সাশ্রয়ী ভ্রমণঃ বিমানবন্দর থেকে আপনার শহর
ভিসা প্রাপ্তির জন্য শুভেচ্ছা, আর যারা ভিসার প্রত্যাশায় আপেক্ষা করছেন তাদের জন্য শুভ কামনা। ভিসা প্রাপ্তির পূর্ব থেকে সবাই এক রকম খোঁজ খবর নিয়ে বিমানের টিকেট করেন, কারো চিন্তায় থাকে স্বল্প মূল্য আর কারো ভাল মানের সার্ভিস আর কারো স্বল্প সময়ে পৌঁছানো। বিমানের টিকেট কিনাতে সবার কোন না কোন প্রস্থুতি থাকেই কিন্তু বিমান বন্দর থেকে নেমে নিজের শহরে মানে যেখানে পড়ালেখা এবং থাকবেন ঐ শহরে যাবার প্রস্থুতি খুব কম জন নিয়ে থাকে যার জন্য অনেক টাকা দিতে হয় বিমানবন্দর থেকে গন্তব্য স্থানে যেতে । ধরুন আপনি নামলেন ফ্রাঙ্কফুর্ট যাবেন কিল, ভাইমার, ইয়েনা, ড্রেসডেন যদি আপনি আসার পর পর টিকেট কাটেন তাহলে আপানকে ৩৫ থেকে ৫০ ইউরো দিতে হবে ক্ষেত্র বিশেষে অনেক বেশী ও । আর আপনি যদি আগে থেকে বাসের টিকেট বা ট্রেনের টিকেট (www.ltur.com) করে রাখেন এই ক্ষেত্রে আপনার খরচ অনেক কমে যাবে যেমন ফ্রাঙ্কফুর্ট থেকে বার্লিন ১৮ ইউরোতে ফ্রাঙ্কফুর্ট থেকে ইয়েনা ৯ ইউরোতে যেতে পারবেন। আপনার চিন্তায় আসতে পারে যদি ফ্লাইট দেরী করে তাহলে? আপনি কোন হোস্টেলে থাকতে পারেন আগে থেকে বুকিং দিলে খরচ হবে ১১ ইউরো (http://www.aohostels.com/de/) আর সেই সাথে একটু বিশ্রাম করে ঐ শহরটা দেখে তারপর নিজের শহরে যেতে পারবেন। মনে করেন আপনি বাসের টিকেট করলেন সেপ্টেম্বর ১৪ তারিখ বিকাল বেলা আর আপনি চলে আসলেন ১৩ তারিখ সকাল বেলা বাস কর্তৃপক্ষকে জানালে যদি আসন থাকে আপনি ঐ সময়ে যেতে পারবেন (প্রায় সময় বাসে আসন থাকে)। নিচের লিংকে গিয়ে আপনি আপনার গন্তব্য স্থানে যাওয়ার মূল্য যাচাই করতে পারবেন। ভাল কথা দেশ থেকে আসার সময় ভাল মানের লাগেজ নিয়ে ভ্রমন করবেন এই ব্যাপারে একটু উদার হবেন, না হয় অনেক কষ্ট পেতে হবে, অধিকাংশ সময় লাগেজের চাকা হাতল ভেঙ্গে যায়, এবং নিজের লাগেজ কাঁধে নিয়ে অথবা অনেক কষ্ট করে কারো সহযোগিতা নিতে হয় যার দৃশ্যপট বড় ভয়ঙ্কর। আপনার জার্মান যাত্রা সাশ্রয়ী, শুভ এবং আরামদায়ক হোক।
http://meinfernbus.de/
www.berlinlinienbus.de
www.flixbus.de
www.city2city.de
www.deinbus.de/en/
www.eurolines.com
https://www.adac-postbus.de/
এবার যারা আগে থেকে প্ল্যান না করে জার্মানিতে এসে এয়ারপোর্ট থেকে বের হয়েই বাসে বা ট্রেনে আপনার গন্তব্যে যেতে চান তাদের জন্য ট্রেন বা বাস নেয়াই ভাল ট্যাক্সি এর চেয়ে। বলে রাখা ভাল, সারা জার্মানির ট্রেন আর বাসগুলো ডয়েচে বান মানে জার্মান ট্রেনের আন্ডারে আর সুবিধা হল আপনি যে কোন এরিয়ার টিকেট কাটলে সেটি দিয়ে ট্রেন ও বাস ২ টাতেই ভ্রমন করতে পারবেন। ট্রেন বা বাসের টিকেট প্রতিটা কাউন্টারে অটোমেট থেকে বা বাস ড্রাইভারের কাছ থেকে নিতে পারেন। এবার আপনার প্লেন ল্যান্ডের টাইম এর পর সেই সময় এয়ারপোর্ট থেকে আপনার গন্ত্যবে যাবার ট্রেন বা বাস আছে কিনা তা আগে থেকে চেক করতে এখান থেকে দেখতে পারেন। আপনি চাইলে আপনার বাসার ঠিকানা দিয়েও সার্চ করতে পারেন। তার আপনাকে সুবিধা মত সময়ে বাস বা ট্রেনের ইনফো সহ বিস্তারিত দেখাব। এখানে দেখতে পারেন -http://www.bahn.de/p_en/view/index.shtml
ধন্যবাদান্তে
জার্মান প্রবাসে পরিবার,
(জার্মান প্রবাসেঃ বিসাগ পরিবারের একটি অংশ)
What if I need to go from Frankfurt Airport to Frankfurt Hauptbahnhof? I need to go Giessen by train.
Should I plan for going directly airport to Giessen by bus?
you can go by train from Airport. that will be easier.