জার্মানি!স্বপ্নের দেশ, কারো কারো জীবনের একমাত্র লক্ষ্যই হয়তবা জার্মানি পাড়ি দেয়া।বিশ্বায়নের এই যুগে জার্মানি যাওয়া এখন কোনই বড় ব্যাপার না।কিন্তু জার্মান ভাষা?!খোদ Mark Twain এ ভাষাকে Awful বলে অভিহিত করেছেন!কাজেই জার্মান ভাষা যে ছেলের হাতের মোয়া নয় তা বলাই বাহুল্য!
কিন্তু আবার মনে করিযে দিচ্ছি, যুগটা বিশ্বায়নের।কাজেই তেঁতো এই ভাষাটিকে সহজে গলধ:করণের উপায় এখন ইন্টারনেট এ একটু খুঁজলেই পাওয়া যাবে।এ ভাষায় অঙ্কের মত কিছু নিয়ম বা সূত্র আছে। যখনই এই সূত্রগুলো মাথায় বসে যাবে, দেখবেন, মুখ থেকে বাতাসের মত কেবল জার্মান বের হচ্ছে!
জার্মান ভাষাঃ উচ্চারণ শুনুনঃ http://goo.gl/SqAtty
জার্মান ভাষা শিখতে ফেসবুক গ্রুপ:www.facebook.com/groups/BSA.learngerman/
যেকোন প্রশ্নেঃwww.GermanProbashe.com/forum
আজকে BSAAG এর পক্ষ থেকে আপনাদের কয়েকটি সহজ উপায় বলে দিচ্ছি:
*জার্মান ভাষায় সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল Verb Position। প্রাথমিকভাবে একে V2-language বলা হয়, কারন Verb সবসময় Second Position এ বসে। তবে অন্য যেকোনো ভাষার মত জার্মান ভাষাতেও বিভিন্ন ধরনের Sentence হয়। Sentence ভেদে Verb এর position ও ভিন্ন হয়। জার্মান ভাষার দুই ধরনের Sentence হল :
১।Hauptsatz
২।Nebensatz
আজকে আমরা Hauptsatz নিয়ে কথা বলব।
Hauptsatz/Principal Sentence
Examples-
1. Er kommt morgen. (Hauptsatz/ principal sentence)
অর্থাৎ Subject + Verb + Object = principal sentence
Er (subject) kommt(verb) morgen.
একই Sentence কে অন্যভাবেও লেখা যায়:
Morgen kommt er.
এক্ষেত্রে ‘morgen’ অর্থাৎ সময়কে প্রাধান্য দেয়া হচ্ছে। সাধারণত একটি বড় sentence লেখার ক্ষেত্রে time-verb-subject এই structure টা ব্যাবহার করা হয়।
Heute fahre ich nach Deutschland.
এখানে,
Heute-time
fahre- verb
ich-subject
আরেকটি উদাহরণ হল
Er geht morgen nach Berlin.
2. Wann kommt er?
Woher kommen Sie?
Was machst du?
এগুলোকে W-Frage বা W-questions বলে।
(1) এবং (2) examples দুটো আরও একবার দেখি :
- Er geht morgen nach Berlin.
- Morgen geht er nach Berlin.
দুটো Sentence একই অর্থ বহন করছে। কিন্তু দুটো sentence এর মধ্যে জোর বা emphasize করা হচ্ছে দুটো ভিন্ন বিষয়ে। প্রশ্নের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করা যাক :
- Wohin geht er morgen? (তিনি আগামীকাল কোথায় যাবেন?)
-Er geht morgen nach Berlin.(তিনি আগামীকাল বার্লিনে যাবেন।) - Wann geht er nach Berlin? (তিনি কখন বার্লিন যাবেন?)
–Morgen geht er nach Berlin. (আগামীকাল তিনি বার্লিন যাবেন।)
3. Kommt er morgen?
Gehst du nach Hause?
এগুলোকে Ja/nein Frage বা Yes/No question বলে।এ ধরণের প্রশ্ন তৈরিতে verb সবসময় First position এ বসে এবং উত্তর হ্যাঁ/না তে হয়।
4. জার্মান এ Past perfect বোঝানোর জন্য haben বা sein verb এর conjugation করা হয় এবং একই সাথে প্রধান verb এর partizip 2 বা Participle form হয়।
এখানে বলে রাখি, German ভাষাতে বাংলা ভাষার মতই Subject এর সাথে সাথে Verb এর form বদলে যায়।এই বিষয়টিকে conjugation বলে। যেমন-
আমি খাই–Ich esse.
তুমি খাও–Du isst.
বাংলাতে আমরা “তুমি খাই” বা “আমি খাও“ বলিনা। ঠিক তেমনি Germanরাও Verb এর চেহারা পরিবর্তন করে করে ব্যাবহার করে।
নকল কথা রেখে আসল কথায় আসি!জার্মান এ Past perfect বোঝানো হয় এভাবে-
- Ich habe gestern ein Buch gekauft
- Gestern habe ich ein Buch gekauft
এখানে,“kaufen“ verb এর Partizip 2 form হল gekauft আর haben হল auxilary verb.
- Ich bin gestern nach Berlin gegangen.
- Gerstern bin ich nach Berlin gegangen.
এখানে,“gegangen“ হল gehen verb এর Partizip 2. Sein এখানে Auxilary Verb. কোন Verb দিয়ে গতি বা motion বোঝা গেলে sein হয় auxilary verb।
5. German ভাষায় অদ্ভুত এক ধরনের Verb আছে, যাকে Trennbares Verb বলা হয়।এ ধরণের verb এর দুটো অংশ থাকে। verb টার পেট কেটে ফেললে এর second অংশ sentence এর second position এ normal verb এর conjugated form এ বসে.আর First অংশ sentence এর একদম লেজে বা শেষে চলে যায়! শুনে কি কান গরম হয়ে যাচ্ছে??! কানে বালিশ চাপা দিন, কারন ব্যাপারটা ভীষণ মজার! উদাহরণ দেখলেই বুঝতে পারবেন।
যেমন-
vorbereiten= to prepare
vor — First Part
bereiten — second part [এই অংশটার conjugation হবে এবং এটি second position এ normal verb এর মত বসবে। ]
Ich bereite mich auf meine Arbeit vor.
মনে রাখতে হবে—
-second অংশ থাকবে second position এ
– First অংশ চলে যাবে একদম শেষে!
হল না পানির মত সোজা?!?!
6. Modal Verb আরেকটা মজার জিনিষ! German এই verb গুলো sentence এ সাহায্যকারী verb হিসেবে sentence এ second position এ বসে। আর Main verb টা চলে যায় sentence এর এক্কেবারে শেষে . Main verbটা সবসময় Infinitive Form এ বসে।
[Infinitive Form হল Verb এর unconjugated Form. For Example- gehen, essen, spielen etc. হল verb এর মূল বা Infinitive Form]
Modal Verb গুলো হল-
১।können(can, to be able to)—Ich kann besser singen.
২।dürfen(may, to be allowed to)—Du darfst kommen.
৩।müssen(must, to have to) —Er muss mit mir spielen.
৪।mögen(to like (to))—Ich mag schwimmen.
৫।wollen(to want (to))—Wir wollen nach Hause gehen.
৬।sollen(should, to be supposed to)—Er soll mehr studieren.
7. কতোগুলো শব্দ আছে যাদেরকে Konjunktionen (conjunctions) বলা হয়। এরা দুটো Sentence এর মধ্যে সেতু বা Bridge তৈরি করে।
এই শব্দগুলো হল-
Aber—কিন্তু
Denn—কারণ
Und—এবং
Sondern—পরন্তু/বরং
Oder—অথবা
মনে রাখার সুবিধার জন্য এদেরকে একসাথে ADUSO ও বলা যেতে পারে।এরা সবসময় Position 0 তে বসে।
Position 0 | Position1 | Position 2 | Position 3, 4… | Last Position | |
|
heute | fahre | ich | nach Hamburg. |
Courtesy: http://ht.ly/PqeoS
Website: italki.com
( পরবর্তী সংখ্যা জবরদস্ত জার্মান -২ তে আমরা Nebensatz নিয়ে আলোচনা করব।)
নিজে থেকে জার্মান শিখার জন্য কি কি করার প্রয়োজন ? গুরুত্বপূর্ণ কোন উপদেশ যা কাজে লাগতে পারে ।
নিয়মিত পড়া এবং অনুশীলন করা প্রয়োজন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট।
আগে তো “প্রতিদিন” ৩০ মিনিট অনুশীলন দিয়ে শুরু হোক। এরপর না হয় ১,২,৩ ঘন্টা করে বাড়ানো যাবে। ধন্যবাদ। 🙂
ভালো অনলাইন ম্যাটেরিয়ালস , অথবা ওয়েবসাইটের ঠিকানা দিলে ভালো হতো , উপকৃত হতাম ।
[…] জবরদস্ত জার্মান – ১ […]
I am pleased to see such kind of post ✉…..?? grateful to you…??
[…] জবরদস্ত জার্মান – ১ […]
[…] যায়। যারা ভুলে গেছেন তারা এক্ষনি ‘জবরদস্ত জার্মান – ১’ আর ‘জবরদস্ত জার্মান – […]
German shikhar jonno kono bangla boi ki???
অনেকদিন পর চোখে পড়লো। খুব সুন্দর উপস্থাপনা।