যারা এখনও এজেন্সি/দালালদের পিছনে ছুটছেন বিদেশে পড়াশুনার জন্য, এখানে দেখুন যমুনা টেলিভিশন এর অনুসন্ধানী রিপোর্ট তাদের সকল প্রতারনার চিত্র !!!

এই প্রথম কোন টিভি রিপোর্টে বাংলাদেশের বড় দালাল রাগব বোয়ালদের প্রতারণা অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। বিদেশে পড়তে আসার প্রায় ৯০% স্টুডেন্ট প্রথমেই এই দালালদের কাছে যায়। আর এই রাগব বোয়ালদের নিয়ে এর আগে কখনোই এইভাবে সরাসরি কোন প্রতিবেদন হয়নি। আশা করি, অনেক স্টুডেন্টই এই প্রতিবেদন থেকে শিক্ষা নিয়ে এদের কাছ থেকে দূরে থাকবে। আর সবার কাছে একটা অনুরোধ এই লিংকটা এই গ্রুপের সবাই তার নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করে ছড়িয়ে দিন। অনেকেই উপকৃত হবে।

Investigation 360 Degree EP 23 Shopno Babosha


ধন্যবাদ Md Mahbub Alam কে আমাদের গ্রুপের (https://www.facebook.com/groups/BSAAG/) সাথে শেয়ার করার জন্য।

এই ভিডিওটি বারবার ডিলিট করা হচ্ছে। যদি উপরে ভিডিওটি না দেখতে পারেন, এখানে ক্লিক করে দেখুন। ধন্যবাদ।


dalal

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

2 thoughts on “এজেন্সি/দালালদের ব্যাপারে টিভি প্রতিবেদন”

Leave a Reply