অহরহ আমাদের কাছে এই রকমের পোস্ট আসে তার জন্যে সহজ-সরল কিছু উত্তর

ডিপ্লোমার পরে অ্যাডমিশন পাবো কি?

উত্তর: না সম্ভব নয়। জার্মান নিয়মে ডিপ্লোমাকে HSC এর সমতুল্য ধরা হয় যা জার্মান ব্যাচেলর এ ভর্তি হওয়ার জন্যে পর্যাপ্ত নয়।

তাহলে কি করতে হবে?

উত্তর: ব্যাচেলর এ ভর্তি হয়ে দুই বছর পড়াশোনা করতে হবে। তবে এই দুই বছর কিন্তু জার্মান ব্যাচেলরের অংশ হিসেবে গন্য হবে না।

আমি তো শুনেছি language/ স্টুডিয়েন কলেগ করে আশা যায় তাহলে সেইটা কি?

উত্তর: ভাষার বিশেষ কলেজ যার জন্যে B2(মতভেদে B1) বাংলাদেশ থেকে শেষ করে এসে ১ বছর এই কলেজ করতে হয় এবং C1 শেষ করতে হয় (মতভেদে পরীক্ষা-যেই মতই হোক মোটেও সহজ কিছু না)।

তাহলে আমার কি করা উচিত?

উত্তর: দেশে ব্যাচেলর শেষ করে এইখানে M.Sc. করা উচিত।

আরো জানতে চাইলে নিচের পোস্টগুলি আরেকবার পরে নিন তাহলে এখানে ব্যাচেলর সম্পর্কে আরেকটু ধারনা পাবেন।

আমি এবার h.s.c. পাশ করেছি আমার কি করা উচিত?

Say no to Bachelor in Germany-rather come for Master (ব্যাচেলর নাকি মাস্টার?)

ল্যাংগুয়েজ ভিসা এবং ব্যাচেলর স্বপ্ন বনাম বাস্তবতা

ব্যাচেলর স্টাডি – Application steps and reality

ব্যাচেলর স্টাডি

বাস্তবতা………

ব্যাচেলর্স – দেশে করব নাকি বিদেশে? আমাদের অভিজ্ঞতা কী বলে?

সম্ভাবনা………………

ব্যাচেলর এবং আমার অভিজ্ঞতা

Bachelor Study in Germany-বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যাচেলর করতে আসবেন কিভাবে?

mm

By Tanzia Islam

Tanzia Islam is an admin of BSAAG, learn german and Germanprobashe.com this is a volunteer work from her side for the Bangladeshi community. She is also an admin of Free Advice Berlin. Her volunteer activities are related to educational development, city development and environmental protection. Tanzia is a freelance writer and researcher. Currently she is a doctoral researcher at Technical University of Berlin.

15 thoughts on “ডিপ্লোমা (diploma) করেছি আমার এখন কি করা উচিত?”
  1. I have completed Diploma in Engineering+AMIE Engineering from The Institution of Engineer’s Bangladesh. Now what is my Next Step to study in Germany for M.Sc in Mechanical Engineering.

  2. Thanks Tanzia Apu. Can you please replay for my following question.

    “AMIE Engineering is equivalent to B.Sc Engineering Here in Bangladesh. What is the situation in Germany for AMIE Graduates to admission in M.Sc in Engineering. Are they can apply for M.Sc in Germany? For your information my field of study was Mechanical Engineering.”

  3. “”স্টুডিয়েন কলেগ “” korlei ki bsc er jonno admisson pabo… and garmany jeye korte hobe??
    স্টুডিয়েন কলিগ kora ses hole ki bangladesh patheye dibe? naki thokhon versity te admisson nite parvo??

  4. my school leaving certificate is diploma, after completing my bachelor I want to apply for Master’s in Germany. Now my question is,
    Is there any problem to asses my documents with uni assist when my school leaving certificate is diploma not HSC?

Leave a Reply