through the mail by the university. In the time of VISA interview if I show the printed copy of the letter which was sent through mail, will it be acceptable? or I have to bring the original signed copy of the letter which usually received by post? Looking forward to your kind response.

  6. I want avail the october/17 session. All appointments for visa interview are booked in july. Appointment from august is available only. Should I proceed for early appointment? If so, How? Is it really possible?
    or, is it a sufficient time to obtain visa if I take appointment in 1st day of august?. I need your suggestion.

    Seceondly, I am working in a private institution. If I have to express current affiliation, will the Embassy demand No Objection Certificate from the institution? or I should collect it? Looking forward to your kind response.

  7. ami university of jena thaka offer letter paisi, drom ar jonno apply korsi tara akta pdf letter disen tend number disen, ami visa application form a kun address dibo bujtasi na. ami privet school ar teacher job kori so amar ki school thaka NOC lagba. august ar last amar interview. please suggest me.

    1. ইউনিভার্সিটি ডর্ম এর এড্রেস দেন এবং পারলে BOOKING.com এ হোতেল বুকিং দেখাতে পারেন যেটা পরে ক্যান্সেল করা যায়, NOC লাগে না, লাগলে বলবে।

Leave a Reply