আমি আমার অভিজ্ঞতা Share করছি মাত্র। প্রথমে ডয়েচ ব্যাংক এর অ্যাকাউন্ট অপেনিং ফর্ম ডাউনলোড করতে হবে।নিচের লিঙ্ক থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন।

https://www.deutsche-bank.de/pfb/content/privatkunden/konto_international-students-en.html#myaccordion_10766

ফর্মটা সঠিক ভাবে পূরণ করতে হবে শুধুমাত্র signature অংশটুকু বাদে ( Signature এমব্যাসির অফিসার এর সামনে করতে হবে)। ভালভাবে চেক করে প্রিন্ট দিন। তারপর প্রিন্ট করা ফর্মটা জার্মান এমব্যাসি ঢাকা থেকে attested করতে হবে। জার্মান এমব্যাসি এর ঠিকানাঃ গুলশান নর্থ এভিনিউ, ঢাকা-১২১২। ছুটির দিন ছাড়া প্রতি রবিবার থেকে বুধবার দুপুর ১.৩০ থেকে ২ টা পর্যন্ত attested করতে পারবেন।

একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারে 

Attested এর জন্য যা যা প্রয়োজন

১। সঠিক ভাবে পূরণ করা ফর্ম।

২। Original Passport

৩। পাসপোর্ট এর প্রথম দুই পেজ এর ফটোকপি ( যেখানে information থাকে )।

এমব্যাসি ঐ দিন ই আপনাকে attested ফর্ম, পাসপোর্ট এর ফটোকপি এবং একটা recommendation letter দিবে।আপনি এগুলো এবং University এর Offer Letter (যদি থাকে)নিচের ঠিকানায় যেকোন international courier (DHL, FEDEX, TNT ইত্যাদি) এ পাঠিয়ে দিবেন।

Deutsche Bank
Privat- und Geschäftskunden AG
Frankfurter Straße 1
04024 Leipzig
Germany

ডকুমেন্ট পাঠানোর ১০-১৫ দিনের ভিতর আপনি ডয়েচ ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট অপেনিং confirmation ইমেল আসবে যেখানে আপনার অ্যাকাউন্ট এর details থাকবে।   আমি ১৭ জুন, ২০১৫ তে Fed Ex  এ আমার ডকুমেন্ট পাঠাই  এবং ২৬ জুন, ২০১৫ তে confirmation ইমেল পাই। এভাবে আপনি আপনার ব্লক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার আসা যাক কিভাবে ইউরো ট্রান্সফার করবেন।

একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারে 

আমি Trust Bank limited এর Principle branch থেকে ইউরো ট্রান্সফার করেছি। আমি আমার অভিজ্ঞতা Share করছি মাত্র।

ঠিকানাঃ

Trust Bhaban

98 Shaheed Sarani,

Dhaka Cantonment,

Dhaka-1206.

ধাপ সমূহঃ

১। Financial sponsor এর নামে একটা savings account খুলতে হবে।

যা যা লাগবে:

  • Sponsor এর পাসপোর্ট সাইজ ছবি ৩ টা।
  • NID
  • TIN ( যদি থাকে)
  • Nominee এর ১ টা পাসপোর্ট সাইজ ছবি।

২। Student File খুলতে হবে।

একই রকম /এই রিলেটেড আর্টিকেল পড়তে পারে 

যা যা লাগবে:

1.Photocopy of all your certificates & mark sheets
2. Photocopy of Passport (1st three pages if new, 1st seven pages if old passport)
3. Letter of Admission
4. Deutsche Bank account opening form (mark the refund policy on 3rd page)
5. Your Deutsche Bank account details
6. Embassy’s Student Visa requirement list page (mark that line mentioned block a/c requirement. Link: http://goo.gl/Wkirtd)
7. One copy passport size photo of the student
8. Student file opening fee 5750 BDT

আপনি student file opening ফর্ম সঠিক ভাবে পূরণ করুন। আপনার financial sponsor এর savings account এ কমপক্ষে ৮০৯০ ইউরো এর সমপরিমান টাকা জমা করুন। আপনার financial sponsor কে ৮০৯০ এর সমপরিমান টাকার একটা cheque অথবা একটা balance transfer এর জন্য forwarding letter দিতে হবে। এই সকল ধাপ গুলো এক দিনে করা সম্ভব। আমি আমার  ইউরো ৮ জুলাই, ২০১৫ ট্রান্সফার করি এবং ১০ জুলাই ট্রান্সফার confirmation certificate পাই।

এটা আমার প্রথম লেখা ভুল ত্রুটি মাফ করবেন। আপনাদের উপকার হলে আমার লেখা সার্থক হবে।

ধন্যবাদ।

S.M. Kibria Mahmud

[email protected]

এছাড়া পড়তে পারেনঃ

mm

By kibria mahmud

পড়ছি/পড়বঃ জার্মান ইউনিভার্সিটিতে! :)

23 thoughts on ““ব্লক অ্যাকাউন্ট খোলা এবং ইউরো ট্রান্সফার’’ – ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ”
  1. আমি গত ২৬ আগস্ট ২০১৫ তে ডয়েচ ব্যাংক এ ডকুমেন্ট পাঠিয়েছি কিন্তু আজ ৯ সেপ্টেম্বর পর্যন্ত কোন ইমেল পাই নি। কি করব?

  2. যাদের ফিনান্সিয়াল সাপোর্ট থাকেনা, আর পরিবারের অবস্থাও খারাপ থাকে তাদের কি করার আছে?? তাদের তো ব্লক একাউন্টের অর্থই জোগাড় হবে না

Leave a Reply