আমার ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ/বৃত্তি এর সেমিনার বা ওয়ার্কশপে কাজ করতে যেয়ে এতদিনে যে প্রশ্নের সবচেয়ে বেশিবার উত্তর দিতে হয়েছে তা হল, আমার সিজিপিএ(CGPA) খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্কলারশিপ/বৃত্তি পাওয়ার সম্ভবনা কতটুকু?
আসলে এই প্রশ্নটিই ভুল এবং আমার বিশ্বাস এই প্রশ্নটি নিয়ে যারা সারাদিন পড়ে থাকে এবং চেস্টা না করে বসে থাকে তারাই সবচেয়ে বোকা এবং এই ধরণের মানসিকতা নিয়ে স্কলারশিপ তো দূরে থাক, জীবনে তাদের পক্ষে ভাল কিছু করা সত্যই দূরহ হয়ে যায় কারণ তারা কাজের কাজ না করে শুধু সম্ভবনা হিসাব করে।
আমাদের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং স্কলারশিপের সকল তথ্য(স্লাইড)
যাই হোক, তাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক ১টা স্কলারশিপ/বৃত্তি দেওয়া হবে কিন্তু দশজন আবেদন করেছে যার মধ্যে পাঁচ জনের রেজাল্টই ৩.৮০ এর উপরে সেক্ষেত্রেও কিন্তু কমপক্ষে ৪ জন ভাল রেজাল্ট এর পরও বাদ যাবে, অর্থাৎ যদি ভালদের সম্ভাবনা বলি তাও ছিল ১/৫=২০ পারসেন্ট। এখন আরেকটা স্কলারশিপ দেওয়া হবে ১ জনকে যেখানে ৩ জন আবেদন করেছে যার মধ্যে সবচেয়ে ভাল রেজাল্ট ৩.৩০, সেক্ষেত্রে কম রেজাল্ট নিয়েও স্কলারশিপ/বৃত্তি হয়ে যাবে ঐ ৩.৩০ রেজাল্টধারীর, তার সম্ভাবনাও অনেক বেশি। আবার একজন আবেদন করল যেখানে স্কলারশিপও দেওয়া হবে ১টি, তাহলে কিন্তু সম্ভাবনা দাঁড়াল ১০০ পারসেন্ট বা শতভাগ।
হ্যাঁ, স্কলারশিপ/বৃত্তি এর জন্য শুধু রেজাল্ট না, ভাল IELTS/TOFEL স্কোর, প্রকাশনা, Recommendation ইত্যাদিও লাগে, তবে সবার আগে প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা, তাহলেই ভাগ্যের ও পরিবর্তন হবে…Don’t stop chasing your dream!
Fear Kills Dreams, Fear Kills Hope!সেমিনারগুলোর বক্তব্যের শেষের দিকে সকল সম্ভাবনা এবং কাজের ধাপ শুনে সবাই যখন কিছুটা ভীত এই ভেবে যে, “আমি কি পারব?”, তখনই আমরা এই ভিডিওটি তাদের দেখিয়েছি! আশ্চর্যজনক টনিকের কাজ করেছে এই ভিডিওটি! আপনিও দেখে নিতে পারেন! কথাগুলো খুবই চমৎকার! আর মনে রাখবেনঃFear Kills Dreams, Fear Kills HopeDo NOT fear to study abroad! :)—————আমাদের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং স্কলারশিপের সকল তথ্য(স্লাইড)https://www.germanprobashe.com/archives/5630—————Courtesy: themateusz
Posted by Bangladeshi Students Association – Studying and Working in Germany on Sunday, June 21, 2015
আরো দেখুনঃ ইউরোপে উচ্চশিক্ষা – Erasmus Mundus Schoarship
আরো পড়তে পারেনঃ
- পিএইচডি: Physics, Chemistry and Biology (Max Planck Research School)
- ইরাসমাস স্কলারশিপ/বৃত্তিঃ ERASMUS experience by Mizanur Rahman Nirob
- পিএইচডি – PhD in Natural Sciences and Engg. – BIG-NSE scholarship
- ডিএএডি রিজিওন্যাল স্কলারশিপ/বৃত্তি – আইআইটি বোম্বে(IIT Bombay)
- পিএইচডি স্কলারশিপঃ Finance and Management
- পিএইচডি – International Max Planck Research Schools (IMPRS)
- জার্মান প্রবাসে এডিটর এর নজরকাড়া সাফল্য! DAAD-Preis স্কলারশিপ/বৃত্তি লাভ!
- জার্মান ট্যালেন্ট স্কলারশিপ/বৃত্তি – Deutschlandstipendium
- DAAD Scholarship/বৃত্তি: The perks of staying hungry!
- How I got my DAAD Scholarship/বৃত্তি and visa?
- মিউনিখে(Munich) ২৫ টি পিএইচডি ফেলোশিপ/বৃত্তি(১৭০০ ইউরো/মাস)!
- Dr. Anita Borg Memorial Scholarship কেবলমাত্র নারীদের জন্যে
- Dahlem Research School (DRS) পোস্ট ডক্টরাল ফেলোশিপ
- Heinrich Böll Stiftung: under graduate and graduate scholarship
- ৬০ টি পিএইচডি স্কলারশিপ/বৃত্তি – হ্যানোভার বায়োমেডিক্যাল রিসার্চ স্কুল – Hannover Biomedical Research School (HBRS)
- KAAD scholarship
- Green Talent প্রতিযোগিতা
- ৩৮ লক্ষ টাকার এম.বি.এ. স্কলারশিপ/বৃত্তি (ESMT – MBA)
Can graduation cGPA be masked by masters cGPA?? Ive got 3.03 in BSc from Stamford University (Pharmacy), 3.60 in Msc (Pharmacy) from the same university and expecting above 3.5 in Biotechnology from Khulna University with an international publication in medical biotechnology. It will be too kind if anyone answers it.
Yes, you have very good chance! Note that ONLY CGPA is not the main factor. CGPA is ONLY a part of your profile. Best of luck!
[…] সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্… […]
[…] সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্… […]
[…] সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্… […]
আমি জার্মান ভাষাতে পড়তে ইচ্ছুক। কয়েকদিন আগে আমি A1 কোস শেষ করেছি। A2 কোস চলছে,
আমি কী পারেবো এই দুইটা কোস করে জার্মান ভাষাতে পড়তে। IELTS করার ইচ্ছা নাই।
Please, post here:
http://www.facebook.com/groups/BSAAG (Trusted by 50,000+ Members)
[…] সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্… […]
Vaia ami Bcom pass i mean degree pass 3 year course , ami ielts/ german language shikhe ki mba er jonno jete parbo?
৩ বছরের কোর্স MBA এর জন্য জার্মান বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করবে কিনা এটা একটা প্রশ্ন। এজন্য আপনার উচিত কোর্স নির্বাচন করা। এরপর ঐ কোর্সের কোর্ডিনেটরকে সরাসরি প্রশ্ন করা যে এতে কোন সমস্যা হবে কিনা? এপ্লিকেশনের ধাপসমূহঃ http://www.germanprobashe.com/archives/161
[…] আরো পড়তে পারেনঃ সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্… […]
[…] সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্… […]
I am from CUET,civil engineering student. my average cg 2.75
in scale 4.can I get scholarship in Germany?
That is the whole point of this article! Yes, you can, if you try “SMART”!
Comment *I have completed 4years honours degree from national university in English. My CGPA 2.68 out of 4.Can I get student visa for matters ?
ভাই আমি জানতে চাই কেউ ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) শেষ করলো। তাহলে ইউরোপে পড়াশোনা করতে তার কমপক্ষে সিজিপিএ কত পয়েন্ট থাকতে হবে??
You have to check the requirements. Please go through the website where you are searching for the scholarship!
I completed post graduation from NU 2 years ago.. Economics subject..can i get the chance to study in German?
my certificates are laminated . is there any problem for study in germany