আমার ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ/বৃত্তি এর সেমিনার বা ওয়ার্কশপে কাজ করতে যেয়ে এতদিনে যে প্রশ্নের সবচেয়ে বেশিবার উত্তর দিতে হয়েছে তা হল, আমার সিজিপিএ(CGPA) খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্কলারশিপ/বৃত্তি পাওয়ার সম্ভবনা কতটুকু?

আসলে এই প্রশ্নটিই ভুল এবং আমার বিশ্বাস এই প্রশ্নটি নিয়ে যারা সারাদিন পড়ে থাকে এবং চেস্টা না করে বসে থাকে তারাই সবচেয়ে বোকা এবং এই ধরণের মানসিকতা নিয়ে স্কলারশিপ তো দূরে থাক, জীবনে তাদের পক্ষে ভাল কিছু করা সত্যই দূরহ হয়ে যায় কারণ তারা কাজের কাজ না করে শুধু সম্ভবনা হিসাব করে।

আমাদের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং স্কলারশিপের সকল তথ্য(স্লাইড)

যাই হোক, তাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক ১টা স্কলারশিপ/বৃত্তি দেওয়া হবে কিন্তু দশজন আবেদন করেছে যার মধ্যে পাঁচ জনের রেজাল্টই ৩.৮০ এর উপরে সেক্ষেত্রেও কিন্তু কমপক্ষে ৪ জন ভাল রেজাল্ট এর পরও বাদ যাবে, অর্থাৎ যদি ভালদের সম্ভাবনা বলি তাও ছিল ১/৫=২০ পারসেন্ট। এখন আরেকটা স্কলারশিপ দেওয়া হবে ১ জনকে যেখানে ৩ জন আবেদন করেছে যার মধ্যে সবচেয়ে ভাল রেজাল্ট ৩.৩০, সেক্ষেত্রে কম রেজাল্ট নিয়েও স্কলারশিপ/বৃত্তি হয়ে যাবে ঐ ৩.৩০ রেজাল্টধারীর, তার সম্ভাবনাও অনেক বেশি। আবার একজন আবেদন করল যেখানে স্কলারশিপও দেওয়া হবে ১টি, তাহলে কিন্তু সম্ভাবনা দাঁড়াল ১০০ পারসেন্ট বা শতভাগ।

হ্যাঁ, স্কলারশিপ/বৃত্তি এর জন্য শুধু রেজাল্ট না, ভাল IELTS/TOFEL স্কোর, প্রকাশনা, Recommendation ইত্যাদিও লাগে, তবে সবার আগে প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা, তাহলেই ভাগ্যের ও পরিবর্তন হবে…Don’t stop chasing your dream!

Fear Kills Dreams, Fear Kills Hope!সেমিনারগুলোর বক্তব্যের শেষের দিকে সকল সম্ভাবনা এবং কাজের ধাপ শুনে সবাই যখন কিছুটা ভীত এই ভেবে যে, “আমি কি পারব?”, তখনই আমরা এই ভিডিওটি তাদের দেখিয়েছি! আশ্চর্যজনক টনিকের কাজ করেছে এই ভিডিওটি! আপনিও দেখে নিতে পারেন! কথাগুলো খুবই চমৎকার! আর মনে রাখবেনঃFear Kills Dreams, Fear Kills HopeDo NOT fear to study abroad! :)—————আমাদের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং স্কলারশিপের সকল তথ্য(স্লাইড)https://www.germanprobashe.com/archives/5630—————Courtesy: themateusz

Posted by Bangladeshi Students Association – Studying and Working in Germany on Sunday, June 21, 2015

আরো দেখুনঃ ইউরোপে উচ্চশিক্ষা – Erasmus Mundus Schoarship


আরো পড়তে পারেনঃ

 

mm

By Ram Krishna Mazumder

• Assistant Professor, IEER, CUET • Ambassador, Erasmus Mundus Association, Bangladesh

19 thoughts on “সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে স্কলারশিপ/বৃত্তি পাওয়ার সম্ভবনা কতটুকু?”
  1. Can graduation cGPA be masked by masters cGPA?? Ive got 3.03 in BSc from Stamford University (Pharmacy), 3.60 in Msc (Pharmacy) from the same university and expecting above 3.5 in Biotechnology from Khulna University with an international publication in medical biotechnology. It will be too kind if anyone answers it.

  2. আমি জার্মান ভাষাতে পড়তে ইচ্ছুক। কয়েকদিন আগে আমি A1 কোস শেষ করেছি। A2 কোস চলছে,
    আমি কী পারেবো এই দুইটা কোস করে জার্মান ভাষাতে পড়তে। IELTS করার ইচ্ছা নাই।

    1. ৩ বছরের কোর্স MBA এর জন্য জার্মান বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করবে কিনা এটা একটা প্রশ্ন। এজন্য আপনার উচিত কোর্স নির্বাচন করা। এরপর ঐ কোর্সের কোর্ডিনেটরকে সরাসরি প্রশ্ন করা যে এতে কোন সমস্যা হবে কিনা? এপ্লিকেশনের ধাপসমূহঃ http://www.germanprobashe.com/archives/161

  3. ভাই আমি জানতে চাই কেউ ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) শেষ করলো। তাহলে ইউরোপে পড়াশোনা করতে তার কমপক্ষে সিজিপিএ কত পয়েন্ট থাকতে হবে??

Leave a Reply