ভিসা interview দেয়ার জন্য সকল কাগজ পত্র ঠিক ঠাক করার পর যখন interview date ঘনিয়ে আসতে থাকে, তখন আমাদের মাথায় সর্ব প্রথম যে চিন্তা আসে তা হলো যে interviewতে কি রকম প্রশ্ন করতে পারে??? আমি বরাবরই interview শব্দটাকে যমের মতো ভয় পাই। মাথার মধ্যে always কাজ করে যে আমি কি fluently উত্তর দিতে পারবো??? আমি কি instantly গুছিয়ে উত্তর দিতে পারবো???
ভিসা ইন্টারভিউ দেয়ার আগেও আমার মাথায় এই চিন্তাগুলো আসে এবং চিন্তাগুলো দুশ্চিন্তায় রুপ নেয়। এই গ্রুপ এ আমি অনেক ভিসা interview অভিজ্ঞতা দেখেছি, অনেকেই তাদের নিজের অভিজ্ঞতা লিখেছেন, আমি সবার অভিজ্ঞতা গুলো study করলাম। খেয়াল করে দেখলাম মোটামুটি সবাইকেই একই রকম প্রশ্ন জিজ্ঞাসা করে।
আজকে এই আর্টিকেল লেখার প্রধান উদ্দেশ্য হল আমর মতো যারা আছে, যারা interview দিতে গিয়ে খুব nervous হয়ে যায়(আমি তো মাঝে মাঝে একদম blank হয়ে যাই), সবসময় confused থাকে তাদের যেন কিছুটা হলেও help হয়, একটা idea হয় যে কি typeর প্রশ্ন করতে পারে। এই জন্য common কিছু প্রশ্ন একত্রিত করলাম।
Questions:
- Tell me about yourself.
- In Which university and in which program you are enrolling?
- Tell me about your subject. Why u chose this subject?
- What are the reasons for selecting this university?
- Why do you choose Germany for higher education?
- What is the duration of your course?
- What is the course module of your program?
- Which subjects do you want to take in your 1st semester?
- How many credits you have to complete?
- How many semesters r there in masters?
- Teacher’s name of your masters.
- S.C, H.S.C, B.Sc passing year and result?
- What you have done after completing your graduation?
- What was your job responsibility? Tools used/Project Description/Language used? (if any)
- What qualities you have gained from your job experience? (if any)
- What is your future plan?
- In which city are you going?
- Do u know the area of XXXX(the city)?
- Why XXXX(the city) is famous for?
- Tell me the address of the place where u will live in XXXX(the city).
- How much far your university from your home?
- Who finance your study?
- Will u do part-time job besides your study?/ What will you do in your free time?
- When did your University established?
- Tell something about your University?
- What did you do after ssc/hsc/bsc? (If you have study gap)
- What will you do after masters?
- What was your final year thesis in B. Sc. and tell me about it?
- Do you have any knowledge of German language?
- How did you know about your University?
- What are you doing now?
- Tell me about German Festivals.
- Why you want to achieve master’s degree from abroad?
- Why do you want to achieve master’s degree again?(if any)
- What are the programs that your University also offered? Program’s Description?
- Ideas of tools which you used in bsc and your job.
- Is your master’s course is in 100% English?
Red mark করা প্রশ্নগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়েছিলো।
প্রশ্নগুলার উত্তর আমি দেইনি কারন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি উত্তর গুলো vary করবে। এখানে maximum প্রশ্নেরই কোন সাধারন উত্তর হতে পারেনা।
বিশেষ দ্রষ্টব্যঃ এই প্রশ্নগুলো সম্পূর্ণ আমার নিজস্ব observation থেকে লিখা, common পরার guaranty দিচ্ছিনা। সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
এছাড়া পড়তে পারেনঃ
- ভিসা ইন্টার্ভিউ – সম্ভাব্য প্রশ্নাবলী
- ভিসা সাক্ষাৎকার অভিজ্ঞতা – Visa Experience (23.08.2015)
- ভিসা ইন্টার্ভিউ অভিজ্ঞতা ২০১৫ – কিছু প্রশ্নোত্তর
- ভিসা সাক্ষাৎকার অভিজ্ঞতা ২০১৫ – তুহিন (VISA interview experience!)
- আমাদের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং স্কলারশিপের সকল তথ্য(স্লাইড)
- বিদেশ থেকে আগমণকালে একজন যাত্রি কী পরিমাণ স্বর্ণ/এলকোহল আনতে পারবেন?
- 5 টি সেরা ফ্রি ডিকশেনারী অ্যাপ জার্মান ভাষা শেখার জন্য (The 5 Best Free Dictionary Apps for Learning German)
- প্রত্যাখ্যাত হয়েও অবশেষে যেভাবে ভিসা পেলাম
- সিজিপিএ খারাপ, এই রেজাল্ট দিয়ে আমার স্কলারশিপ পাওয়ার সম্ভবনা কতটুকু?
- পিএইচডি কি জিনিস? খায় না মাথায় দেয়?
- বদলে যাচ্ছে বাংলাদেশ! বদলাচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট!
- পাসপোর্ট তৈরির অভিজ্ঞতা – বাংলাদেশ
- “ব্লক অ্যাকাউন্ট খোলা এবং ইউরো ট্রান্সফার’’ – ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ
- ভিসা পাননি ? জেনে নিন ব্লকড একাউন্ট এর টাকা কীভাবে ফেরত আনবেন
- জার্মানীতে লেখাপড়া: ছাত্র ছাত্রীদের প্রতি বিনীত আবেদন – ব্লকড একাউন্ট (ডি স্প্রাখে)
- স্টুডেন্ট ভিসা রেগুলেশন আপডেট – এপ্রিল, ২০১৫ – (IELTS/German Language?)
[…] ভিসা ইন্টার্ভিউ – সম্ভাব্য প্রশ্নাবল… […]
[…] ভিসা ইন্টার্ভিউ – সম্ভাব্য প্রশ্নাবল… […]
[…] “Visa Interview” সম্ভাব্য প্রশ্নাবলী!!!!! […]
[…] “Visa Interview” সম্ভাব্য প্রশ্নাবলী!!!!! […]
[…] ভিসা ইন্টার্ভিউ – সম্ভাব্য প্রশ্নাবল… […]
[…] ভিসা ইন্টার্ভিউ – সম্ভাব্য প্রশ্নাবল… […]
What is the course module of the program?
এইটা দ্বারা কি বুঝানো হয়েছে?
যেমনঃ EEE পড়তে গেলে প্রতি সেমিস্টারে আপনাকে কিছু কোর্স নিতে হয়। সেগুলোর নাম কী?